কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। কিন্তু তাতে কি মানুষে বেচেঁ থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করে যেতে হয়। আর সেই যুদ্ধে নিজেকে বিজয়ী করতে তাকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় সেটা কেবল ভুক্তভোগী মানুষটিই জানে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে।
Source
অনু কবিতা কি বা কাকে বলে হয়তো আগে জানতাম না। বুঝতাম না কি করে লেখবো মনের ভিতর লুকিয়ে থাকা কবিতার লাইনগুলো।কিন্তু প্রিয় এই কমিউনিটিতে কাজ করে জানতে পারলাম যে অনু কবিতা কি। মাঝে মাঝে নিজের মনের গভীর হতেই ভেসে আসে অনেক সুন্দর কিছু ছন্দ কথা। আর সেই ছন্দ কথা গুলোকে নিজের মত করে গুছিয়ে লেখা গুলোই হয়তো অনু কবিতা। আর আজ তাই বিভিন্ন সয়য়ে নিজের মনের মাঝে লুকিয়ে রাখা কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন তো কেমন হলো আমার অনু কবিতা গুলো।
(১)
তোমায় রাখিয়া মনের গভীরে,
কত রাত জাগিয়া অপেক্ষার প্রহর গুনিয়া,
যে মালা আমি গাঁথিয়াছি তোমারি তরে,
ঝরে যাবে কি সে চিরতরে,
দাও গো দেখা প্রিয় তমা মোর,
সহিতে পারিনা অপেক্ষার সে প্রহর।।
(২)
-পেক্ষার প্রহর যে বড়ই বেদনাময়,
সহিতে যে পারি না যে জ্বালা,
আসবে কি তুমি কভু আমার হৃদয়ের মাঝে,
যেথায় রেখেছি আমি তোমারই ছবি সযত্ননে?
হৃদয়ের ক্ষত ছাড়াতে কভু যাবো নাকো,
তোমাদের দ্বার প্র্রান্তে,
যেথায় আমার হাজারও ব্যাথা,
নিরবে নিভৃতে শুধুই কাঁদিবে।।
(৩)
গেয়েছিলাম গান প্রেমের সুরে,
ভেসেছিলাম সেদিন ভালবাসার তরে,
দেখেছি যে প্রেম সেদিন তোমার দু চোখে,
রেখেছে গেথেঁ সে প্রেম মোর হৃদয়ের মাঝে।।
(৪)
আপন নিবাস আপন ভবনে
রয়েছিনু আমি মমতা নিয়ে
আজও সেই মমতার খোঁজে
দিয়েছিলে তুমি যা আমায় দুহাত ভরে।।
আপনাকে চাহিনা ভুলিতে চাহিনা সরাতে
যতদিন রবে গো মোর দেহ প্রাণ
এ ধরনীর বুকে।।
শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আমার আজকের অনু কবিতা গুলো আপনাদের সবার কাছে। যদি আজকের কবিতাটি আপনাদের মনটাকে এতটুকু ছুঁয়ে দিতে পারে তাহলেই কিন্তু আমি স্বার্থক। আপনাদের মতামত জানার অপেক্ষায় থেকে শেষ করছি।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্বিতীয় কবিতাতে র-ফলা দুবার পড়েছে প্রান্তে- তে৷ ঠিক করে নেবেন আপু।
প্রতিটা কবিতাই অনেক খানি রবীন্দ্রকাব্য ভাষায় লেখা হয়েছে৷ আজিকাল এমন ভাষার ব্যবহার দেখাই যায় না৷ অন্য রকম লাগল। অবশ্যই খারাপ না৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা এই অনু কবিতাগুলো জাস্ট চমৎকার ছিল। প্রত্যেকটা অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। সব সময় এরকম কবিতা লেখার জন্য চেষ্টা করলে, আরো ভালো কবিতা লিখতে পারবেন আপনি পরবর্তীতে। অনেক সুন্দর টপিক তুলে ধরেছেন আপনি এই অনু কবিতা গুলো লেখার জন্য। ধন্যবাদ আপনাকে অনু কবিতা গুলো লিখে শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু জীবন যুদ্ধে যে যত বেশি সংগ্রামী সে ততো বেশি সফল। আর এই যুদ্ধে আমাদের সময় চলে যায়। যাই হোক আপনার অনু কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। তিন নাম্বার অনু কমিটিতে আমার কাছে বেশি ভালো লেগেছে। ভালবাসায় ভরপুর কবিতাটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতা গুলো পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে সবগুলো অনু কবিতা লিখে শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর অনু কবিতা গুলো আবৃত্তি করতে আমি অনেক পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিরহ গাঁথা অনু কবিতা গুলোর প্রতিটি অনু কবিতাই কিন্তু বেশ দারুন ছিল। আপনি বেশ সুন্দর করে প্রতিটি অনু কবিতার লাইন গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit