আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
❤️শুভ সকাল আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সকলকে❤️। বিনোদন বা আনন্দ জীবনের একটি অংশ । আর ঐ একটি অংশকে প্রাণবন্ত করে তুলতে আমরা সবাই কত কিই না করি। কিন্তু যারা ব্যস্তময় সময় পার করে যাচেছন তাদের জন্য কিন্তু কিছুটা আনন্দ আর বিনোদনের সময় বের করাে অনেক সময়ের ব্যাপার। তবুও আমরা কিন্তু একটু বিনোদনের জন্য মাঝে মধ্যে ছুটে যাই এদিক সেদিক। আর আমার বিষয়টা একেবারেই ভিন্ন। বাহিরে যেয়ে ছবি বা দেখা বা নাটক দেখার সময় কই? কিন্তু কয়েকদিন আগে আমাদে মেডিকেল কলেজে ঘটে গেল একটি ভিন্ন বিষয়🙌
একই সাথে আমাদের মেডিকেল কলেজে হয়ে গেল দুটো প্রোগ্রাম। একটি হলো ছাত্রীছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা আর অন্যটি হলো ১৫ই আগস্টে জাতীর জনক শেখ মুজিবর রহমান কে নিয়ে অনুষ্ঠান। বাংলাদেশ পুলিশের একটি নাট্য গোষ্ঠি ভয়াবহ ১৫ই আগষ্ট নামে একটি নাটক নিয়ে আমাদের কলেজের অডিটোরিয়ামে একটি নাটক মঞ্চস্থ করার ব্যবস্থা করেছে। আর আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় আমাদের কে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেই মঞ্চ নাটক দেখার জন্য ব্যবস্থা করে দেয়। আমি মনে মনে বেশ খুশি হলাম। ভাবলাম যে অনেক দিন কোন মঞ্চ নাটক দেখা হয় না, যেহেতু ফ্রি পেলাম তাই দেখেই নেই। আর এ জন্য আমরা দুপুরে লাঞ্চ করার পরে চলে গেলাম কলেজের অডিটোরিয়াম ভবনে নাটকটি দেখার জন্য।
তো আমরা দুপুরের পরে চলে গেলাম কলেজ অডিটোরিয়ামে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে কলেজ অডিটোরিয়াটির বাহিরের গেইট হতে ভিতর পর্যন্ত। আমি প্রথমে বাহিরের সব কিছুকে আমার মোবাইলে ক্যামেরা বন্দী করে নিলাম। বেশ আকর্ষনীয় লাগছিল। বাহিরের পরিবেশ টা। তো আমরা সেখানে একটু আগেই চলে গিয়েছিলাম। বেশ কিছুক্ষন সব কলিগরা আড্ডা দিলাম অডিটোরিয়ামের ভিতরে। গান দুষ্টুমি আর হাসি তামাসায় কেটে গেল আমাদের কিছুটা সময়। অবশ্য সেখানে মেডিকেল কলেজের সব বর্ষের ছাত্রছাত্রীরাও এসেছিল। এক সময় মঞ্চ নাটক শুরু হয়ে যাওয়ার সময় হলো। আর আমরা সবাই এক সাড়িঁতে বসলাম। আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের কে এক সাথে দেখে বলল সব পালের গোদা এক সাথে। আচ্ছা কথাটার মানে কি, কেউ কি জানেন? জানলে আমাকে একটু জানাবেন প্লিজ।
যাই হোক এক সময়ে শুরু হয়ে গেল মঞ্চ নাটক। ও আরও একটি কথা আমি কিন্তু আমার কলিগদের কে বলে রেখেছিলাম যে কেউ করবে ভিডিওগ্রাফি আর কেউ করবে ফটোগ্রাফি। সবাই রাজি হয়ে গেল। শর্ত হলো ইনকাম যা হবে তা দিয়ে ট্রিট দিতে হবে। তো আমিও রাজি হয়ে গেলাম। কি ঠিক করিনি? তো আমরা অপেক্ষ করতে লাগলাম নাটকের জন্য।কিছুক্ষনের মধ্যে সমস্ত রুমের বাতি নিভেয়ে দেওয়া হলো আর খুলে দেওয়া হলো স্টেজের পর্দা। আর শুরু হয়ে গেল সেই ভয়াবহ ১৫ই আগস্ট নাটকটির মঞ্চস্থ করা।
আমরা সবাই বসে নাটকটি উপভোগ করতে লাগলাম। বেশ সুন্দর করে পুলিশ প্রশাসনের শিল্পীরা নাটকটি মঞ্চস্থ করেছে। সে দিন রাতে কি হয়েছিল ধানমন্ডির -৩২ নম্বর বাড়িতে তার পরিপূর্ণ ইতিহাস নিয়ে নাটকটি মঞ্চস্থ করা হয়েছে। নাটকে রাখা হয়েছে খন্দকার মোস্তাক কে। রাখা হয়েছিল কাল রাত্রির সমস্ত ঘটনা। আসলে নাটকটি দেখে আমাদের সবার বেশ ভালো লেগেছিল আবার নাটকের মধ্যে মাঝে মাঝে কিছু হাসির টপিক্স ও রাখা হয়েছিল। যাতে দর্শকের একঘেয়েমি না হাসে। সব মিলিয়ে কিন্তু ১ ঘন্টা ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটি আমার কাছে খারাপ লাগে নি। কিছুটা সময় হারিয়ে গিয়েছিলাম নাটকের মধ্যে।
আর বুঝতে পারলাম মাঝে মাঝে সময় করে কিছু টা সময়ের জন্য হারিয়ে যেতে হয় এসব মঞ্চ নাটকের আড্ডায় তাতে করে মনটাও ফ্রেশ লাগে। কিন্তু নাটকের শেষ দৃশ্য কিন্তু মনের মধ্যে দাগ কেটে দিয়েছিল সেদিন। যাই হোক ১ ঘন্টা ৪০ মিনিটের নাটকটি শেষ করে সব কলিগরা বের হয়ে এক সাথে কলেজের সামনের দোকানে গুরুর দুধের চা খেয়ে আরও একটু আড্ডা বাজি করে চলে গেলাম যে যার বাসায়।
আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেডিকেল কলেজে আয়োজিত মঞ্চ নাটক দেখেছেন এবং সেই অনুভূতি শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো আপু। যদিও কখনো মঞ্চ নাটক দেখার সুযোগ হয়নি। তবে আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে ব্যস্ততার কারণে জীবনে অনেক কিছুই করা হয় না। অনেক অনেক শুভকামনা রইলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু যদিও অনেক ব্যস্ত থাকি। তবুও আপনার মন্তব্য গুলো পড়লে অনেক অনুপ্রেরণা পাই। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
১৫ ই আগস্ট উপলক্ষে মেডিকেল কলেজে দারুন একটি প্রোগ্রামের আয়োজন করেছিল। আসলে এরকম প্রোগ্রাম যেটা বসে দেখার অনুভূতিটাই অন্যরকম। ছোটবেলায় রঙ্গমঞ্চের অনেক নাটক দেখেছি এখন এগুলো খুব কম হয়। ভালো লাগলো আপনার কাটানো মুহূর্তগুলোর দৃশ্য পট দেখে। অনেক সুন্দর পরিবেশন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আমারও সেদিন বেশ ভালো লেগেছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit