মেডিকেল কলেজ এর ছাত্রছাত্রীদের ফাগুন ও পিঠা উৎসবের ভিডিও কভার

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি। প্রতিদিন আপনাদের মাঝে আসতে আর নতুন নতুন কিছু শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে।

মেডিকেল কলেজ এর ছাত্রছাত্রীদের ফাগুন ও পিঠা উৎসবের ভিডিও ধারন.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম আমার পোস্টে কিছুটা ভিন্নতা আনা প্রয়োজন। কিন্তু সময় আর সুযোগের অপেক্ষায় তা আর হয়ে উঠছে না।কারন সারাদিন অফিস করে বাসায় ফেরা। আবার সংসারের কাজকাম সব মিলিয়ে আমি কেন জানি হাপিয়ে উঠেছি। তার মধ্যে তো আছে আবার আমার প্রাণের কমিউনিটি আমার বাংলা ব্লগ।

সে যাই হোক। এটা বেশ কিছুদিন আগের কথা। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের কালচারাল প্রোগ্রাম ছিল সেদিন। সেদিন ছিল পহেলা ফাগুন আর পিঠাপুলির উৎসব। তো ছাত্রছাত্রী সংসদ হতে আমাদের অফিস ‍রুমে সবাই কে ইনভাইট করা হলো। আমরা যেন অফিস সময়ের পর তাদের সে প্রোগ্রামে অংশ গ্রহণ করি। সেখানে নাকি কালচারাল প্রোগ্রামও হবে।তো আমরা তো সবাই বেশ এক্সাইরটড ছিলাম সেদিন। সেই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য।

তো আমরা সবাই ঠিক সময়ে সে প্রোগ্রামে চলে গেলাম। প্রোগ্রামটি করা হয়েছিল কলেজের অডিটোরিয়ামে। আমরা সেখানে যেয়ে দেখলাম বেশ কিছু স্টল করা হয়েছে। আবার বেশ সুন্দর করে নাচগানের অনুষ্ঠান করার জন্য স্টেজও করা হয়েছে। তো আমরা প্রতিটি স্টল একটু ঘুরে ফিরে দেখলাম। আর মনে মনে ভাবতে লাগলাম যে এই প্রোগ্রামটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। আমার সাথে আপনারাও একটু দেখলেন। সেদিন এর সেই প্রোগ্রাম টি আজ কাল করতে করতে আর শেয়ার করা হচেছ না। তাই গত রাতে সারারাত জেগে থেকে আপনাদের জন্য সমস্ত ভিডিও টি একটু এডিট করে নিয়েছি। কিন্তু দুখের বিষয় তাদের নাচ আর গানের সাউন্ড কোয়ালিটি একটু খারাপ থাকায় সেটা ধারন করলেও ভিডিও গ্রাফিতে রাখতে পারিনি। ।

সেদিন এর সেই প্রোগ্রামে নানা পদের পিঠার সাথে সাথে ছিল দই ফুচকা, ফুচকা আরও কত কি। আমরাও প্রতি স্টল ঘুরে ঘুরে পছন্দ মত খেতে শুরু করে দিলাম বুফের মত। না না টাকা লাগেনি। ফ্রি তে। ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বেশ সুন্দর করে পুরো অনুষ্ঠানটি সাজিয়েছে দেখে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। জানিনা ভিডিওি গ্রাফি দেখে আপনাদের কেমন লাগবে।

বন্ধুরা চেষ্টা করেছি আমার সামান্য জ্ঞান অভিজ্ঞতা আর সৃজনশীলতা কে কাজে লাগিয়ে সম্পন্ন ভিডিওটি কভার করার জন্য। জানিনা প্রথম হিসাবে কতটুকু করতে পেরেছি। সেই বিচাররের ভার না হয় আপনাদের উপরই থাক।

ভিডিওটির লিংক

বিষয়ভিডিগ্রাফি
ডিভাইসVIVO-S22
ভিডিওগ্রাফার@maksudakawsar
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন অভিজ্ঞতা ছিলো আপনার। অনেক গুলো পিঠাও চেখে দেখেছেন৷ ভিডিওটি দেখলাম। বিনোদন পর্বটি ভালোই লেগেছে আমার। মনেই হচ্ছে অনেক উপভোগ করেছেন সব কিছু। শুভকামনা রইলো আপু।

জি ভাইয়া অনেক উপভোগ করেছি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

  ·  2 years ago (edited)

বাহ খুব সুন্দর ভিডিও কভার শেয়ার করেছেন। আপনার ভিডিও দেখে খুব ভালো লেগেছে আর এই ধরনের অনুষ্ঠানে জয়েন হতে পারলে খুব ভালো লাগে। পিঠাগুলো দেখে তো লোভ লেগে গিয়েছে। আপনি নিশ্চয়ই এই উৎসব অনেক ভালো উপভোগ করেছেন। ধন্যবাদ।

জ্বি আপু এই ধরনের অনুষ্ঠানগুলোতে জয়েন হতে পারলে বেশ আনন্দই লাগে । ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

মাঝে মাঝে ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে ভালো লাগে। আপনিও নিজের পোষ্টের মাঝে ভিন্নতা আনার চেষ্টা করেছেন দেখে খুশি হলাম আপু। ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে। সুন্দর ভাবে ভিডিওগ্রাফি করেছেন আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

কই আর পারলাম আপনার মত এত সুন্দর করে নতুন নতুন পোস্ট করতে। ধন্যবাদ আপু এত সুন্দরভাবে প্রশংসিত করার জন্য।

অফিসের কাজের কথা আর বলে লাভ নেই। পিঠা উৎসব গুলো খুব ভালো লাগে। শীতকালে পিঠা উৎসব মানেই বিশাল বেপার। আপনি পিঠা উৎসবের খুব সুন্দর ভিডিও কাভার করেছেন। পিঠা উৎসবে বিনোদন পর্ব আছে দেখে ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

শীতকালে পিঠা উৎসব মানে বিশাল ব্যাপার। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।