ফটোগ্রাফি পোস্ট- লাল গোলাপের কয়েকটি ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in hive-129948 •  6 hours ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। যে ঠান্ডা পড়েছে চারদিকে তাতে করে কে ভালো আছে আর কেই বা মন্দ আছে সেটা আর জিজ্ঞেস করতে ভালো লাগে না। কেমন করেই বা লাগবে। কন কনে শীতের মধ্যে পরিশ্রম করতে করতে একেবারে হাপিয়ে গেছি যে। তবুও কিছু কিছু সময় তো নিজের ভালো লাগা গুলোর প্রাধান্য দিতেই হয়। আর আমার কাছে সব চেয়ে ভালো লাগার জায়গা গুলোর একটি হলো এই প্লাটফর্ম। কারন একমাত্র এই জায়গায় আমি আমার মনের সকল কিছু আমাদের সাথে শেয়ার করতে পারি। তাই তো আজও চলে আসলাম আপনাদের মাঝে।

Green Passive Income Ideas YouTube Thumbnail (1).png

আমার কাছে ফটোগ্রাফি করা একটি আর্ট। আর সেই ফটোগ্রাফি যদি করা যায় মনের মনের মাধুরী মিশিয়ে তাহলে কিন্তু ফটোগ্রাফি হয়ে উঠে বেশ আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন। অবশ্য সবার পক্ষে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়ে উঠে না। তবে আমরা যদি ক্যামেরার লেন্স এবং ফোকাস বুঝে একটু সময় নিয়ে ফটোগ্রাফি করতে পারি তাহলে কিন্তু আমরাও একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবো। আর নিজেদের দক্ষতাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। তাই আমাদের উচিত হবে সুন্দর এই শিল্পটিকে সুন্দর করে শিখে নেওয়া।

image.png

image.png

গোলাপ কে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াটাই কিন্তু বেশ মুশকিল। কারন গোলাপ হলো ভালোবাসার প্রতীক। গোলাপ শুধু মাত্র ভালোবাসার আমন্ত্রণ নয় বরং মানুষের মনের অনেক চাহিদা মেটাতে উদগ্রীব। গোলাপ যেমন ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করে তেমন করে এই গোলাপ আবার মনের আনন্দও তৈরি করে। কোন এক সময়ে কিন্তু মানুষ এই গোলাপ দিয়েই প্রিয় মানুষটিকে তার ভালোবাসার কথা প্রকাশ করতো। যা কিনা আজও আছে। এখনও মানুষ নিজের মনের কথা প্রিয় মানুষের কাছে ব্যক্ত করতে গোলাপ কেই বেছে নেয়।

image.png

image.png

image.png

আজকাল আবার নানা রকমের গোলাপ পাওয়া যায়। লাল, নীল, কালো, সাদা, গোলাপী, হলুদ সহ আরও নানা রকমের গোলাপের সমারোহ এখন দেখা যায়। যদিও অনেক রকমের গোলাপ এখন চারদিকে আমরা দেখি তবুও গোলাপ কিন্তু লাল হিসাবেই বেশী আকর্ষনীয়। কারন গোলাপের লাল রঙই কেবল হৃদয়ের কথা বলে। আর মন কে করে তোলে আনন্দিত। হাজার ফুলের মাঝে যদি কেউ একটি ফুল কে খুঁজে বেড়ায় সেটা হলো লাল গোলাপ।

image.png

image.png

image.png

লাল গোলাপের সৌন্দর্য্য, আকর্ষণ আর সুগন্ধের কথা যদি তুলে ধরি তাহলে কিন্তু আমরা দেখবো গোলাপ এমন গুনের জন্যই সবার কাছে একই রকমের জনপ্রিয়। মানুষ কেবল গোলাপের ভালোবাসায় যতটুকু পড়ে, অন্য কোন ফুলের জন্য ততটা মরিয়া হয় না। কারন লাল সব সময়ই ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহ্রত হয়। আর তাই তো যুগ যুগ ধরে লাল গোলাপ সবার কাছে একই ভাবে জনপ্রিয়। আর সেজন্যই আজ আমি চেষ্টা করলাম কিছু লাল গোলাপের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে।

Camera :Vivo y22s

Location

জানিনা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনঢাকা , বাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png