কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি ব্যস্ত জীবনে ব্যস্ত সময় কে নিয়ে চলে যাচেছ দিন আর রাত গুলো। তবে ব্যস্ত থাকলে আর যাই হোক রোগ ব্যাধি কিন্তু দেহ কে ছুঁতে পারে না। পারে না আবার মন কেও দূর্বল করতে। আমার মনে হয় পৃথিবীতে যে যত পরিশ্রমী সে ততটা সুখী। আর তার জীবনে স্বস্থিতাও একটু বেশী।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।
প্রতিটি মানুষের ভিতরে কিন্তু অনেক গুলো ইচ্ছে থাকে। আর সেই ইচ্ছে গুলো কিন্তু একেবারে ভিন্ন। আর সেই ইচ্ছে গুলো কে কারও সাথে শেয়ার করা যায় না। যায় না ভাগ করা। সেই ইচেছ গুলো যদি কখনও পূরন করা সম্ভব নাও হয় তাহলে সেগুলো মনের ভিতরে রয়ে যায। রয়ে যায় স্মৃতি হয়ে। আর রয়ে যায় হাজারও অপ্রাপ্ততা কে আকঁড়ে ধরে মনের গভীরে। যা হয়তো কখনওই প্রকাশিত হয় না।
দিন যতই যাচ্ছে ততই যেন মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে। কেমন যেন হয়ে যাচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলোও। আজকাল কারও জন্যে এতটুকু সময় নেই। সময় নেই কারও কষ্ট শোনার। এখন কেবল মাত্র মানুষ স্বার্থের জন্য দৌড়ায়। স্বার্থের জন্য মানুষ মানুষের কাছে আসে। মানুষে কে ভালোবাসে। এখন মানুষ শুধু এতটুকুই খোঁজে যে কাকে দিয়ে তার লাভ হবে। আর যাকে দিয়ে লাভ হবে, যার মাধ্যমে মানুষ স্বার্থ হাসিল করতে পারবে মানুষ শুধু তারই পিছে দৌঁড়াবে। শুধু কি দৌড়াবে তাকে তো মাথায় তুলেও রাখবে। চারদিকে তাকালে কেমন যেন সব মুখোশ পড়া মানুষগুলোকেই বেশী দেখতে পাই।
এখন মানুষ শুধু ছুটে চলে ক্ষমতাবান, আর টাকা ওয়ালা মানুষের পিছে। ঐ যে কথা বলে না তেলের মাথা ভাঙ্গে তেল, ন্যাড়া মাথায় ভাঙ্গে বেল। এমন অবস্থা আর কি। মানুষ এখন মনুষত্বের চেয়ে ক্ষমতা আর টাকা ওয়ালা মানুষ কে বেশী পছন্দ করে। কোন জায়গায় মেয়ে দেখতে গেলেই কনে পক্ষে আগেই ছেলের গাড়ীবাড়ি খোঁজে। খোঁজে না ছেলেটা কতটা সৎ আর মানবিক। ভাবে না যে তার মেয়েটা একজন টাকা ওয়ালা ঘুষ খোর মানুষের কাছে কতটা নিরাপদ। তেমনি করে আজকাল ছেলেরাও খোঁজে ঘুষখোর শ্বশুড়। কোন মেয়েকে বিয়ে করলে সে কতটা লাভবান হবে, সেটাই এখন মূখ্য বিষয়।
অথচ এখন সমাজে কোন মূল্য নেই সৎ, মূল্যবোধ সম্পূর্ণ মানুষগুলোর। এমন মানুষগুলো কে কেউ পাত্তা দেওয়ার চেষ্টা করে না। কেউ তাদের কথা কে মূল্যায়ণ করে না। সৎ মানুষগুলো আজ দিশেহারা। তারা কি করবে সততার মুকুট পড়ে থাকবে, নাকি অৎ মানুষের সাথে নিজেকেও তালে তাল মিশিয়ে হারিয়ে যাবে মূল্যহীন পৃথিবীতে। কোন দিশে তারা খোঁজে পায় না। কারন সৎ মানুষগুলোর সততা কে কেউ মূল্যায়ণ করে না। মূল্যায়ন করে মিথ্যা, ক্ষমতা আর টাকা ওয়ালা মানুষগুলোকে। তাই তো বলি ক্ষমতা আর অর্থের কাছে সততা মূল্যহীন।
শেষ কথা
শেষ কথা
জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।
ধন্যবাদ সকলকে
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
সততা আজ টাকা-পয়সা এবং ক্ষমতার কাছে হারিয়ে গেছে। সত্য বলা সৎ পথে চলাটা হয়ে গেছে কঠিন। তবুও সত্যের জয় হবে এটাই সত্য। খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন কিন্তু। অনেক ভালো লাগলো আপনার লেখা পড়ে। তবে কিছু কিছু বিষয় সত্যি কষ্ট দেয়। আর সেই কষ্টদায়ক ঘটনা আমাদের চারপাশের সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দারুন লিখেছেন আপু। আপনার কথা গুলো একদম সত্য। এখনার যুগে সততার কোন দাম নেই। দাম আছে শুধু ক্ষমতা আর দাপটের। যার জন্য সৎ মানুষগুলো আজ অবহেলিত। ধন্যবাদ আপনার এত সুন্দর লেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমানে সবকিছুই এখন অর্থের কাছে বিক্রি। ক্ষমতা আর অর্থকেই মানুষ সবকিছু মনে করে থাকে এখন। আর এইসব কিছুর কাছে সততার কোনো মূল্য নেই। এই দুইটার কাছে সততা আসলেই মূল্যহীন। সৎ মানুষগুলো কোনো গুরুত্বই পায় না এগুলোর কাছে। বাস্তবতাকে নিয়ে লিখেছেন আপনি আজকে অনেক সুন্দর করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এমন দারুন একটি মন্তব্য করে পাশে থাকর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন সততার কোনো মূল্য নেই ক্ষমতা আর অর্থের কাছে। ক্ষমতা আর অর্থ থাকলে একটা মানুষের এখন সবকিছুই থাকে। আর যাদের মধ্যে সততা আছে তাদেরকে উল্টো সবকিছুই হারিয়ে বসতে হয়। সততার এখন আর কোনো দাম নেই কারো কাছে। এখন অর্থ আর ক্ষমতাই সবকিছুর মূল। আপনি অনেক সুন্দর করে সত্যিকারের এবং বাস্তবিক কথাগুলোকে উল্লেখ করেছেন এই পোস্টে। যেটা আমার অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটাই বাস্তব সত্য, সততা আর মূল্যহীন আর সম্পর্কগুলো নিদারুণ বিবর্ণ। কারণ সব কিছুর মূলেই অর্থ আর ক্ষমতা। ভালো লেগেছে আজকের কথাগুলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে এই সত্যটা অনেক আগেই জেনে গিয়েছি আপু। মানুষ অর্থেরই মান দেয় সততা বা উৎকর্ষের না। তবে একেবারে অসৎ কপোট হয়ে বেঁচে থাকাও সবার পক্ষে সম্ভব না। তবে অর্থের প্রয়োজন আছে জীবনে। সুন্দর লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন আপু। মানুষ যেন দিনে দিনে যান্ত্রিক হয়ে যাচ্ছে। স্বার্থ ছাড়া আর কিছু চিন্তাই করে না কেউ। আর মানুষ যত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে ততই ধীরে ধীরে সমাজ পিছিয়ে পড়ছে। মানুষগুলো সত্যিই অন্যরকম হয়ে গেছে। ভীষণ সুন্দরভাবে সমাজের এই কালো দিকটি তুলে আনলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit