আসসালামু আলাইকুম
দূর থেকে আমরা যা দেখি বা অনুধাবন করি তা অধিকাংশ সময়ই সত্যি হয় না।কোনো জিনিসকে জানার জন্য তার কাছে যাওয়া এবং সেই জিনিসকে ভালোভাবে পর্যবেক্ষণ করাটা খুবই জরুরি। কিন্তু আমরা তা করি না।আমরা শুনা কথাতে বিশ্বাস করি এবং সেটাকেই অতিরঞ্জিত করে উপস্থাপন করি।এবং সেটা নিয়েই ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসতে থাকি।সৃষ্টিকর্তা আমাদের ভালো মন্দের বিচার করার ক্ষমতা দিয়েছেন।আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এ পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের প্রত্যেকের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। এই গুণটা সৃষ্টিকর্তা কতৃক পাওয়া আমাদের অনেক বড় একটা উপহার। কিন্তু আমরা কজনই বা এটাকে কাজে লাগাই।আমাদের বিচার বুদ্ধির গুণটাকে আমরা ব্যবহারই করি না।আমরা লোকমুখে যা শুনি তাই নিয়ে মাতামাতি করি। কিন্তু সেটা সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের কখনোই কাম্য নয়।
আমি এমন অনেক বন্ধুত্বের সম্পর্ক দেখেছি যেগুলো কেবল ভুল বুঝাবুঝির কারণে ভেঙে গিয়েছে।যারা বছরের পর বছর একসাথে সময় কাটিয়েছে। একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতো না।একে অন্যের উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল ছিলো।তাদের মধ্যে কেবল কিছু ভুল তথ্যের জন্য দুজন দুই মেরুর বাসিন্দা হয়ে গিয়েছে।দিনের পর দিন কেউ কারো মুখটা পর্যন্ত দেখে না।যে দুইটা মানুষ একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতো না তারাই দিব্বি ভালো ভাবে একে অন্যকে ছাড়া দিন কাটাচ্ছে।
আর এই সমস্যাগুলো বা ভুল বুঝাবুঝি সাধারণত হয়ে থাকে তৃতীয় কোনো ব্যক্তি বা পক্ষের উস্কানিতে বা ভুল তথ্য প্রেরণের মাধ্যমে।
কিন্তু যদি এই ভুল তথ্যগুলোকে পর্যবেক্ষণ করতো। বিশ্লেষণ করতো যে আসলে কি হয়েছে বা হচ্ছে তাহলে হয়তো সম্পর্কটা এই জায়গায় এসে দাঁড়াইতো না।অবনতির দিকে না গিয়ে বরং উন্নতি দিকে যাইতো।হ্যাঁ চলার পথে ভুল ত্রুটি হবেই। সেটা সংশোধনেরও নিশ্চয়ই পথ রয়েছে।আমরা যদি সেই পথটাকে বেচে নিতে পারি তাহলেই হয়তো কাচের ন্যায় সচ্ছ অতি গুরুত্বপূর্ণ সম্পর্কটাকে কেউ কেবল আঙ্গুলের ইশারায় চূর্ণবিচূর্ণ করে দিতে পারবে না।
সম্পর্ক অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা একে অন্যের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছি।তাই আমরা সকলেই নিজ জায়গা থেকে এটাকে আগলে রাখার ক্ষেত্রে সচেতন হই।যাতে করে সামান্য বাতাসেই আমাদের সম্পর্কটা ভেঙে না যায়।
আজ এইখানেই শেষ করলাম।সকলের সম্পর্কই মজবুত থাকুক এবং সকল ক্ষেত্রে ভুলবুঝাবুঝি দূর হয়ে শান্তি ফিরে আসুক সকলের মাঝে। এই আশা ও প্রত্যাশা রইলোই ।ভালো থাকবেন সকলে।ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit