ভ্রমন পোস্ট- ঈসা খাঁ এর রাজধানী সোনারগাঁ এর পানাম নগরী ভ্রমন

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

ঈদ আর বৃষ্টির রিমঝিম ঝিম শব্দে সবাই ভালো আছেন নিশ্চয়? আমি কিন্তু বৃষ্টি ভেজা আষাঢ় মাসের বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে বেশ ভালো বাসি। ভালো বাসি জানালায় মুখ লুকিয়ে বৃষ্টির শব্দগুলো কানপেতে শুনতে। কিন্তু কি জানেন অতিরিক্ত বৃষ্টির কারনে কেন জানি ঈদ- ই মাটি হয়ে যাচ্ছে। আমি @maksudakawsar। আমি আপনাদের সাথে যুক্ত আছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হতে।

ঈসাঁ খাঁ এর রাজধানী সোনারগাঁ এর পানাম নগরী ভ্রমন.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

ঈদের আমেজে চারদিক সরগম। যদিও আজ বেশ কদিন যাবৎ বৃষ্টির জন্য কোথাও যাওয়ার কোন উপায় নেই। তবুও ঈদ বলে কথা। কোথাও না কোথাও তো একটু ঘুরতে যেতেই হবে। তাও আবার দূরে নয়। ঢাকার ভিতর হতে হবে। দু তিন দিন বাসা হতে বের না হতে পারায় বেশ বোরিং ফিল হচিছলো। তাই আজ ভোরে উঠে ভাবলাম যে আজ যাই হউক না কেন। আজ একটু বাহিরে বেরিয়ে আসবোই। তাই সিদ্ধান্ত নিলাম ঈসা খাঁ এর রাজধানীতে অবস্থিত পানাম আর সোনার গাঁ জাদুঘর একটু ভ্রমন করে আসবো। আর যেই বলা সেই রওনা হয়ে গেলাম। রাস্তায় বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘেরা দৌড় ঝাপ করছে। যে কোন সমযে ধেয়ে আসবে বৃষ্টি। কিন্তু ভয় পায় বৃষ্টিকে। উঠে পড়লাম গাড়ীতে।

image.png

image.png

আমরা বেলা ১২.০০ নাগাদ পানাম সিটিতে পৌছে যাই। কিন্তু হায়! একি অবস্থা দিনের প্রথমেই এমন ধোকা। আমরা ভাবলাম প্রথমে আমরা পানাম সিটি জাদুঘর ঘুরে দেখে তারপর আমরা সোনাঁরগা লোকশিল্প জাদুঘরে যাবো। কিন্তু কি হলো আমরা যেয়ে দেখি আজ পানাম সিটি বন্ধ। খোঁজ নিয়ে জানতে পারি পানাম সিটি জাদুঘর সপ্তাহে দুদিন বন্ধ। রবিবার আর সোমবার। কিন্তু অবাক করা বিষয় হলো ঈদ উপলক্ষ্যে কি খোলা থাকবে না। কতশত লোক এসে ফিরে যাচেছ এই পানাম জাদুঘরের গেইট হতে। আর আমরা ভাবলাম যে আমরা একটু আসে পাশে ঘুরে দেখবো। তার উপর পানাম সিটি জাদুঘরের বাহিরে বেশ সুন্দর কিছু দোকান বসে।

image.png

image.png

image.png

image.png

image.png

বেশ কিছুটা সময় পানাম সিটির আশেপাশের এলাকা ঘুরে দেখার পর আমরা চলে আসলাম পানাম জাদুঘরের বাহিরের দোকান গুলো তে। সেখানে বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায়। যে গুলো ঘরের সৌন্দর্য কে অনেক ‍গুন বাড়িয়ে তোলে। আমরা একে একে প্রতিটি দোকান ভ্রমন করলাম। প্রতিটি দোকানে বাংলার ঐতিহ্য সমৃদ্ধ জিনিস গুলো রাখা আছে। যাতে করে মানুষ জন গ্রাম বাংলার এ সকল জিনিস গুলো নিজেদের ঘরের শোভা বৃ্দ্ধির জন্য কিনে নিতে পারে।

image.png

image.png

image.png

image.png

আমরা কিন্তু সেখানে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। সেখান কার প্রতিটি দোকানে রাখা জিনিস গুলো আমার মন কে অনেকটা নাড়া দেয়। এখান কার দোকানে রাখা আছে বাংলার নকশী কাথা বোনা হাত ব্যাগ, সাইট ব্যাগ। আবার বাশঁ আর বেত দিয়ে তৈরি করা নানা রকমের সোপিস। ঝুড়ি, ল্যাম্প পোস্ট, আয়না। সবগুলো যেন বাঙলার ঐতিহ্য ধরে বসে আছে।

image.png

image.png

আমরা কিন্তু একে একে এখানকার প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখি। বেশ সময় নিয়ে আমরা দোকান গুলো ঘুরি এবং সেখান কার দোকানী দের সাথে আলাপও করি। অবশ্য এই এলাকাটি আমাদের বেশ পরিচিত। কারন আমার শাশুড়ীর বাবার বাড়ী হলো এলাকায়। তা যাই হোক এখানকার দোকান গুলো ঘুরে আবার মাটির হাড়ি পাতিল আর কাপ পিরিচও দেখতে পাই। তবে এখান কার দোকান গুলোতে বাংলার যে ঐতিহ্য সমৃদ্ধ জিনিস পাওয়া যায় সেগুলো সাধারণত বৈশাখী মেলায় পাওয়া যায়।

image.png

image.png

image.png

image.png

image.png

পানাম সিটি জাদুঘর বন্ধ থাকলেও আমরা কিন্তু নিরাস হয়নি। আমরা কিন্তু ঈসা খাঁ এর রাজধানী তে সকাল হতে সন্ধ্যা অবদি বেশ কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেছি। যা আমি আপনাদের সাথে আগামীতে শেয়ার করবো। আজ আর নয়।

কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে জাদুঘরের মুক্তিযোদ্ধা গ্যালারীতে ঘুরে বেড়ানো কিছুটা সময়? আপনাদের মতামত গুলো জানার অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

আমরা যখন গিয়েছিলাম তখন সোনারগাঁও জাদুঘরে প্রবেশ করতে পারিনি। সেদিন জাদুঘর বন্ধ ছিল।তবে পানামা নগর ঘুরে খুব মজা পেয়েছিলাম। আপনারা এত কষ্ট করে গিয়ে জানতে পারলেন পানামা নগর বন্ধ সেটা খুবই দুঃখজনক। তবে এর আশেপাশের দোকান থেকে মনে হচ্ছে ভালোই জিনিসপত্র কিনেছেন।ভিতরে প্রবেশ করতে না পারলেও আপনারা আশেপাশের দোকানপাট ঘুরে একটু হলেও আনন্দ পেয়েছেন।

আরে পানাম নগরী বন্ধ দেখে কি যে মেজাজ গরম হয়েছিল। কি আর করার বাহিরে ঘুরে কিছু ফটোগ্রাফি করে নিলাম কিছু।

ইসাখার রাজধানী সোনারগাঁ ভ্রমণ করে অনেক সুন্দর আলোকচিত্র এবং সুন্দর ভ্রমণ কাহিনী আমাদের মাঝে তুলে ধরেছেন।
আসলে ঈদ পরবর্তী সময়ে সবাই চেষ্টা করে একটু ভ্রমণ করে আনন্দটা আরো ভালোভাবে উপভোগ করার জন্য।।
ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনা সহ িত ঐতিহ্যবাহী জায়গার দৃশ্যপট তুলে ধরার জন্য।।

তাই তো গিয়েছিলাম পানাম নগরীতে । ধন্যবাদ ভাইয়া ‍সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।