আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম। আমার সংক্ষিপ্ত পরিচিতি পর্বে সকল কে শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই সুস্থ্য এবং ভাল আছেন। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার প্রভুর কাছে যিনি আমাকে এত বড় একটি প্লাটফর্মেfভর সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার পর ধন্যবাদ জানাতে চাই @parves23 ভাই কে যিনি আমাকে আমার ব্লগ প্লাটফর্মে লেখালেখির জন্য পরামর্শ প্রদান করেছেন।
কে আমি:-্
আমি মাকসুদা আক্তার, পিতা- মরহুম আবু ল হোসেন, মাতা- মৃত আইমুন নেছা। আমি ঢাকায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ। আমার পরিবারে বর্তমানে আমার বোন ও ভাই আছে।
https://www.facebook.com/photo.php?fbid=1753653344867286&set=t.100006679121745&type=3
আমার শিক্ষাগত ও কারীগরি যোগ্যতা
আমি খিলগাও গার্লস স্কুল হতে এস এস সি পরীক্ষায় উর্ত্তীন হই এবং সিদ্ধশ্বরী গার্লস কলেজ হতে এইচ এস সি পরীক্ষায় উর্ত্তীণ হই। পরবর্তী তে সরকারী কবি নজরুল বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এবং জাতীয় আইন কলেজ হতে আইন পেশায় উর্ত্তীণ হই।
![16142261_1917047208527898_7378843665252218340_n.jpg]
()
বর্তমানে আমি একজন সরকারী চাকুরী জীবি।
https://www.facebook.com/photo.php?fbid=2515239305375349&set=t.100006679121745&type=3
আমার কারীগরি যোগ্যতা
পাশাপাশি আমি কম্পিউটার টেকনোলজী বিষয়ে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান হতে দক্ষতা অর্জন করি।
আমি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার। ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, ফেসবুক একাউন্ট তৈরি, ইউটিউট একাউন্ট তৈরি, কনটেন্ট রাইটিং, ব্লগিং, বিভিন্ন প্রকার ব্যানার ও লগো সহ অনলাইন জগতের অনেক কাজই আমি বর্তমাতন দক্ষতা ও নিষ্ঠার সহিত করতে পারি।
আমার সখ-
প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু সখ থাকে তেমনই আমার ও অনেক সখ আছে। যেমন- গান শোনা, পবিত্র কোরান তেলওয়াত, ভ্রমন করা ইত্যাদি
https://www.facebook.com/photo.php?fbid=2515239305375349&set=t.100006679121745&type=3
আমার তৈরী কিছু কাজ-
আমার নিজ ব্লগ-
https://itsolution635.blogspot.com/
ফেসবুক পেজ:-
https://www.facebook.com/Dreampersonalcare.info
https://www.facebook.com/fashionwomencare.inof
https://www.facebook.com/bibahobari.info
ফেসবুক গ্রুপ:-
https://www.facebook.com/groups/4879385562140375
https://www.facebook.com/groups/1086209498064415
https://www.facebook.com/groups/136358137118291
আমার জন্য সকলে দোয়া করবেন।
আমার সাথেই থাকুন
ভাল থাকুনম সুস্থ্য থাকুন
আপনার পরিচিত হলো পোস্টিং সঠিক হয়নি দয়া করে কমিউনিটির নিয়ম অনুযায়ী পোস্টটি করুন। আর আমার জানামতে এখন নতুন মেম্বার নেয়া বন্ধ হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit