বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি কিন্তু ভালো মন্দ মিলিয়েই আছি। কেন জানি মনে হয় জীবনটা যদি মিক্সাচার না হয় তাহলে জীবনে শান্তি পাওয়া যায় না। পাওয়া যায় না প্রশান্তি। কারন জীবনের জন্য কেন জানি টক ঝাল আর মিষ্টি সব কিছুরই প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আর আমার কাছে কিন্তু এমন মিক্সার থাকতেই বেশ ভালো লাগে।
আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থিত হই নতুন কিছু শেয়ার করার জন্য। যদিও ইদানিং ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যে সময়ের সাথে যুদ্ধ করতে করতে দিনের আলো আর রাতের আধাঁর কোন কিছুই চোখে পড়ে না। তবুও হাজারও ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে চলে আসি বার বার আপনাদের মাঝে নিজের কিছু ভালো লাগা আর মন্দ লাগা শেয়ার করতে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।
আজ আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি পোস্ট নিয়ে।আর আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট করার জন্য। সত্যি বলতে যতই পোস্ট করি না কেন। রেসিপি পোস্ট না করলে কেন জানি শূণ্য শূণ্য লাগে। মনে হয় এ সপ্তাহের পোস্ট মনে হয় পরিপূর্ণ হয়নি। তো যাই হোক। কিছুদিন যাবৎ কি যেন খেতে মনে চায়। মনে হয় কেউ যদি আমায় রান্না করে খাওয়াতো তাহলে আমি একটু রিলাক্স মুডে ঘুমাতাম। কিন্তু ভাগ্য বলে কথা। পৃথিবীতে নিজেই নিজের আপন। তাই তো গতকাল নিজের হাতে নিজের মন থেকে কল্পনা করে একটি রেসিপি তৈরি করলাম। আর চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
ধাপ-১
প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম হলে এরপর পেঁয়াজকুচিগুলো দিয়ে দিতে হবে।
ধাপ-২
এরপর পেঁয়াজগুলো লাল হয়ে এলে তার মধ্যে হলুদ,মরিচ,আদারসুন বাট,লবন ও সামান্য পানি দিয়ে মসলাগুলো লাল করে কষিয়ে নিতে হবে।
ধাপ-৩
এবার সেই কষানো মসলার মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে মসলার মধ্যে মাছগুলো কষিয়ে নিতে হবে।
ধাপ-৪
এবার সেই কষিয়ে মাছগুলো তুলে নিয়ে তার মধ্যে কেটে রাখা কচুর গাটিগুলো দিয়ে সেগুলো মসলার সাথে নেড়ে দিতে হবে।
ধাপ-৫
এবার কচুর গাটিগুলো একটু কষিয়ে তার মধ্যে ছেচেরাখা রসুনগুলো দিয়ে কচুর সাথে রসুনগুলো নেড়ে দিতে হবে। রসুনে কচুরগাটির তরকারির স্বাদটা বারিয়ে দেয়। আর কচু গলা ধরার সম্ভবনাও থাকে না।
ধাপ-৬
এবার এভাবে রসুনের সাথে কচুরগাটিগুলো আরও কিছুক্ষন কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমান মতো পানি দিয়ে দিতে হবে এবং কিছুক্ষন তরকারিটি চুলায় জ্বালে রেখে অপেক্ষা করতে হবে কচুরগাটিগুলো সিদ্ব হওয়া পর্যন্ত।
ধাপ-৭
এবার কচুর গাটিগুলো যখন সিদ্ব হয়ে আসবে তখন তার মধ্যে কষানো মাছগুলো দিয়ে দিতে হবে।
৮ম-ধাপ
এবার যখন দেখবো তরকারি হয়ে এসেছে তখন তার মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে কিছুক্ষন জ্বালে রেখে দিতে হবে।
শেষ-ধাপ
এবার যখন দেখবো তরকারি হয়ে এসেছে তখন পরিবেশনের জন্য নামিয়ে নিতে হবে।
❤️পরিবেশন❤️
❤️পরিবেশন❤️
এবার এই ঝাল ঝাল রেসিপিটি আলাদা একটি পাত্রে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
❤️খাবার টেষ্ট❤️
❤️খাবার টেষ্ট❤️
রেসিপিটি কিন্তু খেতে বেশ স্বাদে ভরপুর ছিল। এমন একটি রেসিপি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে। চাইলে রেসিপিটি করে দেখতে পারেন।
শেষ কথা
শেষ কথা
যাই হোক রেসিপিটি কেমন হলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুল করবেন না। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আশা করি মন্তব্য করে আমাকে ধন্য করবেন।
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কচুর ছড়া বা কচুর বৈ দিয়ে ইলিশ মাছ কিন্তু আমার এবং আমার হাজবেন্ড দুজনের ই ভীষণ পছন্দের খাবার। তবে আমরা কচুর ছড়া গুলো অনেকটা ভেঙে মিশিয়ে দেই ঝোলের সাথে, আর কিছু কচুর ছড়া এমন রাখি। দেখে আবারো খেতে ইচ্ছে করছে! একটু নিয়ে আসতেন আমাদের জন্য 🙈
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কচুর মুখী খুব সুন্দর একটি সবজি। আমার খুব পছন্দের। মাছ দিয়ে কচুরমূখী। রান্না করলে খেতে দারুণ হয় আর যদি এমন লোভনীয় করে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো কোন কথায় নেই।দারুণ রান্না করেছেন আপু।দেখেই লোভ লেগে গেলো।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝাল ঝাল রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে অনেক ভালো লেগেছে। ইলিশ মাছের এই সুস্বাদু রেসিপি দেখতে পেয়েই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছ খেতে পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় অনেক কম রয়েছে। আজ আপনি কচুর ছড়া দিয়ে অনেক মজাদার ভাবে ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি করেছেন। আপনার এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ঝাল ঝাল করে এরকম রেসিপি গুলো তৈরি করলে খেতে দারুন লাগে। দেখে তো মনে হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনেছি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে তা খেতে খুবই ভালো লাগে। আমি কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েছি কিন্তু কখনোই ইলিশ মাছ রান্না করিনি। এখন কিন্তু ফ্রিজে গোটা দুটো ইলিশ মাছ মজুত রয়েছে ভাবছি নতুন কি রেসিপি করা যায়। আপনার রান্নাটা কিন্তু বেশ ভালো লাগলো দেখি একদিন বাড়িতে করে খাওয়াবো সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন কচুর লতি, কচুরমুখী এবং কচু শাক দিয়ে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। আপনার তৈরি ইলিশ মাছ দিয়ে কচুর মুখীর রেসিপিটি বেশ লোভনীয় লাগছে আপু। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই রেসিপিটি আমার খুব প্রিয় কিন্তু খেতে পারি না এলার্জির জন্য। তবুও খেয়ে ওষুধ খেয়ে নেই এতো প্রিয়। আর ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক খেতে বেশ মজা লাগে।আপনার রেসিপিটি দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। করতে হবে একদিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit