লাইফ স্টাইল পোস্ট -ব্যস্ত জীবনে মাসিক বাজার করাটা যেন অস্বস্থিকর || Written by @maksudakawsar||

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। মানুষের জীবন সব সময় এক রকমের যায় না। এই ভালো তো এই মন্দ। আর ভালো মন্দের জোয়ার ভাটায় জীবনটাই হয়ে পড়ে নিস্তেজ। তবুও এত কিছুর মাঝেও মানুষ প্রতিনিয়ত জীবন যদ্ধে লিপ্ত থাকে বেচেঁ থাকার জন্য। কারন একমাত্র মানুষই স্বপ্ন বিলাসী। তাই তো সবার মত আমিও হাজার ব্যস্ততা কে ছাপিয়ে বেচেঁ থাকতে চাই হাজার বছর।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন এবং ভিন্ন কিছু পোস্ট নিয়ে উপস্থিত হতে। সত্যি বলতে ভালো মন্দ যাই লিখি না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা কতটুকু আমার লেখা গুলো আপনাদের কে ছুঁয়ে দিতে পারে। আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে।আজ চেষ্টা করছি আপনাদের মাঝে একটি লাইফ স্টাইল শেয়ার করতে।

image.png

image.png

ব্যস্ত জীবন। সারাদিন পার করে দুজনেরেই বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন পেট বলে তো একটি কথা আছে। আর সেই পেটের জন্যই মাঝে মাঝে দৌড় দিতে হয় বাজারে। আর যেহেতু আমদের ছোট পরিবার তাই আমরা প্রতি মাসের প্রথমেই বাজার সেড়ে নেওয়ার চেষ্টা করি। তবে বাজার করা হয় দুজনার পছন্দ মতই। এবার সিদ্ধান্ত হলো বাজার হবে ছোট মাছ। সেই সাথে মুদী বাজার তো আছেই। তাই তো গতকাল দুজনে মিলে মাসের বাজার সেড়ে নিলাম। তবে আজকাল এত ব্যস্ত হয়ে পড়েছি যে বাজার করাটাই যেন বেশ অস্বস্থিকর মনে হয়। তবুও তো যেতে হবে আর বাজার করতে হবে।

image.png

image.png

আমরা ‍মুদী দোকান হতে মসল্লা সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম। তবে এবার যেটা দেখলাম সব কিছুতেই কেন জানি দাম বেশী। আমাদের মত মধ্য বিত্ত মানুষের হয়েছে যন্ত্রণা। খেতেও হবে আবার দামও দিতে হবে। কিছুই করার নেই। মাঝে মাঝে ভাবী যে কেন যে কোটিপতি হলাম না। যাই হোক সংসারের জন্য সারা মাসের মুদী বাজার সেড়ে নিয়ে চলে গেলাম সবজির বাজারে। ওমা এখানেও দেখি আগুন। যে সবজির দাম করি তাই একশত টাকা। এর নীচে দাম আছে বলে আমার মনে হয় না। মনে হয় ‍শুধু আলু আর পেপের দাম টাই একটু কম আছে। তো যাই হোক খেতে যেহেতু হবেই তাই দুটো ফুল কপি আর কিছু সবজি নিয়ে চলে গেলাম মাছের বাজারে।

image.png


image.png

ভেবেছিলাম ছোট মাছের দাম কম। ওমা একি অবস্থা এখানেও সেই একই অবস্থা। বেশ চওড়া দাম। কোন মাছই যেন কেনা যাচ্ছিলো না। দামের জন্য তো ভেবেছিলাম যে মাছ না কিনেই চলে আসবো। শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো। কিন্তু সেটাও কি সম্ভব? প্রতিদিন কি আর এসব দিয়ে ভাত খাওয়া যায়? নারে ভাই তা তো আর সম্ভব নয়। তাই কোন রকমে দুই তিন রকমের মাছ কিনে নিলাম। যদিও দাম একটু বেশী পড়েছে। রুই, পুটি, শিং আর মলা মাছ কিনে নিলাম।সব গুলো মাছের দাম পড়েছে প্রায় ৩০০০/- টাকা। ভেবেই মাথায় হাত। মাথা হয়ে গেল গরম। তাই আর ডানে বায়ে না তাকিয়ে সোজা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। জানিনা কবে বাজারের এই অবস্থা ঠিক হবে। নাকি ঠিক হবেই না।

image.png

image.png

শেষ কথা

কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই পোস্টটি। আশা করি আমার পোস্ট টি পড়ে আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে।জানার অপেক্ষায় রইল।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ইদানীং সকলেরই একই অবস্থা প্রায় আপু! বাজারে গেলেই যেন অস্বস্তি লাগতে থাকে!! এত টাকা দিয়ে জিনিস কিনতেও গায়ে লাগে! আবার না কিনেও তো চলা যায় না! ওদিকে খরচ যে হারে বেড়েছে, ইনকাম তো ১ পয়সা বাড়ে নি!! কত কিছু যে হিসেব করে চলতে হচ্ছে...

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

এত ব্যস্ততার মাঝেও কি করে বাজার করলেন। আপা আপনার কষ্ট দেখে আমার তো দারুন কান্না আসছে। তো যাই হোক আপনার বাজার দেখে ভালোই লাগলো। আমাদের জ্বালা একটু কমলো। ধন্যবাদ বাজার করার পোস্টটি শেয়ার করার জন্য।

হুম একদম ঠিক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনি একদম ঠিক বলেছেন বর্তমান সময়ে মাসিক বাজার করাটা যেন অস্বস্তিকর। বর্তমানে বাজারের দাম দিন দিন বেড়েই চলছে কোন কারন ছাড়াই আর কোন দ্রব্যমূল্যের দাম একবার বাড়লে সেটি কমার তো কোন নামই থাকে না। এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সামনে দেশের মানুষদের আরো অনেক বেশি সাফার করতে হবে এর জন্য।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

বাজারে সবকিছু দামই একটু বেশি থাকে। আপনি মাসিক বাজার করার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্তমানে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের অনেক কষ্ট হয়ে যাবে। আসলেই এগুলো কবে ঠিক হবে কে জানে।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়ে চলেছে, এতে করে মাথা গরম হওয়ার ই কথা। সামনে মনে হয় দাম আরও বাড়বে। যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেভাবে তো আমাদের ইনকাম বাড়ছে না। মূল সমস্যা তো এখানেই। যাইহোক অনেক কিছুই কিনেছেন দেখছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

বাজার করাটা সত্যি অনেক ঝামেলার বিষয়। আমার তো মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে। তাই অল্প অল্প করে বাজার করার চেষ্টা করি। প্রয়োজনীয় বাজার তো করতেই হয় আপু। সংসার মানেই অনেক দায়িত্ব আর ঝামেলা।

আপু বেশ দারুন একটি মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপু বর্তমানে কোন কিছু দাম কম নেই। হয়তো আপনি মনে করেছেন ছোট মাছের দাম কম। আপনি অনেক ধরনের মাছ কিনেছেন তিন হাজার টাকা দিয়ে। আর মাসিক বাজার করতে গেলে সবকিছু একসাথে করতে হয় এ কারণে একটু হিমশিম বেশি খেতে হয়। এটি ঠিক বলেছেন ব্যস্ততার মাঝেও হলেও পেট তো মানে না ক্ষুধা। তাই শত ব্যস্ততার মাঝে বাজার করে রান্না করে খেতে হবে। আর বাজার করতে গেলে মানুষের মাথা এমনিতে ঘুরে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করার জন্য।