সাফল্যের ইতিকথা!

in hive-129948 •  8 months ago 


আসসালামু আলাইকুম



আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো "সফল হতে সকলেই চায়। কিন্তু সফল হতে কি কি করণীয় তা সম্পর্কে অনেকে জানেন অনেকে জানেন না আবার অনেকে ভুল ধারণা পোষণ করে তুলেছেন।তাই এই বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরবো।

Luxury Minimalist Black and White YouTube Banner_20240606_005949_0000.png


সফল হতে চাইলে কিছুটা সময় নিয়ে পড়ুন, ভাবুন আর নতুনভাবে পথ চলার জন্য নিজেকে প্রস্তুত করুন।
সফলতার সঠিক সংজ্ঞা আমারো জানা নেই। তবে এইটুকু আমি জানি এবং বিশ্বাস করি! বাবা, মা যেদিন আমার দ্বারা ভালো থাকবে, নিশ্চিন্ত মনে হাসবে, সেদিন কারো স্বীকারোক্তি লাগবেনা। এমনি নিজেই বায়োডাটায় লিখে দিবো।"আমি সাকসেসফুল"।
আজ থেকে কয়েকবছর পর আমি কোথায় যাবো তা নির্ভর করবে আমি এখন কী ধরনের বই পড়ছি, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছি, কি ধরনের পরিশ্রম করছি সেটার উপর।আপনার ক্ষেত্রেও সেইম।
একেক জনের কাছে সফল হওয়ার ডেফিনেশন একেক রকম।কেউ অল্পতেই খুশি কেউ অনেক কিছু পেয়েও খুশি না।কারো স্বপ্ন ছোট কারো স্বপ্ন বড়।তবে স্বপ্ন যেমনি থাকুক না কেন সফল হতে গেলে তোমাকে পরিশ্রম করতেই হবে।হোক তোমার স্বপ্ন ছোট বা বড় সেটা বিষয় না।সকলকে সকলের জায়গা থেকে পরিশ্রম করতেই হয়।
বিখ্যাত মনীষী এডিসন বলেন, "সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।" তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই।
যে ব্যক্তি কাজ করতে পারে কিন্তু কাজ করে না আর যে ব্যক্তি কাজ করতে পারে না দুই-ই সমান।দুজনের ফলাফলই শূন্য।


Minimal Paper Coming Soon Instagram Post _20240606_010115_0000.png


এছাড়াও সাফল্যের পথে এগিয়ে যেতে হলে আরো বেশ কিছু দিক মেনে চলতে হবে।যেমন নিজের ব্যক্তিত্ত্বটাকে শক্তিশালী রাখতে হবে।নিজেকে সস্থা বা সকলের প্রয়োজনীয় বানিয়ে ফেললে চলবে না।
আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।তাই নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে।হীনমন্যতায় ভুগলে চলবে না।পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।তারা অপেক্ষায় বসে থাকে কখন কি হবে সেটার জন্যে। যে ব্যক্তি সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না।যে সহজে পাওয়ার স্বাদ একবার পেয়ে যায় সে কখনো পরিশ্রম করতে চায় না।তবে মনে রাখা ভালো যে সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায় হয়। বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে চরিত্রে প্রতিফলিত হবে।জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।পার্থক্য এখানেই। আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন, পরিবর্তনে ভালো কিছু পাবেন না।সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে অনেকখানি প্রভাবিত করবে।
ইচ্ছাশক্তির বলয়ে অনেক কিছু জয় করা যায়। অনেক অসম্ভবকে সম্ভব করা যায়।যার ইচ্ছাশক্তি যতো বেশি তার সফল হওয়ার সম্ভাবনা ততো বেশি।তাই সফল হতে প্রথমে প্রয়োজন ইচ্ছাশক্তির।পরবর্তীতে সেই ইচ্ছা অনুযায়ী কঠোর পরিশ্রম।


Brown Minimalist Boho Floral Daily Quote It's Okay say No Motication Instag_20240606_010328_0000.png


আজ এইখানেই শেষ করলাম।সকলেই সকল ক্ষেত্রে সফল হোন এই আশা ও প্রত্যাশা রইলো।ভালো থাকবেন সকলে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলে আপনি যে কোন কাজের ক্ষেত্রে যদি কঠোর পরিশ্রম করেন সে ক্ষেত্রে সফলতা অর্জন করার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ শুধু অনুপ্রেরণা থাকলে তো আর সফলতা বয়ে আনা যায় না সফলতা অর্জনের সর্বপ্রথম ধাপ কঠোর পরিশ্রম।

এটা নিশ্চিত যে আজকে থেকে পাঁচ বছর পর বা কয়েক বছর পর আমি কোন পজিশনে অবস্থান করব সেটা আমার বর্তমান অবস্থানের উপর নির্ভর করছে। মহাবিজ্ঞ মনীষী এডিসন যথার্থ কথা বলেছেন তার কথায় যুক্তি রয়েছে। আর এদিকেও খেয়াল রাখতে হবে আমাদের কারোর প্রয়োজনের বস্তু হিসেবে নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে চলতে হবে। উপদেশ মূলক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনার সুন্দর সুশৃংখল চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। এর আগেও বেশ এমন কিছু সুন্দর পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশা করব সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিবেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে।