আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ঈদের আনন্দে পরিবার পরিজন নিয়ে বেশ ভালো ও আনন্দে আছেন। আমিও আপনাদের দোয়া আর ভালবাসার ছোঁয়ায় আমিও বেশ ভাল আছি। আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি পোস্ট নিয়ে।
প্রতি বছর ঈদ আসে খুশির এক বারতা নিয়ে। আনন্দ উদ্দীপনায় মাতোয়ারা হয়ে পড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ গুলো। ঈদের খুশির আনন্দ কে আরও উজ্জ্বল করে তোলার জন্য নতুন পরিবার পরিজন সবাই নতুন কাপড়ের সাজে নিজেকে সজ্জিত করে তোলে। আর নিজেকে সজ্জিত করার পাশাপাশি সৌখিন মানুষগুলো কিন্তু নিজেদের ঘরগুলো কে নতুন রঙে রাঙাতে ভুল করে না। সৌখিন মানুষগুলো চায় তাদের ঘরগুলো যাতে ঈদের সাজে নতুন করে সাজে।
তাইতো রঙের রঙের আর্টিফিসিয়াল ফুল আর সোপিস দিয়ে নিজের ঘরকে সাজিয়ে তুলতে সৌখিন মানুষগুলো মাতোয়ারা হয়ে পড়ে। আর তখনই দোকানীদের দাম যেন বেড়ে যায় দ্বিগুন। কিন্তু তবুও যেন সৌখিন মানুষগুলো ঈদের খুশি কে বাড়িয়ে তুলতে বিভিন্ন ফুল আর আলোক সজ্জায় সজ্জিত করে নিজেদের প্রিয় ঘর গুলোকে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
তাই তো সবার মত আমিও চেয়েছি আমার নিজের বেডরুমটিকেও ঈদের সাজে একটু রাঙিয়ে তুলতে। আর এর জন্যই চলে গেলাম কিছু আর্টিফিসিয়াল ফুল কিনতে ফুলের দোকানে। ও মাগো কি ভিড়। ঢোকাই যায় না। তবুও একটু অপেক্ষা করে প্রিয় কিছু রং এর আর্টিফিসিয়াল ফুল কিনে নিলাম। আমার ঘর কে সাজানোর জন্য। আর আজ আমি আপনাদের জন্য সেই সকল ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।
প্রথমেই যে ফুলটি আমার নজরে পড়লো তা হলো বুস লিলি। আর এই বুস লিলি গুলো দেখতে কিন্ত বেশ সুন্দর লাগছিল। কমলা আর হলুদ রং এর কম্বিনেশনের এই ফুল কিন্তু ঘর সাজানোতে অনন্য।
তারপর চোখে পড়লো পটে লাগানো রং বে রং এর গোলাপ ফুল আর সবুজ পাতার কিছু গাছ। তাও নিলাম একটি করে।
তারপর চোখে পড়লো নজর কারা রং এর নাম না জানা এই অর্কিড ফুল গুলো। ওমা কি দাম ! কেনার কথা ভুলেই গেলাম।
এই ফুলগুলোকে নাকি লিলি ফুল বলা হয়। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। ভাল লাগলেও কিছু করার নেই কিনা আর হলো না। দাম শুনে মাথা গরম।
এবারের ফুলটি নাকি রেইন লিলি। আমি অবশ্য এই নাম কোনদিন শুনিনি। মনে চাইছে এখান থেকে কিছু নেই। কিন্তু দামের জন্য তাও নিলাম না।
ও বাপরে বাপ কি কঠিন নাম এই ফুলটির । ম্যাগনোলিয়া ফিগো। জীবনেও শুনিনি এমন নাম। আপনারা কি শুনেছেন এই নাম? দামও তেমন। তাই এটাও নিলাম না।
দোকানের মধ্যে এত এত আর্টিফিসিয়াল ফুল দেখেতে দেখতে চোখে পড়লো এই ঝাড় বাতিটি। ভাবলাম দাম যা হয় হউক এটা কিনে নিবো। কিন্তু ভাবলাম এটা আমার বাসায় মানাবে না। তাই কেনার বদলে ফটোগ্রাফি করে নিলাম। হি হি হি
বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আশা করি ঈদের কেনাকাটার কিছু আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালই লেগেছে। জানার অপেক্ষায় রইলাম।
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | VIVO-S22 |
ফটোগ্রাফার | @maksudakawsar |
ভৌগলিক অবস্থান | খিলগাঁও, তালতলা, ঢাকা, বাংলাদেশ |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার ফটোর সবগুলো ফুলই কৃত্তিম। অথচ প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না যে এগুলো কৃত্তিম ফুল। বুস লিলি টা বুঝায় যায় না। সব মিলিয়ে ধারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আমার কাছেও জীবন্ত ফুল মনে হয়েছিল। ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে যেন মনে হচ্ছে একদম বাস্তব ফুলের ফটোগ্রাফি। আপনি খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করে এই ফুলগুলো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই খুশি হলাম এত সুন্দর একটি পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit