ট্রাভেল পোস্ট- " কুয়াশা মাখা ভোরে প্রকৃতির মাঝে কিছুটা সময় " II written by @maksudakawsarII

in hive-129948 •  11 months ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। শীত আসলে কি আর ভালো না থেকে পারি। চারদিকে যে হারে পিঠা পায়েস এবং নতুন নতুন সবজি দেখা যায়, সেগুলোর লোভে তো আর ভালো না থেকে পারা যায় না। শীতের সবজি যেন যে কোন মাছের সাথেই মানান সই। আর তাই তো আমার আবার শীতের সবজির দিকে লোভটা একটু বেশীই। আর তাই তো দাঁড়িয়ে থেকে শীতের সবজি কেনার লোভটি আর সামলাতে পারলাম না। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে ছোট একটি ভ্রমন কাহিনী নিয়েই চলে আসলাম। ভাবলাম কি করে আমি একই সাথে রথও দেখলাম আর কলাও বেচলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি।

"কুয়াশা মাখা ভোরে প্রকৃতির মাঝে কিছুটা সময়"

দু চোখে ঘুম আসে না (12).png

Banner credit --@maksudakawsar

image.png

image.png

image.png

image.png

image.png

image.png

ছুটির দিন হওয়ার পরও খুবই একটি জররুী কাজে সেই কাক ডাকা ভোর চলে যেতে হলো রূপগঞ্জে। আজ অবশ্য আমরা একটু ভিন্ন পথে গিয়েছিলাম। কারন আমাদের ইচ্ছে ছিল যে আমরা শীতের সকালের প্রকৃতি দেখতে দেখতে যাবো। তাই প্রথমে আমরা চলে গেলাম পূর্বগ্রাম। সেখানে সকালের প্র্রকৃতি একটু উপভোগ করে নিলাম কিছুক্ষন। বেশ সুন্দর কুয়াশা ভরা সকালের নীরব আর নিস্তব্দ প্রকৃতি। আমরা খালি রাস্তায় কিছুটা সময় সোজা হাটা শুরু করলাম। বেশ ভালো লাগছিল সকাল সকাল এত সুন্দর প্রকৃতি দেখতে। আসলে শীতের সকালে গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর হতে পারে সেটা আমার আগে জানা ছিল না।

image.png

image.png

শীতের ভোরে এমন নীরব রাস্তায় দেখি বেশ কিছু পাখিদের আনা গোনা। বেশ কিছুক্ষন তাদের বিভিন্ন দৃশ্য দেখার পর সিদ্ধান্ত নিলাম একটু ক্যামেরা বন্দী করার। কিন্তু বললেই কি আর হয়? যে দৌড় ঝাপ করা লাগে। ফটোগ্রাফি করতে গেলেই কেন জানি পাখি গুলো বুঝে ফেলে যে তাদের ক্যামারা বন্দী করতে যাচ্ছি। তাই তো তাদের কাছে গেলেই তারা উড়াল দিয়ে চলে যায়। বহু কষ্টে এগুলো কে ক্যামেরা বন্দী করতে পেরেছি।।

image.png

image.png

তারপর আমরা নৌকা ভাড়া করে আমাদের গন্তব্যের দিকে এগুতে লাগলাম। বেশ দারুন লাগছিল নৌকায় বসে বসে চারদিকের এমন সব দৃশ্য উপভোগ করতে। কুয়াশায় যেন ঢেকে গিয়েছিল নদী পাড়ের চারদিক। আমাদের ও কিন্তু বেশ শীত লাগছিল ঠান্ডা বাতাসে। কিন্তু কি করবো বলেন তো ? বেশ জরুরী না হলে তো আর এত ভোরে বাসা থেকে বেড় হতাম না। কই একটু ছুটির দিনে কম্বল মুড়ো দিয়ে ঘুমাবো। তা আর হলো কই ? সকাল সকাল শীতের কুয়াশা মাখা প্রকৃতি দেখেই আমাদের ঘুম শেষ।

image.png

image.png

যাক বেশ কিছুক্ষনের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থল রূপগঞ্জে। সেখানে যে প্রয়োজনে গিয়েছিলাম সেই কাজটি শেষ করতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে। তাই আমি ভাবলাম একটু আশে পাশে ঘুরে দেখা যাক। ওমা আশে পাশের শীতের সকালের প্রকৃতি যে এত এত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। তাই অতটুকু সময়ে যে কয়টা ফটোগ্রাফি করা দরকার সেটাই করে নিলাম। আমার কিন্তু এমন প্রকৃতি বেশ দারুন লেগেছে। আর লাগবেই না বা কেন। আমি তো আবার প্রকৃতি প্রেমী।

image.png

image.png

যাক বেশ কিছুক্ষনের মধ্যে আমাদের সেইখানের কাজ শেষ হয়ে গেল। তাই চলে গেলাম পরিচিত এক সবজি বাগানে। কিছু সবজি আনার জন্য। ভাবলাম কিনে নিবো। ঢাকায় তো আর এমন টাটকা সবজি পাওয়া যায় না। আর এজন্যই কিন্তু সেদিন কয়েক রকরেম সবজি নিয়ে এসেছিলাম। কাচাঁ পাকা টমেটো, শিম, লাউ এবং ফুল কপি সহ অনেক রকমের সবজি আনা হয়েছিল সেদিন। যদিও পরিচিত সেই মানুষটি আমাদের থেকে কোন টাকাই নিতে চাননি। কিন্তু আমরা তাকে জোড় করেই টাকা ধরিয়ে দিলাম।

image.png

image.png

image.png

শেষ কথা

এমন সুন্দর কুয়াশা ঘেরা শীতের সকালে কিন্তু ঘুরে বেড়াতে খারাপও লাগেনি আমার । বেশ আনন্দ পেয়েছি কিন্তু আজ। সকাল সকাল যেমন নৌকা ভ্রমন আর , প্রকৃতি দেখা হলো, সেই সাথে হলো কিছু টাটকা সবজি কেনাও । বেশ ভালো লাগছিল প্রকৃতির মিষ্টি শীতের আমাজে নিজেকে একটু প্রশান্ত করে নেওয়া গেল আজ।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

Screenshot_1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু যদি ঘুমিয়ে থাকতেন তাহলে কি এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারতেন। রূপগঞ্জেআমি অনেক বছর আগে গিয়েছিলাম। সেখানে আমার কাকির বাপের বাড়ি। এখন হয়তো সেই জায়গার অনেক পরিবর্তন হয়েছে গিয়েছে। সকাল সকাল দারুন একটি মুহূর্ত কাটিয়ে এসেছেন। সত্যিই আপনার রথ দেখাও হয়ে গেলো আর কলা বেচাও হয়ে গেলো। শীতের সকালের এমন সৌন্দর্য দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত ও অনুভূতি শেয়ার করার জন্য।

আমি তো এক সাথে দুই কাজ করে মহা খুশি আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

কুয়াশামাখা ভোরে জড়সড় হয়ে যায় শীতের ডরে। আসলে শীতে মজা গ্রামে পাওয়া যায় ।চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্টটি উপস্থাপন করেছেন এবং ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আসলে সকালবেলা যদি এরকম প্রকৃতির মাঝে যাওয়া হয়, তাহলে ঘুমটা একেবারে উড়ে চলে যায়। কুয়াশামাখা ভোরে প্রকৃতির মাঝে কিছুটা সময় বেশ ভালোভাবেই কাটানো হয়েছিল। যেটা আপনার পোস্ট সম্পূর্ণ পড়েই বুঝতে পারতেছি আপু। নৌকায় বসে তাহলে চারদিকের দৃশ্য বেশ ভালোই উপভোগ করেছিলেন আপনি। সুন্দর করে মুহূর্তটা এবং ফটোগ্রাফি গুলো ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

সেই সময়টার বর্ণনা সত্যিকার অর্থে কিন্তু অতুলনীয়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

শীতের সকালে ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। আপনি কাজের জন্য রূপগঞ্জ গিয়েছিলেন। আপনার কাজ ও হলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেন। আসলে কুয়াশা মাখা সকাল দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে নদীর ফটোগ্রাফির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার পোস্ট পরে বুঝতে পারছি আপনি প্রকৃতির খুব চমৎকার একটি সময় উপভোগ করেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

চমৎকার মানে বেশ চমৎকার। আমার কাছে তো সেই জায়গা থেকে আসতে মনে চাচ্ছিলো না। নেহাত শীত তাই আসতে হলো। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহিত করার জন্য।