আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
❤️শুভ বিকেল প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সকলকে❤️। সেই সাথে অবিরাম ভালোবাসা সকলের প্রতি। সকলের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েই আজ আমি আমার ব্লগ শুরু করতে যাচিছ। দেহ কিন্তু মনের তত্ত্বাবধায়নে চলে। মন ভালো তো দেহ ভালো। আর মনকে সুন্দর করে চালানোর জন্য আমারে প্রত্যেকের জীবনে প্রয়োজন বিনোদনের। বিনোদন না থাকলে কিন্তু জীবন ফ্যাকাশে। আর এ কারনেই মাঝে মাঝে মন কে শান্ত করতে একটু প্রকৃতির সান্নিধ্যে যেতে হয়।
প্রচুর বৃষ্টি হচ্ছে চারদিকে। কিন্ত কেন জানি এই ছুটির দিনে আর ঘরে বসে থাকতে মনে চাইলো না। তাই বৃষ্টি কে উপেক্ষা করে বের হয়ে গেলাম ঘর হতে । একটু এদিক সেদিক ঘুরে বেড়াতে। কিন্তু এদিক সেদিক আর ঘুরে বেড়ানো হলো না। চলে যেতে হলো শ্বাশুড়ী কে দেখতে নারায়ণগঞ্জ। সারাদিন বেড়ানোর পর যখন মনটা আরও বেশীক্লান্ত লাগছে তখন বেশ জোড় করেই একটু ঘুরতে বের হলাম। কিন্তু কোথায় যাবো? ঐদিক টার সব জায়গাই তো ঘুরে বেড়ানো শেষ। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে, বাংলার তাজমহল এখনও পর্যন্ত দেখা হয়নি। তাই বের হয়ে পড়লাম সেই বিখ্যাত তাজমহল দেখতে। যেটা সম্রাট শাহজাহান বানিয়েছিলেন মমতাজ এর প্রেমের নির্দেশন স্বরূপ ভারতের আগ্রায়। যেহেতু আমি অত অর্থশালী নয় তাই ভারতের আগ্রার তাজমহল দেখার সৌভাগ্য ও আমার হয়নি। আর কবে হবে তাও জানিনা। কারন জীবনের সব আশা ভরসা আজকাল ছেড়ে দিয়েছি। যাই হোক দুধের স্বাধ ঘোলে মেটালাম।
তো আমরা বিকেল ৪.০০ নাগাদ চলে গিয়েছিলাম সেখানে। সেখানে যেয়ে আমরা টিকেট কিনে নিলাম। ওমা গো একজনের টিকেট ১৫০/- টাকা করে। কি আর করার চলে গেলাম তাজমহল দেখেতে। ভিতরে। অবশ্য পরে বুঝেছি যে এই ১৫০/ টাকায় শুধু তাজমহল না, বরং পিরামিড ও সুটিং স্পষ্ট দেখার সুযোগ ও আছে। আমি তো আর আগ্রার তাজমহল দেখিনি। তবে ভিতরে যেয়ে দেখলাম বিশাল এক এলাকা নিয়ে এই তাজমহল গড়ে তোলা হয়েছে।যার চারদিকে শুধু সবুজ প্রকৃতিতে ভরপুর। আমরা যখন সেখানে পৌছলাম দেখলাম অনেক মানুষ সেখানে। কেউ ব্যস্ত টিকটক করতে। কেউ বা ব্যস্ত ভিডিও গ্রাফি করতে। আর কেউ বা ব্যস্ত ফটোগ্রাফি করতে। তো আমরাও কিছু ফটোগ্রাফি করে নিলাম।
চারদিকে সবুজে ঘেরা তাজমহলে সবুজ অরণ্যের মাঝে মাঝে অনেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে সম্পন্ন তাজমহল এলাকাটি। আমরা ঘুরে ঘুরে বাগান দেখতে লাগলাম। তার সাথে দেখতে লাগলাম পানি বযে যাওয়া ঝর্ণা গুলো। অনেক দূর দুরান্ত হতে মানুষ আসে এই তাজমহল দেখতে। নানা রকমের গাছ আছে এখানে বাগান বিলাস, রঙ্গন, পাতাবাহার, কাঠ গোলাপ ইত্যাদি। আমরা আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম।
তারপর আমরা আস্তে আস্তে তাজমহলের উপরে উঠে গেলাম। অনেক মানুষ এখানে উঠে গেছে। বিশাল এক জায়গার মধ্যে তাজমহলটি স্থাপন করা হয়ছে। দুই কালারের সেড দিয়ে বানানো তাজমহলটি উপরের চারদিকে মেঝেতে পাকা করে দেওয়া হয়েছে। সেখানে বাচ্চারা বেশ দৌড়ঝাপ করে আনন্দ করছে। আর আমরা উপভোগ করলাম চারদিকে সবুজ অরন্যের মধ্যে গড়ে তোলা তাজমহলের সৌন্দর্য। যেটা হয়তো বা আপনারাও সামনা সামনি দেখলে মুগ্ধ হয়ে চেয়ে দেখতেন এক ঝলক।
দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে চারদিকে সন্ধ্যা হয়ে আসলো। আর যতই চারদিকে সন্ধ্যা নেমে আসছে ততই যেন তাজমহলের আকর্ষণ আরও বেড়ে যেতে লাগলো। বেড়ে যেতে লাগলোর তাজমহলের চারদিকের ঝর্ণাগুলোর সৌন্দর্য। রাতের তাজমহল না দেখলে যেন বিশাল কিছু মিস হয়ে যেত। আমি মুগ্ধ হয়ে রাতের তাজমহল দেখছিলাম আর ফটোগ্রাফি করছিলাম। সেই সাথে ফটোগ্রাফি করছিলাম রাতের ঝর্ণা গুলোর । অবশ্য আমি ভিডিও গ্রাফিও করেছি।আমার মনে হয় রাতের তাজমহল দেখলে আপনারাও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন কিছুটা সময়।
অবশেষে যখন আস্তে আস্তে সব মানুষগুলো তাজমহলের বাহিরে বের হতে শুরু করলো ভিতরে যখন নিরব নিস্তব্দ হয়ে আসছিল তখন আমরাও তাজমহল হতে বের হয়ে চলে গেলাম সেই পিরামিড দেখতে। আর পিরামিড দেখার গল্প আবার অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ধরন | ভ্রমন পোস্ট |
---|---|
ডিভাইস | VIVO-Y22S |
ফটোগ্রাফার | @maksudakawsar |
স্থান | প্যারাবো, নারায়ণগঞ্জ, বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
আপনি এবং ভাইয়া ডিজিটাল যুগের শাহজাহান মমতাজ তাই আপনাদের উচিত একটা তাজমহল তৈরি করা যা আমরা দেখতে যাবো।😁যাইহোক একবার তাজমহল ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিলো আমার কাছে অনেক ভালো লেগেছে।আপু আপনার পোস্টের মাধ্যমে আবারও নতুন করে তাজমহল দেখে ভীষণ ভালো লাগলো।সবসময়ই আপনারা শাহজাহান মমতাজ এর মতো থাকেন এই প্রার্থনা করি।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি ব্যাপার দিদি আমাদের কে শাহজাহান আর মমতাজ বানাতে চাইছেন কেন? হুম শাহজাহান আর মমতাজ হই। আর শাহজাহান মিয়া আরও একজন কে নিয়ে সংসার পাতুক। দরকার নাই আমার শাহজাহান আর মমতাজ হওয়ার। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাজমহলের সামনে আপনাদের দুজন কে দেখতে বেশ মিষ্টি লাগছে। তবে আশীর্বাদ করি, দুজনের যেন বাস্তবের আগ্রার তাজমহল দেখার সৌভাগ্য খুব দ্রুত হয় ।
শুভেচ্ছা রইল 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবছি স্টিম এর দাম বাড়লে আর ভালো কাজ করতে পারলে একবার যেয়ে ঘুরে আসবো। ধন্যবাদ ভাইয়া। সত্যি মুগ্ধ হলাম আপনার মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনারা প্রেমের তাজমহল দেখতে গিয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো। আসলে সব সময় মানুষ এক জায়গায় থাকতে বেশ বোর ফিল করে তাই একটু ঘোরাঘুরি করা বেশ ভালো। তাজমহলের ভিতরে প্রবেশ করার জন্য দেড়শ টাকা করে টিকিট নিয়েছিল আপনার পোস্ট থেকে জানতে পারলাম। আসলে এমন সুন্দর দৃশ্য দেখলে মানুষ একটু টিকটক নিয়ে ব্যস্ত থাকে আসো আপু। তাই হয়তো সেখানে সবাই টিকটক করছিল। তাজমহলের আশেপাশের সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে দেখতে বেশ ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারে সেখানে তো গানের হিরিক পড়ে গিয়েছিল। আমারও মন চাইছিল একটু ওদের মত ভিডিও করতে। কিন্তু আর পারলাম কই। এক ধমকেই কাফি। হি হি হি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও ইচ্ছা রয়েছে যে নারায়ণগঞ্জে যাব এবং বাংলার তাজমহল দেখে আসব। দেখা যাক কয়েকদিন পরে ঢাকাতে যাবো তো তখনই একবার ঘুরে আসার চেষ্টা করব। আপনারা তো দেখছি অনেক মজা করেছেন জায়গাটি। আসলেই সন্ধ্যা নামার সাথে সাথে তাজমহলের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে যান ভাই যান। সেখানে গেলে কিন্তু গান না গাইলে আসতে দেয় না। ঐ যে ঐ গান। এই বুকে বইছে যমুনা......হি হি হি। সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাসার পাশে তাজমহল অথচ আমি এখনো গেলাম না। আমি আগে জানতাম না তাজমহল যে এত সুন্দর। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম। এখন আর মিস করবো না। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বলেন কি আগে জানলে তো আপনার বাসা হতে বেড়িয়ে আসা যেত। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit