জেনারেল রাইটিং- অতিরিক্ত কষ্টে মানুষ বদমেজাজী হয়ে উঠে || written by@maksudakar ||

in hive-129948 •  28 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি ব্যস্ত জীবনে ব্যস্ত সময় কে নিয়ে চলে যাচেছ দিন আর রাত গুলো। তবে ব্যস্ত থাকলে আর যাই হোক রোগ ব্যাধি কিন্তু দেহ কে ছুঁতে পারে না। পারে না আবার মন কেও দূর্বল করতে। আমার মনে হয় পৃথিবীতে যে যত পরিশ্রমী সে ততটা সুখী। আর তার জীবনে স্বস্থিতাও একটু বেশী।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।

প্রতিটি মানুষের ভিতরে কিন্তু অনেক গুলো ইচ্ছে থাকে। আর সেই ইচ্ছে গুলো কিন্তু একেবারে ভিন্ন। আর সেই ইচ্ছে গুলো কে কারও সাথে শেয়ার করা যায় না। যায় না ভাগ করা। সেই ইচেছ গুলো যদি কখনও পূরন করা সম্ভব নাও হয় তাহলে সেগুলো মনের ভিতরে রয়ে যায। রয়ে যায় স্মৃতি হয়ে। আর রয়ে যায় হাজারও অপ্রাপ্ততা কে আকঁড়ে ধরে মনের গভীরে। যা হয়তো কখনওই প্রকাশিত হয় না।

ai-generated-8949408_1280.png

Source

অতিরিক্ত কষ্টে মানুষ বদমেজাজী হয়ে উঠে|

আমরা মানুষ। আবার আমরা সামাজিক জীবও বটে।মানুষ ছাড়া আমরা কিন্তু একদম চলতে পারি না। একাকীত্ব জীবন যাপন করাটাই বেশ কষ্টের। আর তাই তো আমাদের কে সামাজিকতা বা আত্মীয়তা রক্ষা করতে হয়। আর এক সাথে চলতে গেলে বা বিভিন্ন কারনে আমাদের মাঝে অনেক মন মালিন্য হতে পারে। হতে পারে বড় কোন রকমের সমস্যার সৃষ্টিও। আর তার মধ্যে রয়েছে কষ্ট। কষ্ট এমন একটি বিষয় যা কিনা মানুষের ভিতর টাকে কঁড়ে কুঁড়ে খায়। না যায় কাউ কে দেখানো না যায় কাউকে বুঝানো। সব মানুষের সহ্য শক্তি এক নয়। আর তাই তো কষ্ট পাওয়া মানুষ গুলো এক সময়ে হয়ে ‍উঠে বিদ্বেষী।

মানুষ মানুষের কাজে এগিয়ে যাবে, মানুষ কে ভালোবাসবে সেটাই কিন্তু নিয়ম। কিন্তু সেই নিয়মের মধ্যে পড়ে মানুষ যখন চারদিক থেকে কষ্ট পাওয়া শুরু করে তখন সে হয়ে পড়ে দিশে হারা। কারন মানুষের ভিতর এমন কিছু কষ্ট থাকে যা কিনা কাউ কে বুঝানো যায় না। যা হয়তো কাউ কে বলতেও পারে না। পারে না নিজের সাথে যুদ্ধ করে বেচেঁ থাকতে। নিজের মধ্যে পুষে রাখা দিনের পর দিন কষ্ট গুলো কোন এক সময় বোমা হয়ে বের হয়। আর তখনই মানুষটি হয়ে পড়ে বদ মেজাজী। হয়ে পড়ে রাগী মানুষ। আমরা শুধু মানুষটির উপরের রূপ দেখি কখনও আমরা মানুষটির ভিতর টাকে দেখার চেষ্টাও করি না।

পৃথিবীতে মানুষ গুলো যখন অমানুষ হয়ে উঠে তখনই কেবল তারা অন্যের সরলতার সুযোগ নিয়ে তাকে কষ্ট দেওয়া শুরু করে। আর হাজারও মানুষের দেওয়া কষ্ট কে নিজের মধ্যে পুষে রাখতে রাখতে সেই মানুষটি হয়ে যায় দিশে হারা আর পাগল প্রায়। তার থাকে না কোন হিতাহিত জ্ঞান। কখন যে কাকে কি বলে সে নিজেও জানেনা। বুঝতে পারে না তার হাজারও দোষ গুলো। কি করে বুঝবে যে সে অতিরিক্ত কষ্টেই আজ পাগল প্রায়। সে যে অতিরিক্ত কষ্টে আজ বদ মেজাজী। তাই আমরা কাউকে বদমেজাজী দেখে বলতে পারবো না লোকটি খারাপ।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।

image.png

ধন্যবাদ সকলকে

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কথাগুলো অনেকটাই ঠিক। মানুষের ভিতরে অতিরিক্ত হতাশা এবং না পাওয়া জমা হয়ে গেলে তার মানসিকতার বদল ঘটে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং চট করে যে কোন কিছুতে বিরক্ত হয়ে যায় যেটা আবার ধীরে ধীরে বদমেজাজে পরিণত হয়। চমৎকার আলোচনা করেছেন।

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপু তাই তো আপনাকে নিয়েও আমার বেশ চিন্তা হয় কবে যে আপনি আবার বদমেজাজি হয়ে উঠেন। বেশী চিন্তা করবেন না আপু। বেশ সুন্দর কিছু কথা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই পোস্টটি করার জন্য।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এ কথা আপনি ১০০% সত্যি বলেছেন। অতিরিক্ত কষ্ট পাওয়ার পরে মানুষ বদনা যদি হয়ে যায়। যাইহোক সুন্দর একটা বিষয় নিয়ে আপনার আলোচনা দেখে খুশি হলাম।

ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিক করার জন্য।

আপনার লেখা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু জীবন বড়ই কঠিন। অতিরিক্ত সব কিছু খারাপ। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

কথাটা ঠিক বলেছেন আপু কিছু কিছু ইচ্ছা কাউকেই বলা যায় না। একেবারে নিজের মধ্যে রেখে দিতে হয়। কষ্ট থেকে বদমেজাজ খুব একটা হয় না আমার। আমার মনে হয় দীর্ঘদিন ডিপ্রেশনে থাকলে একাকিত্বে ভুগলে এমনটা হয়। সুন্দর লিখেছেন আপনি।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার পোষ্টের সাথে আমি একমত। আসল অতিরিক্ত কষ্টে মানুষ বদমেজাজী হয়ে যায়। কারণ মানুষ মানুষের উপকার করবে এটাই স্বাভাবিক। কিছু মানুষ আছে তারা অযথা মানুষকে কষ্ট দিয়ে থাকে। তখন অনেক ভালো মানুষ বদমেজাজী হয়ে যায়। পোস্টটি সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।