ফটোগ্রাফি পোস্ট- ঈদের কেনাকাটার কিছু আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ঈদের আনন্দে পরিবার পরিজন নিয়ে বেশ ভালো ও আনন্দে আছেন। আমিও আপনাদের দোয়া আর ভালবাসার ছোঁয়ায় আমিও বেশ ভাল আছি। আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি পোস্ট নিয়ে।

প্রতি বছর ঈদ আসে খুশির এক বারতা নিয়ে। আনন্দ উদ্দীপনায় মাতোয়ারা হয়ে পড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ গুলো। ঈদের খুশির আনন্দ কে আরও উজ্জ্বল করে তোলার জন্য নতুন পরিবার পরিজন সবাই নতুন কাপড়ের সাজে নিজেকে সজ্জিত করে তোলে। আর নিজেকে সজ্জিত করার পাশাপাশি সৌখিন মানুষগুলো কিন্তু নিজেদের ঘরগুলো কে নতুন রঙে রাঙাতে ভুল করে না। সৌখিন মানুষগুলো চায় তাদের ঘরগুলো যাতে ঈদের সাজে নতুন করে সাজে।

তাইতো রঙের রঙের আর্টিফিসিয়াল ফুল আর সোপিস দিয়ে নিজের ঘরকে সাজিয়ে তুলতে সৌখিন মানুষগুলো মাতোয়ারা হয়ে পড়ে। আর তখনই দোকানীদের দাম যেন বেড়ে যায় দ্বিগুন। কিন্তু তবুও যেন সৌখিন মানুষগুলো ঈদের খুশি কে বাড়িয়ে তুলতে বিভিন্ন ফুল আর আলোক সজ্জায় সজ্জিত করে নিজেদের প্রিয় ঘর গুলোকে।

Add a heading.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

image.png

তাই তো সবার মত আমিও চেয়েছি আমার নিজের বেডরুমটিকেও ঈদের সাজে একটু রাঙিয়ে তুলতে। আর এর জন্যই চলে গেলাম কিছু আর্টিফিসিয়াল ফুল কিনতে ফুলের দোকানে। ও মাগো কি ভিড়। ঢোকাই যায় না। তবুও একটু অপেক্ষা করে প্রিয় কিছু রং এর আর্টিফিসিয়াল ফুল কিনে নিলাম। আমার ঘর কে সাজানোর জন্য। আর আজ আমি আপনাদের জন্য সেই সকল ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।

image.png

প্রথমেই যে ফুলটি আমার নজরে পড়লো তা হলো বুস লিলি। আর এই বুস লিলি গুলো দেখতে কিন্ত বেশ সুন্দর লাগছিল। কমলা আর হলুদ রং এর কম্বিনেশনের এই ফুল কিন্তু ঘর সাজানোতে অনন্য।

image.png

তারপর চোখে পড়লো পটে লাগানো রং বে রং এর গোলাপ ফুল আর সবুজ পাতার কিছু গাছ। তাও নিলাম একটি করে।

image.png

তারপর চোখে পড়লো নজর কারা রং এর নাম না জানা এই অর্কিড ফুল গুলো। ওমা কি দাম ! কেনার কথা ভুলেই গেলাম।

image.png

এই ফুলগুলোকে নাকি লিলি ফুল বলা হয়। এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। ভাল লাগলেও কিছু করার নেই কিনা আর হলো না। দাম শুনে মাথা গরম।

image.png

এবারের ফুলটি নাকি রেইন লিলি। আমি অবশ্য এই নাম কোনদিন শুনিনি। মনে চাইছে এখান থেকে কিছু নেই। কিন্তু দামের জন্য তাও নিলাম না।

image.png

ও বাপরে বাপ কি কঠিন নাম এই ফুলটির । ম্যাগনোলিয়া ফিগো। জীবনেও শুনিনি এমন নাম। আপনারা কি শুনেছেন এই নাম? দামও তেমন। তাই এটাও নিলাম না।

image.png

দোকানের মধ্যে এত এত আর্টিফিসিয়াল ফুল দেখেতে দেখতে চোখে পড়লো এই ঝাড় বাতিটি। ভাবলাম দাম যা হয় হউক এটা কিনে নিবো। কিন্তু ভাবলাম এটা আমার বাসায় মানাবে না। তাই কেনার বদলে ফটোগ্রাফি করে নিলাম। হি হি হি

বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি পোস্ট। আশা করি ঈদের কেনাকাটার কিছু আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালই লেগেছে। জানার অপেক্ষায় রইলাম।

ফটোগ্রাফির বিবরন
বিষয়ফটোগ্রাফি
ডিভাইসVIVO-S22
ফটোগ্রাফার@maksudakawsar
ভৌগলিক অবস্থানখিলগাঁও, তালতলা, ঢাকা, বাংলাদেশ

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার ফটোর সবগুলো ফুলই কৃত্তিম। অথচ প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না যে এগুলো কৃত্তিম ফুল। বুস লিলি টা বুঝায় যায় না। সব মিলিয়ে ধারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

প্রথমে আমার কাছেও জীবন্ত ফুল মনে হয়েছিল। ধন্যবাদ ভাইয়া

দেখে যেন মনে হচ্ছে একদম বাস্তব ফুলের ফটোগ্রাফি। আপনি খুব সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করে এই ফুলগুলো ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই খুশি হলাম এত সুন্দর একটি পোস্ট দেখে।