বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি কিন্তু ভালো মন্দ মিলিয়েই আছি। কেন জানি মনে হয় জীবনটা যদি মিক্সাচার না হয় তাহলে জীবনে শান্তি পাওয়া যায় না। পাওয়া যায় না প্রশান্তি। কারন জীবনের জন্য কেন জানি টক ঝাল আর মিষ্টি সব কিছুরই প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আর আমার কাছে কিন্তু এমন মিক্সার থাকতেই বেশ ভালো লাগে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। নিজেকে নতুন রূপে দেখার মাঝেও কিন্তু স্বস্তি লুকিয়ে আছে। আর তাতে করে নিজের জ্ঞানের ভান্ডারও কিছুটা বেড়ে যায়। তাই তো নতুন নতুন কিছু শিখে আমাদের কে জ্ঞানের চর্চা করা উচিত।
জীবনটা বড়ই বৈচিত্রময়। কারন জীবন যে কখন কিসে সুখী হয় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তবে আমার মতে জীবনে দরকার কিছুটা আনন্দ আর শান্তি। তবেই মাঝে মাঝে হারিয়ে যাওয়া গতি ফিরে পাবে আমাদের জীবন। আর জীবনে নেমে আসবে স্বস্তি। আর আমরাও খুঁজে পাবো আমাদের নিজেদের চলার পথে কিছুটা আনন্দ বা উদ্দীপনা। তাই তো আমাদের শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে একটু ভ্রমণে বের হওয়া প্রয়োজন।
কয়েকদিন আগের কথা ঢাকা শহরে বেশ জ্যাম। জ্যামে বসে থাকলে অফিস শেষে বাসায় ফিরতে রাত হয়ে যায়। এমনিতেই ব্যস্ত জীবন আমার। তারপর এতদিকের প্যারা কি আর নেওয়া যায়। তাই সিদ্ধান্ত নিলাম গাড়ীতে না উঠে প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে দিয়ে হেঁটে হেঁটে চন্দ্রিমা উদ্যান হয়ে কিছুটা সামনে এসে মানে খামার বাড়ী পুলিশ বক্স পার হয়ে রিক্সায় বাসায় আসবো। আর তাই প্রতিদিনই তাই করতে লাগলাম। এমন অসহ্য জীবন আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে আফ্রিকার জঙ্গলও মনে হয় এর চেয়ে ভালো। যাই হোক এমন করে কয়েকদিন আসতে লামগাম অফিস হতে।
প্রতিদিন আসার সময় দেখি কত মানুষই যে চন্দ্রিমা উদ্যানে বসে বসে প্রকৃতিকে উপভোগ করছে। মানুষের এমন প্রশান্তি দেখে নিজেরও কেন জানি একটু প্রশান্তি নিতে মনে চাইলো। হোক না একদিন একটি নিয়মের ভিন্নতা। তাই হাতের মুঠো ফোন নিয়ে কাজের খালা কে বলে দিলাম আজ আসার দরকার নেই। আর সাহেব কে বলে দিলাম আজ বাহির হতে খাবার আনতে। আজ একটু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবো। দেখবো কেমন লাগে। দেখতে দেখতে বিকেল হওয়া শুরু হলো। আর সাথে সাথে এখানকার মানুষের ভিড়ও বেড়ে যেতে লাগলো। নিরিবিলি এই এলাকায় যে কেউ খুব শান্তিতে সময় কাটাতে পারবে মনের সুখে।
আমি একা নয় সাথে ছিল আমার মেজু আপু্। তাই আপু কে এক জায়গায় বসিয়ে বাদাম কিনে দিয়ে তার কাছে আমার ব্যাগটা রাখতে দিলাম। আর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে কিছু ফটোগ্রাফি করলাম। ফটোগ্রাফি করলাম গাছের, ফটোগ্রাফি করলাম সংসদ ভবনের, আর ফটোগ্রাফি করলাম প্রকৃতির। বিকেলের প্রকৃতি কিন্তু সেদিন বেশ দারুন ছিল। আর আমারও বেশ ভালো লাগলো। মনে হলো গোয়ালে বেধেঁ রাখা গরু মনে হয় অনেক দিন পর ছাড়া পেয়েছে। আর তাই তো আমিও বেশ আনন্দ নিয়ে কিছু সময় পার করে নিলাম। কিন্তু ঐ যে ঘরের টানে এক সময় ঠিকই ফিরে আসতে হলো আমায় আমার সেই ব্যস্ত জীবনে।
শেষ কথা
শেষ কথা
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা ভ্রমণ পোস্ট। আশা করবো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি বলেছেন আপু ঢাকা শহরে মাঝে মাঝে এমনটা মনে হয় আমরা আফ্রিকা জঙ্গলের চেয়েও খারাপ অবস্থায় আছি। আপনার মেজো আপুকে নিয়ে চন্দ্রিমা উদ্যানে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। আমিও এর আগে গিয়েছিলাম জায়গাটি সত্যি অনেক সুন্দর। প্রকৃতির সাথে সময় কাটালে মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনের একঘেঁয়েমি কাটাতে আমাদের সকলেরই উচিত মাঝে মাঝে কোথাও থেকে বেড়িয়ে আসা। এই যে আপনি উদ্যানে গেলেন কিছুটা ভালোলাগা সঞ্চয় করলেন যা আপনাকে আগামী দিনগুলিতে খানিকটা হলেও অক্সজেন দেবে।
ঢাকা শহরের পরিস্থিতি পড়ে ভাবছি আপনাদের রাস্তায় কি চাপে পড়তে হয়৷ ভারতেও এমন কিছু কিছু শহর আছে যেখানে দু কিলোমিটার যেতেই দু ঘন্টা লেগে যায়৷ গাড়ি গড়েই না৷ আসলে জায়গার অনুপাতে মানুষ বেশি গাড়ি বেশি হয়ে গেলেই এই ধরণের সমস্যা তৈরি হয়৷
আপু আপনার আজকের ছবিগুলো বেশ ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য যে এখন আপনার দিনগুলো সব যেন কেমন ব্যস্ততায় ভরে গেছে। আর ব্যস্ত জীবন আপনাকে এতটুকু স্বস্তি নেওয়ারও সময় দেয় না। তবু ও যে এতটুকু সময় কাটাতে পেরেছেন সেটাও বা কম কিসে। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে ঘুরতে গেলে ভালো লাগে।আপনার মেজো আপুর সাথে চন্দ্রিমায় গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন।ভালো লাগলো আপনার ট্রাভেল পোস্টটি,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চন্দ্রিমায় খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। ব্যস্ততার মাঝে একটু স্বস্তির জন্য মাঝেমধ্যে এরকম ঘুরাঘুরি করতে ভালোই লাগে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। সংসদ ভবনের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুরতে গেলে মন ভালো থাকে। আর মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। মানসিক শান্তির জন্য হলেও ঘুরতে যাওয়া উচিত। আপু আপনি চমৎকার একটি জায়গায় ভ্রমণ করেছেন আর এই পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সু্ন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit