জেনারেল রাইটিং:-"সিস্টেম আর ক্ষমতার কাছে দক্ষতা মূল্যহীন"II written by @maksudakawsarII

in hive-129948 •  10 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। তবে জীবনের টানা পোড়নে আজ বেশ কিছুদিন যাবৎ অসুস্থ্যতার মধ্য দিয়ে সময় পাড় করতে হচ্ছে। কিছুই করার নেই। বাস্তবতা বড়ই কঠিন আর নির্মম। চাইলেও নিজের মনের মত করে জীবনটাকে উপভোগ করা যায় না। সময়ের সাথে সাথে জীবন হয়ে পড়ে এক কঠিন সমুদ্র। যাই হোক, বন্ধুরা আজও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে। সত্যি বলতে আপনাদের জন্য নতুন নতুন কিছু উপহার দিতে না পারলে মনটাই যেন খারাপ হয়ে যায়। কিন্তু ঐ যে কঠিন সময় পাড় করছি বলে কথা। তবে আশা করি আজকের লেখাগুলোও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

Green Orange Illustrative Work-Life Balance Presentation.png

Canva দিয়ে তৈরি

মানুষ হলো সৃষ্টির সেরা জীব। তবে মানুষ জন্ম থেকেই কিন্তু কোন কিছু শিক্ষা গ্রহণ করে আসে না। পৃথিবীতে বড় হতে হতে মানুষ তার প্রয়োজনের তাগিদে অনেক কিছু শিখে যায়। কিন্তু এই শিখার মাঝে কেউ বা জন্ম থেকে মেধাবীি হয়ে উঠে আর কেউ বা আবার মেধার কাছে পরাজয় স্বীকার করে । কিন্তু মানুষ কিন্তু চাইলেই সব কাজ শিখতে পারে। শুধু প্রয়োজন একটুু সুযোগ আর সময়। সেই সাথে প্রয়োজন সহায়তা আর সহানুমর্মীতা। কিন্তু আমরা যদি আমাদের চারদিকে লক্ষ করি তাহলে দেখবো যে শেখানোর চেয়ে বা সাহায্য করার চেয়ে ভুল ধরা আর অবহেলা করার মানুষের সংখ্যাটাই বেশী।

আবার অন্যদিকে আমাদের চারপাশের অবস্থা এখন এমন হয়েছে যে আমরা কেন জানি দক্ষ লোকগুলোর মূল্যায়ন করতে চাই না। কেন জানি দক্ষ মানুষগুলোকে কোন কাজের দায়িত্ব দিতে চাইনা। আমরা কেবল চাটুকার আর ক্ষমতালোভীদের দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করি। যার কারনে দক্ষ মানুষ গুলো দিনের পর দিন অবহেলা পেয়ে মানসিক ভাবে হয়ে পড়ে বিপযস্থ আর হীনমনা। কিন্তু কে বোঝে কার ব্যথা। অর্থ আর ক্ষমতার লোভে মানুষ যেন আজকাল নিজেকে বড় করতেই বেশ মরিয়া হয়ে উঠেছে। কেমন করে নিজের স্বার্থ হাসিল করবে সেই চিন্তায় হয়ে উঠে দিশে হারা। এতে করে অন্য কার দক্ষতা চুলায় যাক। তেলবাজদের তেলেসমাতির কারনে সত্যিকারের দক্ষ আর সৎ মানুষ এখন অর্থ কষ্টে দিন পাড় করছে। আর অন্য দিকে নিজেকে বেশী দক্ষ মনে করে একশ্রেণীর লোভী মানুষগুলো দিনের পর দিন নষ্ট করে যাচ্ছে দেশের অর্থ সম্পদ আর সময়।

আচ্ছা আমরা তো সেই ছেলেবেলায় একটি ঐকিক নিয়মের অংক করতাম। একটি কাজ করতে একজনের যতটুকু সময় লাগবে সেই একই কাজ করতে দশজন মানুষের আরও বেশী সময় লাগবে। কিন্তু আজকাল মনে হয় সেই অংকের সূত্র পালটিয়ে গেছে। এখন তো মনে হয় একজনে করে যতটুকু সুনাম খ্যাতি আর অর্থ ইনকাম করে নিতে পারে সেটাই ভালো। এতে করে সরকারের যা হোক হোক গা যেয়ে। নিজে তো লাভবান হয়ে নিলাম। হি হি হি।

একটি উদাহরণ যদি আমি আপনাদের কে দেই তাহলে আপনারাও বুঝতে পারবেন। মনে করেন একটি বিদ্যালয়ে মোট ১৫০০০ ছাত্রাছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখান তাদের জন্য মোট ২৯০ টি হল নেওয়া হয়েছে। এখন এই হল গুলোতে পরীক্ষক আর সহকারী পরীক্ষকদের নাম বসাতে আপনার কতদিন সময় লাগবে। মনে করেন পরীক্ষক ২৯০ জন আর সহকারী পরীক্ষক ৫০০ জন। এখন যদি এই ৭৯০ টি নাম চারজন মিলে টাইপ করে করে তাহলে কি কখনও একমাস লাগার কথা? আমার তো মনে হয় না। প্রত্যেকে যদি প্রতিদিন ৫০টি নাম টাইপ করে তাহলে তো ৮দিনে সেই কাজ শেষ হয়ে যাওযার কথা। তাহলে সেই কাজ শেষ করতে যদি একমাস সময় নেয়, তাও আবার রাত আর দিন একাকার করে তাহলে আপনারা কি বুঝবেন এটা কি দক্ষ লোকের কাজ নাকি সিস্টেম আর ক্ষমতার অপব্যবহার?

সত্যি বলতে আমরা মুখে যতই সততা আর সততা করি না কেন। আমরা কি সত্যিকারের সৎ কিনা সেই প্রশ্নই যদি বিবেকের কাছে বার বার করি তাহলে মনে হয় আমরাই হেরে যাবো বার বার । আর জিতে যাবে সিস্টেম আর আর ক্ষমতা আর লোভী মানুষগুলোর বুদ্ধিমত্তা। আর আমরা এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচিছ যে আমাদের কে সব কিছু্র মত করে এসব কিছুর সাথেই আপোষ করে চলতে হচেছ দিনের পর দিন। আর কোন শাস্তি না হওয়ায় এমন লোকগুলোও নিজেদের কে সব সময়ই সৎ মানুষ হিসেবে দাবী করে এবং তাদের কে বেশ দক্ষও মনে করে।

জানিনা কেমন লাগলো আমার আজকের টপিকটি। আশা করি আমার মত করে মনে করেন যে ‍সু সময়ে অনেকে বন্ধু বটে হয়? ভালো থাকবেন, সুখে থাকবেন। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000014646.jpg

বর্তমানে প্রেক্ষাপটে নিয়ে সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে আপু ক্ষমতা আর সিস্টেমের দাপটের কাছে অনেক দক্ষতা মানুষের দক্ষতা গুলোকে সামান্য মরীচিকা মনে হয়। আপনি ঠিক কথা বলেছেন কেউ কারো কথা বোঝেনা। সিস্টেম আর ক্ষমতার লোভে মানুষ গুলো এখন নিজেকে বড় করতেই মরিয়া হয়ে উঠেছে।

সিস্টেম আর ক্ষমতার কাছে দক্ষতা মূল্যহীন। আসলেই আমরা দক্ষ মানুষের কাছ থেকে কোন কাজ করে নেই না,ঐ কাজই আবার ক্ষমতাবান ব্যাক্তির কাজ থেকে করে নেই। এখন আর দক্ষ লোকের কাজ নেই।যারা অদক্ষ কিন্তু যাদের টাকা আছে তাদেরকেই আমরা বেশি মূল্যায়ন করি। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বর্তমানে দক্ষতার কোন মূল্য নেই। শুধু উপরের ব্যক্তিদের সাথে কৌশলে সুসম্পর্ক বজায় রাখতে পারলেই যে কোন পর্যায়ে সফল হওয়া যায় এটা খুবই সত্য কথা। আপনি ঠিক বলেছেন আপু, সিস্টেম আর ক্ষমতার কাছে দক্ষতা মূল্যহীন। দক্ষতা এখন মুখের মিষ্টি কথা আর কৌশলের কাছে পরাজিত। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

একেবারে সুন্দর এবং বাস্তবিক একটি কথা বলেছেন আপনি৷ আসলে যাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত কোন ব্যক্তি কোন একটা ভালো পর্যায়ে থাকে এবং সেই পদে যদি আমরা কেউ যোগ দিতে চাই তাহলে সেখানে আমাদের দক্ষতা থাকুক বা না থাকুক সেখানে আমরা যোগ দিতে পারব৷ আর যে সকল ব্যক্তিরা প্রকৃত যোগ্য ব্যক্তি সেই সকল ব্যক্তিরা কোনভাবেই কোন জায়গায় টিকে উঠতে পারে না৷ আর সিস্টেমকে এমন ভাবে প্রথম থেকে চালনা করা হচ্ছে যে দক্ষতার কোন মূল্যই নেই৷ সব সময়ই যেন মানুষজন দক্ষ ব্যাক্তিকে হারিয়ে ফেলছে৷

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।