আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি। আপনারা হয়তো বা সবাই জানেন যে আমি মাঝে মাঝে আপনাদের মাঝে গান ভিডিও কভার করে থাকি। আর প্রতি সপ্তাহের মত আজও আমি চেষ্টা করছি আপনাদের মাঝে একটি গান ভিডিও কভার করার জন্য।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
আমাদের মন হলো পানির মত। মনের নেই কোন সীমানা। যখন ইচ্ছে অনেক দূর চলে যেতে পারে। খুঁজে নিতে পারে কল্পনায় মনের শান্তি আব প্রশান্তি। আর মনের প্রশান্তির জন্য গানের কোন বিকল্প নেই। গান শুনলেই নিমিষে আমাদের মন বেশ ভালো হয়ে যায়। গান আমাদের কে নিয়ে যেতে পারে এক স্বপ্নের জগতে। যেখানে নিজের স্বপ্নের রাজ্যে নিজেই বসবাস করি। আর সে গান যদি হয় মনের মত তাহলে তো কোন কথাই নেই।
গান হলো আমাদের অশান্ত মনের খোরাক। গান মানুষের হৃদয়কে করে শান্ত। হাজারো বেদনা ভরা মনকে রাঙিয়ে তুলে সুখের রংঙে। তাই তো গান কে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াটাই দুস্কর। পুরনো দিনের এমন অনেক গান আছে যে গুলো মানুষ আজও গুন গুন করে গেয়ে যায়। তেমনি একটি জনপ্রিয় গান আজ আপনাদের জন্য কভার করার জন্য চলে আসলাম। অনেক যুবক যুবতীদের ক্রাশ এই জনপ্রিয় গানটি।এখনও মানুষের মুখে মুখে শোনা যায় এই গানটি।
বন্ধুরা আমায় প্রশ্ন করে নীল গ্রহ তারা , হেমন্ত মুখার্জীর এই কালজয়ি গানটি এখনও অনেক জনপ্রিয়। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই জনপ্রিয় গানটির ভিডিও কভার করার। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি আপনাদের মূলবান মন্তব্য জানিয়ে কৃতজ্ঞ করবেন।
গজল | আমায় প্রশ্ন করে নীল গ্রহ তারা |
---|---|
মূল শিল্পী | হেমন্ত মুখার্জী |
গানটির সুরকার | শলীল চৌধুরী |
গানের কথা | শলীল চৌধুরী |
ছবি | অজানা |
গজল কভার | @maksudakawsar |
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল
এ জীবন সারা, এ জীবন সারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2)
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমিহারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা,
রব দিশাহারা।
আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2)
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা,
রবো দিশাহারা ।
বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার।

https://twitter.com/maksudakawsar/status/1658517758810923014?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গান হচ্ছে মনের খেরাক যখন মন খারাপ থাকে তখন গান শুনলে অনেক ভালো লাগে আমার কাছে। আপনি সুন্দর করে গান কভার করেছেন আপনি ঠিকই বলেছেন একটা জনপ্রিয় গান ছিল এই গানটি। আপনি গান কভার করেছেন আপনার কন্ঠ শুনতে অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ গানটি কভার করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এত সুন্দর এবং এত উৎসাহামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গান শুনা হয়নি আর আজ নতুন একটি গান আপনার কণ্ঠে শুনে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এই গান গেয়েছেন। এখানে আপনাদের সবার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ আপু এত সুন্দর গান কভার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেন আপু এই জনপ্রিয় গানটা শুনেননি। যাই হোক আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর প্রশংসা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আপু। অনেকদিন পর গানটা শুনলাম। একদম ঠান্ডা মেজাজের একটা গান যাকে বলে। বেশ ভালো গেয়েছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit