ছুটির দিনে ভালবাসার হ্যাং আউট সন্ধ্যা

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনারা ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা আমি মাকসুদা আক্তার। আমার স্টিমিট আইডির নাম @maksudakawsar। আমি বাংলাদেশের একজন নাগরিক। তাই স্টিমিটে আমি বাংলাদেশী ইউজার হিসাবে পরিচিত। আর স্টিমিটের একটি গুরুত্বপূর্ণ ও পপুলার কমিউনিটি হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। এখানে আমি মাতৃভাষা বাংলায় আমার সৃজনশীলতা প্রকাশ করে থাকি। যেহেতু আমি একজন পেশাদারী কনটেন্ট রাইটার তাই আমি আমার জ্ঞান, অভিজ্ঞতা ও সৃজনশীলতা কে কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগে মাতৃভাষা বাংলায় মানসম্মত কনটেন্ট লিখে আসছি।

কনটেন্ট রাইটার হলেও ব্যাক্তিগত জীবনে আমি একজন চাকুরীজিবী। তাই সপ্তাহজুড়ে আমাকে অফিস, বাসা, আমার বাংলা ব্লগ সবকিছু নিয়ে ব্যাস্তময় সময় কাটাতে হয়। সপ্তাহ শেষে খুব ক্লান্ত মনে হয় নিজেকে। তাই সুযোগ পেলেই ছুটে যাই একটু প্রশান্তির জন্য। আজও তার ব্যাতিক্রম কিছু হলো না। তাই আজ আমি আাপনাদের মাঝে শেয়ার করবো আমার ছুটির দিনের ভালবাসার হ্যাংআউট সন্ধ্যার কিছু মুহূর্ত।

অফিস ছুটি থাকায় সারাদিন বাসায় ঘুমে কাটলো। সন্ধ্যায় একটু বের হলাম নিজেকে প্রাণবন্ত করে তুলতে। আমরা সাধারণত শুক্রবারে বের হলে আসে পাশের জায়গাতেই একটু হাটাহাটি করতে পছন্দ করি।। তাই চলে গেলাম খিঁলগাও তালতলা মার্কেটের রাস্তাটায়। সেখানে আমরা বেশকিছুটা সময় ঘুরাফেরা করে অবশেষে আমরা ঢুকলাম আমাদের প্রিয় সাবক্লাব ক্যাফেতে । এই ক্যাফেটা আমার খুব প্রিয় একটা জায়গা। কারন বিয়ের পর হতে আমরা তালতলায় আসলেই এই ক্যাফেতে আসবোই। এখানের খাবার যেমন সুস্বাদু, তেমনি দামও অনেক কম। আর পরিবেশটাও বেশ ছিমছাম।

image.png

লোকেশন

তাহলে চলুন দেখে আসি। আমাদের আজকের সাবক্লাব ক্যাফে কাটানো ভালবাসার কিছুটা মুহূর্ত।

image.png

লোকেশন

তখন সন্ধ্যা ৭.০০ টার কাছাকাছি। আমরা সাবক্লাব ক্যাফের ভিতর প্রবেশ করলাম। তবে ক্যাফের ভিতরে প্রবেশ করার সময় লক্ষ্য করলাম যে ক্যাফেটিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগে বিল পে করার জন্য আলাদা কোন ডেক্স ছিলনা। এখন তা আলাদা করা হয়েছে। তবে যখন আমরা সেখানে গিয়েছি তখন অনেক লোকজনে ক্যাফেটি পূর্ণ ছিল । তবুও আমরা আমাদের মত একটু আলাদা করে সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গা দেখে বসে পড়লাম।

image.png

image.png

লোকেশন

যেহেতু এই ক্যাফেটি আমাদের অনেক আগের পূর্ব পরিচিত তাই, বসার সাথে সাথেই পরিচিত একজন এসে আমাদের কে মেনু বই দিয়ে গেল। আমরা এই ক্যাফেতে সাধারণত প্যাকেজ মেনুগুলো চয়েজ করে থাকি। এবার মেনু বইটিও পরিবর্তন করা হয়েছে।যাক আমরা মেনু বইটি ভাল করে চেক করে হালকা একটি প্যাকেজ মেনুর অর্ডার করে দিলাম।

image.png

লোকেশন

আর এরই ফাকে আমরা দুজন একটু আমাদের মত করে সময় কাটানোর চেষ্টা করলাম। আসলে সত্যি বলতে জীবনে ভালবাসার মানুষগুলো যদি একটু কেয়ারিং হয়, তাহলে আর কিছু লাগেনা। একটি কথা না বললে নয় যে, আমার প্রতিটি বিষয়ে উনি অনেক কেয়ারিং। তাইতো ভালবাসি তাকে মন প্রান উজার করে।

image.png

লোকেশন

কিছুক্ষনের মধ্যে চলে আসলো আমাদের সে কাক্ষিত হালকাপ্যাকেজ মেনু। এই মেনুতে রয়েছে ক্রিসপি স্টেপ চিকেন, ফ্রান্সফ্রাই আর ড্রিংক্স। আর প্যাকেজটির মূল্য অন্যান্য ক্যাফের চেয়ে কিছুটা কম। স্বাদেও অন্যন্য।

image.png

লোকেশন

তারপর আমরা বেশ সময় নিয়ে আস্তে ধীরে ধীরে ভালবাসার গল্পে বিভর হয়ে গেলাম আর উপভোগ করতে লাগলাম আমাদের সেই ফ্রাইডে হ্যাংআউট স্পেশাল হালকা মেনুগুলো । একে তো এই দোকানের মেনুগুলো সত্যিই স্বাদে ভরা তার উপর এর মধ্যে আবার মিশে গেছে ফ্রাইডে হ্যাং আউটের স্পেশাল ভালবাসা। আমি সেই ফাকে মাঝে মাঝে গেয়ে উঠছিলাম-আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে, আমার দিনগুলো সব রং চিনিছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালবেসে

image.png

image.png

image.png

লোকেশন

কেমন লাগলো আমার আজকের ভালবাসার হ্যাং আউট সন্ধ্যার গল্পটি। আশা করি আমার মত আপনারাও উপভোগ করেছেন আজকের সন্ধ্যার গল্পটি। ভাল আর মন্দ যেরকমই লাগুক আজকের ভালবাসার রং মাখানো গল্পটি আমাকে জানাতে ভুলবেন না যেন।

আজকের পোস্টের ফট্রোগ্রাফির বিবরণ

ছবিতে ব্যবহার করা ডিভাইসOppo
মডেলA16
ফটোগ্রাফার@maksudakawsar
ক্যাটাগরীছুটির দিনের হ্যাং আউট ভালবাসার গল্প
ফটোগ্রাঢির অবস্থানখিলগাঁও তালতলা রোড

আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbgcmPXfT67LV8TUt5esMpLo9p9aAb2GKbwNHvWxWT6X7p7FmZx4AGrrKRe2fbW5DpjEiaqkmuxsfuomijBHU574.png

pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7jPcLJ4PhfmbsQbXEmSBkiJH1y8vcCZLEDiVjH9fUC37Hpjmz6Czw4oJd4hidqWpdsEDnaUW3Rt3p3eTZGQkoiwZDyH4hdDt99wPqRBy3pVZE1qtEmMBB3MC4V4MJCpzUCii.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

অনেক ভালভাবে আপনি ছুটির দিন উপভোগ করেছেন।প্রিয়জন দের নিয়ে প্রিয় রেস্তোরায় ঘুরতে যাওয়া।আহা হিংসে হচ্ছে।অনেক ভাল লাগল আপনাদের কাটানো সুন্দর মুহুর্ত দেখে।আর রেস্টুরেন্ট টিও বেশ ছিমছাম সুন্দর।আমাদের সাথে সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

জি ভাইয়া হিংসা হরি কথা। তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে কিছু হবে না। তখন বেশি বেশি এ ধরনের সিমসাম হোলি খেলতে পারবে ।

এটা ঠিক আমরা সকলেই কম বেশি ব্যস্ত।এই ব্যস্ততার মাঝে ও মনকে প্রফুল্ল ও সজীব রাখার জন্য প্রিয় মানুষের সাথে একটু ঘুরাঘুরি করা খুবই প্রয়োজন।যাতে মনের একঘেয়েমি ভাব দূর হয়ে যায়।আমি একটা বিষয়ে কিন্তু কনফিউজড তা হলো -

যেহেতু এই ক্যাফেটি আমাদের


আপু এটা কি ভাইয়ায় পরিচালনা করে ?যাইহোক আপনার পোস্টের টাইটেলটা কিন্তু অসাধারণ হয়েছে।

ছুটির দিনে ভালবাসার হ্যাং আউট সন্ধ্যা


আর বন্ধের দিনটায় এবার খুবই উপভোগ করেছেন।অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ও চমৎকার ভাবে বন্ধের দিনে সন্ধ্যার আনন্দময় সময়টুকু আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো এটা জেনে যে আমার টাইটেল দেওয়া নামটি ছুটির দিনে ভালোবাসার হ্যাংআউট সন্ধ্যা আপনার অনেক ভালো লেগেছে। আরেকটি কথা ভাইয়া রেস্টুরেন্টে আমাদের না। রেস্টুরেন্টে আমাদের আগের পূর্ব পরিচিত।

পুনরায় ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।আপনার জন্য শুভকামনা রইল আপু।

ভাই আপনাকে অশেষ ধন্যবাদ

ঠিক বলেছেন অফিস, বাসা, আমার বাংলা ব্লগ মেইনটেইন করতে গিয়ে ক্লান্তি চলে আসে। আপনি হলিডেতে আপনার ভালবাসার মানুষের সাথে খুব সুন্দর কিছু মুহুর্ত কাটিয়েছেন। খিলগা তালতলাতে অনেক ভাল রেস্টুরেন্ট আছে জানতাম কিন্তু আপনার পোস্টের মাধ্যমে তার সুন্দর একটি উদাহরণ দেখতে পেলাম। সাবক্লাব ক্যাফের ইন্টেরিয়র খুব ভাল লাগছে দেখতে। খাবারের ছবি দেখে খুব ইয়াম্মি মনে হচ্ছে। চিকেন ফ্রাই জাতীয় যেকোন খাবার আমার খুব পছন্দের। আপনাকে আর ভাইয়াকে দেখেও খুব ভাল লাগছে। ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্যয রেন্ট রেস্টুরেন্টে আসলে অনেক ছিমছাম। যদি কখনও সময় হয় তাহলে খিলগাঁও তালতলা এরিয়া টা ঘুরে দেখে যাবেন।

ছুটির দিন মানে যেন এক অন্যরকম অনুভূতি। সারাটা সপ্তাহ ব্যস্ত থাকার পরে সপ্তাহে একটা দিনই ছুটি থাকে আর সেদিনটা যদি ঘোরাঘুরির মাধ্যমে অতিবাহিত করা যায় তাহলে তো ভালো লাগবেই। পোস্ট করেই বোঝা যাচ্ছে ছুটির দিনে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা দুজন, আর একটা কথা অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রিয় মানুষটা যদি একটু কেয়ারিং হয় তাহলে তো আর কিছুই লাগেনা। আমরা সকলেই প্রিয় মানুষের কাছ থেকে কেয়ারিং অনেক বেশি পছন্দ করি। ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ভাইয়া ধন্যবাদ। জি ভাইয়া কাছের লোকটা কেয়ারিং হলে আর কিছু লাগে না।

আপন জনের সাথে ছুটির সময় টা ভাগাভাগি করে নেওয়ার মধ্যে রয়েছে অন্যরকম অনুভূতি ও ভালোলাগা। আপনি আপনাদের নিকটস্থ প্রিয় রেস্টুরেন্টে গিয়েছিলেন দেখে আমার বেশ ভালো লাগলো। দারুন একটা মুহূর্ত ইনজয় করছেন সন্ধ্যা বেলায়। সব মিলিয়ে বলবো খুবই ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে।