হারিয়া যাওয়া ছেলেবেলার কিছু স্মৃতিময় খেলাধুলা

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আজ বুধবার, ৯ই নভেম্বর, ২০২২ ইং
বাংলা ২৩শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

আমি মাকসুদা আক্তার। steemit প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। কেমন আছেন আপনারা? আশাকরি ভালই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ বেশ আছি। বন্ধুরা আজ আবার আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে।

আমরা সবাই আমাদের শৈশব কে অতিবাহিত করে আজ যৌবন বা কৈশরে পা রেখেছি। শৈশব পার করার সাথে সাথে তা হয়ে গেছে আজ আমাদের কাছে অতীত আর স্মৃতি। আমরা কি আজও পেরেছি আমাদের সেই স্মৃতিময় শৈশব কে ভুলে যেতে? না, আমি পারিনি। আপনারা আপনাদেরটা কমেন্টে জানাবেন আশা করি। সেই শৈশবে আমরা কতটা সময়ই না পার করেছি খেলাধুলার মাঝে। তাইতো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলেবেলার কিছু মজার খেলার অনুভূতি।

cover photo.png

ক্যানভা দিয়ে তৈরি
মাকসুদা আক্তার
@maksuda kawsar

হারিয়া যাওয়া ছেলেবেলার কিছু স্মৃতিময় খেলাধুলা

ছেলেবেলাটা আমার কেটেছে খুব দুরন্ত পানায়। বাবার সরকারি চাকুরীর ছুটির সুবাদে আমরা থাকতাম সরকারি কোয়ার্টারে। সেখানে স্কুল ছুটির পর বিকেলে ছেলেবেলার বন্ধু বান্ধবরা একসাথে খেলতে বের হতাম। আবার রাতে কখনও বিদ্যুৎ চলে গেলে তখনও আমরা দলে দলে রাস্তায় নেমে পরতাম। এমনকি বৃষ্টির দিনও আমরা ছাড়তাম না। বৃষ্টি হলে তো আর কথায় নাই। কিসের স্কুল আর কিসের কি? তখন বৃষ্টি আর কোয়ার্টারের মাঠ থাকতো আমাদের দখলে। মেয়ে হয়েও আমরা ছেলেদের খেলাও যে কত খেলেছি। একথা বলে শেষ করা যাবে না। আর তখন ্লআমরা চলতাম দল বেধেঁ। আসলে কোয়ার্টার গুলো গ্রামের মতই।

children-7186580_1920.jpg

লোকেশন

আমাদের খেলার মধ্যে একটি মজার খেলাছিল বাবুল গেইম। জানিনা এটাকে আপনারা কে কি খেলা নামে চিনেন। আমরা একটি গামলায় করে পানি নিয়ে তাতে সাবান দিয়ে গলাতাম। এবার ঐ গামলার মধ্যে গোলানো সাবানের পানি হতে পাইপ দিয়ে পানি নিয়ে তা মুখ দিয়ে ফুঁ দিয়ে ছাড়লেই পটকার মত বের হত। এবার যে যতক্ষন পারে করত। যে বেশী পাড়তো সেই জিতে যেত। খুব মজার খেলা না এটা?

pexels-engin-akyurt-1438586.jpg

লোকেশন

মাঝে মাঝে আমরা দড়িঁ টানাটানি খেলাটাও খেলতাম। এই খেলাটি অবশ্য আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায়ও করানো হত। আমার মনে হয় আপনারা সবাই এই খেলাটির সাথে পরিচিত। যাই হোক, আমরা যখন এই খেলাটি খেলতাম প্রায় আমাদের হাতও ব্যাথা হয়ে যেত। কতদিন যে মায়ের বকুনি খেয়েছি এই মজার খেলাটি খেলে তা আর বলার না। কারন এই খেলা খেললে সেদিন হাত দিয়ে লেখা তো দূরে থাক ভাত ও খেতে কষ্ট হতো।

children-4561921_1920 (1).jpg

লোকেশন

ছেলেবেলায় যখন স্কুল বন্ধ থাকতো, তখন আমরা প্রায় বের হয়ে যেতাম পাথর কুঁড়াতে। আর এইসব পাথর কুঁড়িয়ে আমরা পাঁচ গুটি খেলতাম। খেলাটির নাম পাঁচ গুটি হওয়ার মূল কারন হলো, খেলাটি পাঁচটি পাথর বা ইটের টুকরা দিয়ে হাতে পাথর নিয়ে খেলতে হয়। খেলাটিতে অনেকগুলো পর্ব আছে। এটা দুইুজন বা এর অতিরিক্ত লোক নিয়ে খেলতে হয়। জানিনা আমার মত আপনারা কেউ ছেলেবেলায় এই খেলাটি খেলেছেন কিনা?

childhood-2410051_1920.jpg

লোকেশন

এবার আমি আপনাদের সাথে যে খেলাটির কথা শেয়ার করবো আশা করি এই খেলাটির সাথে আপনারা সবাই পরিচিত। কারন আমাদের সময়ে গ্রাম হতে শহর পর্যন্ত প্রায় প্রতিটি শিশু এই খেলাটি খেলতে পছন্দ করত। এই খেলাটির নিয়ম হলো একজন প্রশ্ন করবে। আর একজন উত্তর দেবে। একে আবার অনেকে যেমন ধরো খেলা হিসাবেও চিনি। খেলাটির মাধ্যমে একজন আরেক জনের কাছ হতে পাঁচটি করে ফুলের, মাছের আর দেশের নাম সহ আরও অনেক কিছুর নাম জানতে চাওয়া হয়ে থাকে। কি, বন্ধুরা খেলাটির কথা মনে করতে পেরেছেন আপনারা?

girls-2564803_1920.jpg

লোকেশন

আমরা যে কোয়ার্টারে থাকতাম সেখানে খেলার মাঠের সাথে অনেক বড় বড় কিছু গাছ ছিল। তাই আমরা তখন দোলনা খাওয়ার জন্য সেই গাছগুলোর সাথে দড়িঁ দিয়ে শক্ত করে দোলনা বানিয়ে ছিলাম। গরমের দিনে যখন রাতে বিদ্যুৎ চলে যেত অথবা শীতের দিনে দুপুরে রোদ পোহানোর সময় আমরা এই দোলনায় চড়তাম। আমাদের এই খেলাটির নিয়ম ছিল একজন দোলনায় চড়বে, আর একজন পিছন থেকে জোড়ে জোড়ে ধাক্কা দিবে। এভাবে দশ মিনিট পার হওয়ার পর যে আগে দোল খাচ্ছিল সে ধাক্কা দিবে। আর যে ধাক্কা দিচ্ছিল সে দোল খাবে। আমি অবশ্য দোলটাই বেশী খেয়েছি। কারন খেলায় আমি চুরি করতাম বেশী। বেশী সময় দোল খাওয়ার জন্য কিছু্ক্ষনের জন্য ঘড়ি বন্ধ করে রাখতাম। হা হা হা।

pexels-shuvrasankha-paul-2616865.jpg

লোকেশন

এবারও একটি মজার খেলার কথা বলবো। সেটা হলো পানি ছিটানো বা পানি পানি খেলা। ছেলেবেলায় বৃষ্টিতে ভিজে নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তাই ‍বৃষ্টি হলেই আমরা মেতে উঠতাম এই খেলাটিতে। দুইজন বা তার বেশী মানুষ মিলে এই খেলাটি খেলতে পারে। খেলাটির নিয়ম হলো একে ওপর কে পানি ছিটাবে। আর আমাদের কোয়ার্টারের পাশেই একটা পুকুর ছিল। আমরা মনের আনন্দে সেই পুকুরে নেমে এই খেলাটি খেলতাম। আর খেলাটি খেলতে যেয়ে কতদিন যে কাদাঁমাটিতে গড়াগড়ি খেয়েছি তা আর বলার না।

children-1822704_1920.jpg

লোকেশন

কেমন লাগলো আমার ছেলেবেলার মজার মজার খেলাগুলো আপনাদের কাছে? জানার অপেক্ষায় রইলাম।

আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার ছেলেবেলার কথা শুনে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। সত্যি, আমাদের ছেলেবেলাটা ছিল বেশ সুমধুর। কত সুন্দর এনা ছিল আমাদের ছেলেবেলা ছিল স্বাধীনতা। স্কুল শেষে আমরাও এই খেলাটা খেলতাম। সব মিলিয়ে বেশ মিলে গেল আপনার সাথে আমার ছেলেবেলা।

আপু আপনি সত্যি বলেছেন আমাদের ছেলেবেলাটা খুবই সুন্দর ছিল।

আপনার হারিয়া যাওয়া ছেলেবেলার কিছু স্মৃতিময় খেলাধুলার পুরো লেখাটি পড়ে কিছুক্ষনের জন্য শৈশবে চলে গিয়েছিাম আপু।আসলে সেই সময়টা যে কত আনন্দে কাটতো,বর্তমান সময়ের ছেলেমেয়েরা তা চিন্তাই করতে পারবে না।অবশ্য আমরা এর সাথেও হা ডু ডু,গোল্লা ছুট,কুক পলান্তি ও খেলতাম।মাঝে মধ্যে মেয়ের সাথে দড়ি খেলা ও কুতকুত খেলা খেলতাম।আসলে সেই সময়ের দিনগুলো আজও মনে গভীরে অম্লান হয়ে রয়েছে এবং থাকবে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে হারিয়া যাওয়া ছেলেবেলার কিছু স্মৃতিময় খেলাধুলা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ভাই আপনি সত্যি কথা বলেছেন এ খেলা গুলো ছাড়া আরো অনেক খেলা রয়েছে যেগুলো হয়তো এ যুগে ছেলেমেয়েরা নামই জানে না। সেগুলোর মধ্যে অন্যতম হলো কুতকুত, দানগুটি বউচি আরো অনেক

  ·  2 years ago (edited)

আপু আপনার ছোটবেলায় খেলাধুলার স্মৃতি গুলো পড়ে খুব ভালো লাগলো। আমিও ছোটবেলায় অনেক রকম খেলাধুলা করেছি তবে আমি কানামাছি, বৌছি, কুতকুত, দড়ি লাফ, ৫ গুটি এগুলো খেলেছি। আপনার পোস্টটি পড়ে আমার ছোটবেলার খেলাগুলোর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু নিজেকে ধন্য মনে করতে পারছি আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে।

আপু আপনার লেখাগুলো পড়ে একদম ছোটবেলায় ফিরে গিয়েছি মনে হচ্ছে। ছোটবেলায় কত রকমের খেলায় না খেলতাম। নিজে থেকে কত রকমের খেলা যে আবিষ্কার করেছে হিসেব নেই 😆। আপনার ছোটবেলার স্মৃতিগুলো পড়ে বেশ ভালো লাগলো। তবে বাবুল গেইম খেলাটি কখনো খেলিনি। আপনার কাছে এই খেলা সম্পর্কে শুনলাম। ধন্যবাদ আপু
আপনার ছোটবেলার স্মৃতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আমার মনে হয় আমরা কেউ ছেলেবেলার কথা ভুলতে পারিনা। আমি তো প্রায় স্বপ্নই আমার ছেলেবেলা কে দেখি।

শৈশবের খেলার স্মৃতি কি আর ভুলা যায়। আপনি এমন কিছু শৈশবের খেলার বর্ণনা দিয়েছেন যেগুলো বেশিরভাগ মানুষই খেলেছে তাদের মধ্যে আমিও একজন। বিশেষ করে পুকুরে নেমে পানি ছিটানো এবং বড় গাছে দড়ি দিয়ে দোলনা বেঁধে দোল খাওয়া, এগুলো খুব বেশি খেলেছি। ধন্যবাদ আপু কিছু মজার খেলার স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য।

ভালো লাগলো ভাইয়া জেনে আপনি আমার মত পানি ছিটানো দোলনা এসব খেলা খেলতেন। তাই ভাই আপনাকে একটা চিমটি।

অনেক গুলো খেলার বিবরন দিলেন। এর মধ্যে অনেক গুলো খেলাই আমিও ছোট বেলায় খেলতাম। বাবল আমিও ফুলিয়েছি। সাবানের গুড়ো গুলিয়ে। তবে বেশি মজা লাগতো গোলানো সেই পানির ভিতর ফু দিয়ে শব্দ করতে। দোলনা খাওয়া নিয়েও অনেক স্মৃতি রয়েছে আমার। আর মজার বিষয় হচ্ছে এই দোলনা খেতে যেয়ে কতো যে পড়ে গিয়েছিলাম।