কবিতা পোস্ট : স্ব-রচিত- কবিতা- রমজান এবং আত্মশুদ্ধি || Original Poetry by @maksudakawsar||

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম

চলছে মাহে রমজান। যা ইসলামের চারটি স্তম্ভের মধ্যে একটি। রোজা হলো মুসলমানদের জন্য ঢাল স্বরূপ। আর রোজা প্রতিটি মুসলমানের জন্য একটি ফরয ইবাদত। মুসলমান বা ধর্মপ্রাণ মানুষ গুলো রমজানের মাসে নিজেদের আত্মশুদ্ধির জন্য দিন রাত ইবাদত বন্দীগিতে থেকে সময় পার করতে ব্যাস্ত হয়ে পড়ে। তবে আমার মনে হয় রমজান হলো মুসলমানদের জন্য রহমতের মাস।

কেমন আছেন প্রিয় বন্ধুরা। চলে আসলাম আজ আবার আপনাদের মাঝে। চলে আসলাম নতুন একটি কবিতা নিয়ে। সত্যি বলতে কবিতা হলো মানুষের মনের ভাব গুলো কে কলমের কালিতে সাদা কাগজে স্থান করে দেওয়া। আর সাদা কাগজে স্থান পাওয়া কথা ‍গুলোই কিন্তু এক সময়ে কবিতায় প্রকাশ পায়। আর আজ আমি চেষ্টা করেছি পবিত্র রমজান নিয়ে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে । আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের ভালো লাগবে।

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো (19).png

Banner credit --@maksudakawsar
Canva দিয়ে তৈরি

image.png

স্ব-রচিত কবিতা- রমজান এবং আত্মশুদ্ধি

লেখা- মাকসুদা কাউসার

শোন মুসলমান এলো রমজান
মনপ্রান শুপে দিয়ে কর প্রভুর ধ্যান
ত্যাগের আলোয় তুমি নিজেকে গড়
আত্মতৃপ্তি নিয়ে ইবাদত কর ।।

নামায রোজা আর আল্লাহর ধ্যানে
নিজেকে ডুবিয়ে রাখো দিন আর রাতে
হিংসা আর অহংকারে গড়া যে হৃদয়
রমজানের আলো দিয়ে কর তা বিদায় ।।

জীবনে যতটুকু করেছো পাপ
রমজানের দীক্ষায় করে নাও মাফ
রাত্রিতে জেগে যদি কর ইবাদত
হৃদয়ে মিলেবে তোমার শান্তির পরশ ।।

দু হাত বাড়িয়ে দাও অসহায়ের তরে
শান্তির পরশ তুমি পাবে হৃদয়ে
যাকাত ফেৎরা আর দান খয়রাত
তোমায় করবে পার পুলসিরাত ।।

রমজানের রহমত পেতে যদি চাও
আল্লাহর পথে তুমি নিজেকে চালাও
সঠিক পথের দিশা যদি তুমি পেতে চাও
রমজানের শিক্ষা কে মনে গেথেঁ নাও ।।

image.png

শেষ কথা

রমজান মাসে নিজেকে আল্লাহর সানিধ্যে নিয়ে আত্মশুদ্ধি পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া প্রয়োজন। তাই তো আমাদের উচিত পবিত্র রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষা করে চলা এবং রমজানের শিক্ষা কে নিজের মধ্যে ধারন করা।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

Screenshot_1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

রমজান মাস ইবাদতের মাস,রমজান মাস সংযমের মাস। আপু আপনি রমজান নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রতিটি লাইন খুব চমৎকার। আসলেই রমজান মাসই আল্লাহ সানিধ্যে যাওয়ার উওম সময়।যাইহোক ভালো লাগলো ধন্যবাদ।

ধন্যবাদ আপু সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

রমজানের আত্মশুদ্ধি নিয়ে দারুন একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি কিন্তু আমার দারুন লেগেছে। এক কথায় অসাধারন। সত্যিই তো মহান আল্লাহ আমাদের আত্মশুদ্ধির জন্য কি সুন্দর একটি মহামানিত্ব রমজান দিয়েছেন।

ধন্যবাদ আপু এমন ‍সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

একদম ঠিক বলেছেন আপু কবিতার মাধ্যমে মনেরভাব খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়। তাছাড়া বিভিন্ন ধরনের কবিতা লিখতেও খুব ভালো লাগে। আপনি আজকের রমজান উপলক্ষ্যে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। এরকম কবিতা গুলো পড়তে খুব বেশি পছন্দ করি আমি। সহজ ভাষায় লিখলে পড়তে সুবিধা হয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্যের মাধ্যমে প্রশংসা করার জন্য।

আপু পবিত্র মাহে রমজান নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন।কবিতাটা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম।আগামীতে আরও সুন্দর সুন্দর লেখা প্রত্যাশা করছি আপনার কাছে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।