আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আমি @maksudakawsar। আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ হতে আপনাদের প্রিয় একজন সহপাঠি হয়ে। অনক ব্যস্ততার মধ্যে সময় গুলো যাচ্ছে। দিন আর রাত কোথা থেকে যে চলে যাচ্ছে তা টের পাচ্ছি না। আমার জীবনটাই এমন। বেশীদিন ভালো থাকতে আর পারি না। এটাই মনে হয় আমার নিয়তি বা কপাল। বুঝতে পারছি না খারাপ সময় নাকি ভালো সময় কোনটা যাচেছ।তবে এতটুকু বুঝতে পারছি যে বেশ কষ্টের মধ্যে যাচ্ছি।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
গেল কয়েকদিন হলো আমাকে বেশ ঝামেলার মধ্যে দিন কাটাতে হচেছ। আসলে এটা কে ঝামেলাও বলা যায় না। এটা হতে পারে একপ্রকার মানবতা। এই তো সেদিন শ্বশুড়ী আম্মা খুব ভোরে ফোন করে জানালো তার এক বান্ধবী খুব অসুস্থ্য। তার ছেলে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসছে আমি যাতে তাকে সাহায্য করি। তো শ্বাশুড়ীর আদেশ বলে কথা। তো আমি তাদের নম্বর নিয়ে তাদের সাথে যোগাযোগ করলাম। আমি যখন তাদের সাথে যোগাযোগ করি তখন তারা হাসপাতাল থেকে প্রায় বেড়িয়ে গেছে। আমার ফোন পেয়ে তারা আবার ফিরে আসে। তো তাদের সাথে কথা বলে জানতে পারি যে ডাক্তার বেশ কিছু পরীক্ষা দিয়েছে। আমি হাসপাতালের স্টাফ হিসাবে তাদের সেই সকল পরীক্ষা সব ফ্রি তে করিয়ে দেই। এমন কি একজন বড় প্রফেসার দেখিয়ে দেই। মুশকিল হলো এন্ডোসকপির পরীক্ষার রিপোর্টে ভদ্র মহিলার ক্যান্সার ধরা পড়ে। তখন ডাক্তার সাহেব টিসু কেটে বাইএফসি করতে দেন এবং হাসপাতালে ভর্তি হতে বলেন। তাই তারা আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে যান।
কিন্তু কথা হলো ভদ্র মহিলার সমস্ত কিছুর জন্য আমাকে দৌড়াদৌড়ি করতে হয়। নিজের কাজ রেখে এদিক সেদিক দৌড়ঝাপ করা যে কত কষ্টের তা আর বুঝানো যাবে না। সরকারি পরীক্ষা বলে কথা। আর সরকারি হাসপাতালে চিকিৎসা করানো যে কত কষ্ট তা কেবল ভুক্তভোগীরাই বুঝে।তো আমাকে প্রতিনিয়ত তাদের কাজে ব্যস্ত থাকতে হচেছ। এদিকে ভদ্র মহিলার বাইওপসির রিপোর্টও চলে আসে।রিপোর্ট অনুযায়ী ভদ্র মহিলার ক্যান্সার এখন গ্রেড থ্রি তে। যা একটি মানুষের বেচেঁ থাকার জন্য অনেক কঠিন।
এমন একটি খারাপ এবংকঠিন রিপোর্ট দেখে তো যে কোন মানুষেরই মন খারাপ লাগবে।তো আমারও তাই হলো। কিন্তু সমস্যা হলো ভদ্র মহিলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মত তেমন কেউ নেই। যদিও তার পাঁচটি বড় ছেলে রয়েছে, কিন্তু তারা নাকি কিছুই বুঝে না। অথচ আমি নিজেই তার জন্য দৌড়ঝাপ করতে করতে আজ ক্লান্ত। তা যাই হোক হাসপাতালে আমার একজন পরিচিত ডাক্তার আছেন তিনি যতবার দেখা হয় ততবার শুধু বলে ভদ্র মহিলার যতদ্রুত চিকিৎসা শুরু করতে। আমি এই কথাটি বহুবার তার সন্তানদের কে বুঝাতে চেষ্টা করেছি কিন্তিু তারা কি বোঝে না নাকি বুঝেও না বুঝার ভান করে।
সরকারি হাসপাতালের চিকিৎসা তো একটু স্লো । কিন্তু ভদ্র মহিলার চিকিৎসা শুরু করতে হবে খুব তাড়াতাড়ি। এ কথা তাদের কে কে বুঝায়। আমি যদি বলতে যাই তাহলে তারা হয়তো ভাববে আমি চাচিছ যে তারা চলে যাক। কিন্তু আবার যদি না বলি তাহলে ভদ্র মহিলার চিকিৎসারও দেরী হয়ে যাবে। এদিকে তো আমার জীবন শেষ। না পারি কইতে আর না পারি সইতে। নিজের ও বেশ টেনশন হচেছ। গ্রামের বউ বলে কথা। কিছু একটা হলে তো আবার আমার দোষ কি হয় নাকি? এ সব কিছুই আমাকে ভাবিয়ে তুলেছে। খেয়ে না খেয়ে সারাটা ক্ষন তাদের উপকারে নিজেকে বিলিয়ে দিয়েছি।
আমি আসলে বুঝি না তাদের কি বোধ কম নাকি? যেখানে আমি সকল পরীক্ষা ফ্রি করালাম, ডাইয়েটে বেশী করে খাবারের ব্যবস্থা করলাম, এমন কি দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য একদিনের মধ্যে কেবিন এর ব্যবস্থা করে দিলাম। সেখানে তার সন্তানদের একজন ডোনার ঠিক করে আনতে সারাদিন লেগে যায়। দিন যতই যাচেছ ভদ্র মহিলার রোগ তো আরও বেশী ছড়িয়ে পড়ছে। সেই চিন্তা শুধু আমি নয় এখন আমার শ্বশুড়ীও করছে। কিন্তু তার সন্তানরা যে কেন একথা বুঝতে চাইছে না। সেটাই বুঝা যাচ্ছে না।
কিন্তু অবশেষে আমার ভাসুর, নোনাস এবং শ্বশুড়ীর উপদেশ অনুযায়ী আজ তাদের কে বলতে বাধ্য হলাম। তাই তাদের কে বেশ সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম যে আপনারা আপনাদের মায়ের জন্য সর্বোচ্চ চিকি]সার ব্যবস্থা করেন। চাইলে আপনারা বাহিরে ভালো কোন জায়গায় নিয়ে যেতে পারেন। আমি আমার তরফ থেকে সকল সহায়তা করবো। এখন জানিনা তাদের সিদ্ধান্ত কি হবে। কি আছে সেই মানুষটির ভাগ্যে।
খু্ব টেনশনে দিন যাচ্ছে। জানিনা কি আছে সেই ভদ্র মহিলার কপালে। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? অপেক্ষায় রইলাম আপনাদের অনূভূতি গুলো জানার।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব খারাপ লাগলো আপু পোস্টটি পড়ে। আপনার কাছে ওনার কথা জেনেছিলাম।আপনার শ্বাশুড়ির বান্ধবী উনি।খুব দৌড় ঝাপ করে আপনি তাকে দেখছেন।এখন তার ছেলেরা কি করবে তা তারাই জানে।তবে খুব দ্রুত সবকিছু করতে হবে।যাক দোয়া করি আল্লাহর রহমত বর্ষিত হোক তার উপর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও ভাবছি খুব দ্রুত সবকিছু করতে হবে। তবুও দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই ভদ্র মহিলাটির এরকম অসুস্থতার কথা শুনে সত্যি অনেক খারাপ লাগলো। আপনি যথাযথভাবে সেই ভদ্র মহিলাটিকে সাহায্য করার চেষ্টা করছেন, এটা জেনে ভালো লাগলো। আসলে তার ছেলেরা কিছুই জানেনা তাই কি কোন সিদ্ধান্তই জানাবে না? ডাক্তার বলেছে খুব দ্রুত চিকিৎসা শুরু করার জন্য, কিন্তু ওনার ছেলেরা তো বুঝতেই পারছে না এই বিষয়টা। পরে আপনি বাধ্য হয়ে ওনাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছেন শেষ পর্যন্ত। এখন সিদ্ধান্ত কি জানাবে এটাই বড় কথা। আর ওনার জন্য দোয়া রইল। আল্লাহ যেন ওনাকে খুব দ্রুত সুস্থ করে দেয় এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর জানাবে কিছুই তো বুঝে না ভাইয়া। মহিলার জন্য বেশ মায়া লাগছে। দোয়া করি তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি সত্যি সত্যি উপকার করতে গিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। ওই মহিলাটির ক্যান্সার ধরা পড়েছে। আর এরকম একটা রিপোর্ট দেখে সত্যি খারাপ লাগারই কথা। আমার তো পড়ে অনেক বেশি খারাপ লেগেছে। আর আপনি তো সামনাসামনি দেখে খারাপ লাগারই কথা। মহিলাটির জন্য দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। আপনি বুঝিয়ে বলেছেন উনার ছেলেদেরকে খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করার জন্য। এবার ওদের মতামতে জানার অপেক্ষা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু সত্যি ওনার ছেলেরা যেন কিছু বুঝেই না। আমারও ভীষণ মায়া লাগছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি ওই ভদ্র মহিলার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন কিন্তু আপনার দৌড়াদৌড়ি করে আর কিছু হলো না যদি না তার সন্তানরা সেটা না চায়। এটা শুনে খুব খারাপ লাগলো যে ভদ্র মহিলার ক্যান্সার ধরা পড়েছে আসলে ক্যান্সারের কথা শুনলে পরে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। যাই হোক আপনি তাদেরকে উপকার করেছেন অবশ্যই আপনি একদিন আপনার এই উপকারের ফল পাবেন। মহিলার জন্য দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থতা লাভ করেন। ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর পোস্ট পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাইয়া কিছু পাওয়ার আছে উপকার করিনি। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন।ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমানে সরকারি হাসপাতালে রোগী চিকিৎসা করাটা খুবই ঝামেলার হয়ে গেছে। আর আপনার শাশুড়ি আদেশ পেয়ে আপনার শাশুড়ির বান্ধবীকে আপনি যেভাবে চিকিৎসা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন সেটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়। যাহোক, অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit