কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচেছ সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তাই ব্যস্ততার পরিমানও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকাল যেন জীবনের সাথে যুদ্ধ করেই জীবন পার করতে হচ্ছে।তবুও সময় করে বসে পড়লাম আপনাদের জন্য একটু লেখালেখি করার জন্য।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।
বেশকিছুদিন যাবৎ একটি বিষয় আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। কেন জানি বিষয়টি সব সময় মাথায় ঘুরে বেড়ায়। কারন জীবনের সাথে বিষয়টির বেশ মিলও আমি খুঁজে পেয়েছি। আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র। কখনও সুখী আবার কখনও বা দুঃখ ভরা। জীবন এমন এক অধ্যায় যেটা কিনা কখনও সাদা কাগজের মত পড়ে থাকে না।সেখানে কলমের কালী ছাড়াাই লেখা হয়ে যায় হাজারও গল্প আর কবিতা। হয়তো এই গল্প বা কবিতা লেখার বিষয়টি মানুষ নিজেও টের পায় না।
/p>আসলে বলেন তো কে নিরাপদ মানুষ নাকি সাপ। আমরা যদি আমাদের চারপাশে একটু তাকিয়ে দেখি তাহলে খেয়াল করলে দেখবো যে চারপাশে হাজারও মানুষ। কিন্তু সেই সকল মানুষের ভিতরটা আমাদের অচেনা। কারও মুখ দেখে কিন্তু বলা যায় না কার মনের ভিতরে কি চলছে। কে আমাদের বন্ধু বা কে আমাদের শত্রু। কি করে বুঝবো? মানুষ তো দেখতে সব একই রকমের। মুখ দেখে কি আর ভেতর চেনা যায়। আর তাই তো স্বার্থের প্রয়োজনে মানুষ গুলো মুখোশের আড়ালে আমাদের কাছ থেকে স্বার্থ হাসিল করে নেয়। নিজেদের স্বার্থ কে চরিতার্থ করার জন্য দিনের পর দিন মানুষ নিজেকে মাতিয়ে তুলে এক অসভ্য আচরণের বেড়াজালে। সেখানে কারও বুঝার উপায় নেই এই নাটকগুল।
আজকাল যুগ এমন হয়ে গেছে যে চারদিকের মানুষগুলো যেন অন্যের ভালো লাগার বিষয়টাকে একদম সহ্য করতে পারে না। পারে না কারও ভালো দেখতে। পাশের মানুষটি ভালো থাকলে বা তার জীবনে ভালো কিছু হলে যেন পাশের মানুষটি জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কাউ কে যেন বিশ্বাস করা যায় না। তাই তো আজকাল কারও শত্রু হতে আর খারাপ মানুষ হতে হয় না। কেবল মাত্র জীবনে কিছুটা উন্নতি বা মানুষের ভালোবাসার পাত্রী হলেই আজকাল মানুষ পেছনে লাগতে শুরু করে। শুরু করে দেয় গ্রুপিং করতে কিভাবে সেই মানুষটিকে টেনে হিচড়ে নিচে নামাবে। আর মানুষটি যদি হয় অসহায় আর সহজ সরল বোকা মানুষ তাহলে তো আর কথাই নেই। তার জীবনের তো একেবারে রফাদফা শেষ। আর তাই তো নিজের অবনতি দেখতে খারাপ মানুষ হওয়ার প্রয়োজন হয় না। কেবল জীবনে কিছুটা উন্নতি করলেই হয়।
আর অন্যদিকে। অন্যদিকে আমরা যদি বিষধর সাপের কথা বলি তাহলে তো বলতে হয় মানুষের থেকেও বিষধর সাপ অনেক গুনে ভালো। সাপ তো কেবল তখনই মানুষ কে তাড়া করে যখন মানুষ কিনা সাপের পিছনে লাগে। অথবা কেউ যদি সাপ আঘাত করে। এছাড়া সাপ কিন্তু মানুষ কে কখনও নিজে থেকে আঘাত করে না। বা মানুষের ক্ষতি করে না। তাই তো আমার কাছে মনে হয় মানুষের চিয়েও সাপ অনেক অনেক নিরাপদ আর বিশ্বস্থ বন্ধু। মানুষের মত করে কখনই পিছন থেকে ছোবল মারে না। আর অযথা মানুষের কোন ক্ষতিও করে না।
শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।
ধন্যবাদ সকলকে
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষধর সাপের চেয়েও অনেক ভয়ংকর মানুষ কারণ বিষধর সাপ দেখলে বোঝা যায় এটা বিষধর ও ভয়ংকর দূরে থাকতে হবে কিন্তুু মানুষের মুখ দেখে কখনোই বোঝা সম্ভব নয় কে ভালো কে মন্দ। কে আমাদের জন্য বিপদ কে বিপদ নয়।আসল মানুষ মানুষের জন্য এতোটা ভয়ংকর হয় যে বিষধর সাপ ও তার কাছে হার মানবে।বেশ বাস্তব কিছু কথা তুলে ধরে আজকের পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।সত্যি বলতে এখন তো মানুষের মথ্যে মায়া বা মমতা কিছুই নেই। মানুষ এখন তো চলে হাওয়ার উপর। কে কাকে মেরে খাবে সেই চিন্তায় তার মাথা ঘুরে। যাই হোক বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit