এ জীবন তোমাকে দিলাম- পুরানো বাংলা ছবির জনপ্রিয় গান কভার

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আজ ,শনিবার,১৭ই ডিসেম্বর ২০২২ ইং
৩০ শে অগ্রাহয়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

কেমন আছেন সবাই ?আশা করছি সকলে ভালো ও সুস্থ্য আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বেশ ভাল আছি।

গান গাই আমার মনরে বুঝাই,মন থাকে পাগলপারা,আর কিছু চায়না মনে গান ছাড়া, গান ছাড়া । ইদানিং কেন জানি আমার ক্ষেত্রেও গানের এই কথাগুলো কে সত্য মনে হচ্ছে। এক সময় ছিল গান শুনেই আমার সময় পার হতো। কাজের ঝামেলায় সেই অভ্যাসটি অনেকটা পরিবর্তনও হয়ে গিয়েছিল। কিন্তু আজ আবার আপনাদের কে গান শুনাতে এসে মনে হচ্ছে আমার সেই পুরানো অভ্যাসটি নতুন করে জেগে উঠেছে।

গান হলো মনের প্রশান্তির জায়গা। কিছু কিছু গান আছে যেগুলো আমাদের মনের সাথে মিশে যায়।আর তাই তো আজ আমি নতুন করে নতুন আরও একটি গান নিয়ে আসলাম আপনাদের জন্য। জানিনা কেমন লাগবে আপনাদের।

আজ আমি আপনাদের মাঝে এ দেশের খুব জনপ্রিয় একটি বাংলা ছায়াছবির গান নিয়ে এসেছি। আমার আজকের পুরানো গানটি আত্মত্যাগ ছবি থেকে নেওয়া হয়েছে। গানটির কন্ঠ শিল্পী যৌথ ভাবে- কুমার শানু ও মিতালি মুখার্জি। আজ আমি জনপ্রিয় এই গানটির একটি ভিডিও কাভার করার সাহস করলাম। আপনাদের দৃষ্টিতে গানটি গ্রহণযোগ্য না হলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

গানটির জানা অজানা কিছু বিষয়।

গান্এ জীবন তোমাকে দিলাম, বন্ধু তুমি শুধু ভালবাসা দিও
মূল শিল্পীকুমার শানু ও মিতালি মুখার্জি
গানটির সুরকারআল্লাউদ্দিন আলী
গানের কথামোহাম্মদ রফিকুজ্জামান
ছবিআত্মত্যাগ
গান কভার@maksudakawsar

গানের লিরিক্স

এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..
প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়..
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি
আরও চাওয়া, আরও পাওয়া রয়েছে বাকী
তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি
মরন হলেও যেনো, তোমারি থাকি
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়..
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

জান বলে জেনেছি, প্রান বলে মেনেছি
মন বলে তুমি যে, তার চেয়ে দামী
তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ
নতুন জীবন যেনো, পেয়েছি আমি
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..
প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়..
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

উৎস

আমার গানের কভার ভিডিও

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার । আর একটি কথা আমি যেহেতু কোন শিল্পী নয় ,তাই গানের কভার করতে যেয়ে আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। এজন্য আমি আপনাদের কাছে আবার আমার অজানা ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গান শুনলে মনটাতে প্রশান্তি আসে। আপনি খুব সুন্দর গাইলেন আপু।এভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়ে যাবেন আশাকরি। অনেক ধন্যবাদ আপু।

দারুন গেয়েছেন আপু। এ জীবন চাইনা শুধু ভালোবাসা দিলেই হবে😍😍। অসুস্থতার মাঝে আপনার এই গানটা শুনে অনেকটা ভালো লাগছে। আপনি সব সময় দারুন গান করেন। আপনার গলায় মিষ্টি গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি গান পরিবেশন করার জন্য।

আগে কার দিনের মুভিগুলোর গান অনেক সুন্দর হতো। এখনো এই গানগুলো অনেক জনপ্রিয়। এই গানটা আমার অনেক পছন্দের। গানটা শুনে মন ভালো হয়ে গেল। দারুণ গেয়েছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

ঠিক বলেছেন গান গাইলে বা শুনলে মনে প্রশান্তি আসে। খুব সুন্দর একটি গানের কাভার করেছেন আপনি। খুব সুন্দরভাবে গেয়েছেন। শুনে খুব ভাল লেগেছে। দিন দিন আপনি ভাল সিঙ্গার হয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপু।

গান হলো মনের খোরাক। মন খারাপ থাকলে গান শুনলে মন ভালো হয়ে যায়। আমি তো গান খুবই ভালোবাসি তা আর বলার অপেক্ষা রাখেনা। আপু আপনি সবসময়ই খুব ভালো গান করেন। আজকের গানটিও চমৎকার হয়েছে। আশাকরি সবসময়ই আপনার থেকে সুন্দর সুন্দর গান শুনতে পারবো আমরা সবাই। সুন্দর একটি গান শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

বাংলা সিনেমার এক সময় অনেক জনপ্রিয় একটি গান আমাদের মাঝে খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন। আসলে আপনার কন্ঠে গানটি শুনে খুবই ভালো লাগলো। এই গান গুলোর মাঝে অনেক আবেগ অনুভূতি পাওয়া যায়। তবে বর্তমানে এ ধরনের গান তেমন একটা শোনা যায় না। আপনার মিষ্টি কন্ঠে এত চমৎকার গান পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

পুরনো দিনের বাংলা ছায়াছবির গান গুলো আসলেই খুব সুন্দর ।এই সব গানের অর্থ খুবই দারুণ। এই গানগুলো মনে হয় যেন কখনোই পুরনো হয় না। সেই গানগুলো যতই গাওয়া হয় ততই সৌন্দর্য বাড়ে ।আপনি খুব সুন্দর ভাবে গানটি শুনিয়েছেন ধন্যবাদ।

বাহ আপনি তো বেশ দারুন গানও গেইতে পারেন। গানটি অনেক পুরানো কিন্তু শুনতে আমার কাছে এখনো অনেক ভালো লাগে। এই গানটি আমাদের দেশে অনেক জনপ্রিয়। আমি মাঝেমধ্যে ফ্রি থাকলে পুরানা গানগুলো শুনি। গানটি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কানে যেন কেউ মধু ঢেলে দিল।দারুন গেয়েছেন আপু।হ্যাংআউটে আপনার গান শুনেই বুঝেছিলাম আপনার মাঝে ভাল পটেনশিয়াল আছে।অনেক সুন্দর ছিল গানটি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাহ্ গানটার লাইনগুলো যেমনি সুন্দর তেমনি সুন্দর করে গেয়েছেন আপনি।মুগ্ধ হয়ে গেলাম জাস্ট আপনার খালি গলায় গানটি শুনে।ধন্যবাদ আপনাকে ব্লগটি শেয়ার করার জন্য।

বাহ আপু অনেক সুন্দর হয়েছে তো। এই গানটি সত্যিই অনেক সুন্দর। আমি প্রায় সময় একা একা বসে বসে এই গানটি শুনি আর কাজ করি। আজকে আপনার কণ্ঠে শুনে ভালই লেগেছে। ধন্যবাদ আপু।

অনেক সুন্দর গানের কাভার করেছেন আপু। আপনার কন্ঠে এই গানটি শুনে বেশ ভালো লাগলো আমার। পুরনো দিনের বাংলা ছায়াছবির এই গান যদিও আমি আগে শুনি নি, আজই প্রথম শুনলাম। গানের কথাগুলোও জাস্ট অসাধরণ ছিল।

খুব সুন্দর গান গেয়েছেন। শুনে বেশ ভালোই লাগলো। এই গানটা যেন আমার মনে হচ্ছে আমি এর আগেও কোথাও শুনেছি। সে হয়তো অন্য কোথাও শুনে থাকতেই পারি। আপনার ভয়েসে বেশি সুন্দর লাগছে। গানটা চালিয়ে যান এভাবে। থামবেন না।আপনি যে অসুস্থ থাকা অবস্থাতেও কষ্ট করে গানটা গেয়েছেন, সেটাই তো শ্রোতাদের কাছে বড় পাওনা। এই ভাবেই গান উপহার দিলে,প্রত্যেক শ্রোতাই আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।আর এটা সত্যি যে এ জীবন ভালোবাসার মানুষটাকে ছাড়া আর কিছুই চায় না।