"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮: ফ্রেমের মধ্যে প্রিয় বাংলা ব্লগকে শুভেচ্ছা বিনিময়ের ডাই (DIY) ।

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

আমি @maksudakawsar। আমি একজন বাংলাদেশী ইউজার হিসাবে প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থিত হই নতুন নতুন কিছু পোস্ট নিয়ে। কারন আমি চাই আমার নতুন নতুন পোস্ট গুলো যাতে আপনাদের কে খুশি করতে পারে। আর তাই তো নতুন কিছু উপহার দেওয়ার চিন্তা আমাকে ভাবনায় পেলে দেয়।

আমাদের প্রিয় বাংলা ব্লগ প্রতিনিয়ত তার প্রিয় ইউজারদের কথা বিবেচনা করে এবং ইউজারদের কে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকে। আর এবার তো আসছে প্রিয় কমিউনিটির ২য় বর্ষপূর্তি। আর ২য় বর্ষপূতিতে প্রিয় কমিউনিটি তার ইউজারদের জন্য নতুন একটি ডাই পোস্টের কনটেস্ট আয়োাজন করেছেন। যেহেতু আমি একজন কর্মজীবি মানুষ। সারাক্ষন অফিস করে, আর প্রিয় কমিউনিটিকে সময় দিতে দিতে প্রায় অনেকটা সময় চলে যায়। আর তারপর তো আছে সংসার। আর এসব কারনেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার ইচ্ছা থাকা শর্তেও অংশ গ্রহণ করা হয় না। তারপরও বর্ষপূর্তি বলে কথা। তাই তো চেষ্টা করলাম কোন রকম একটি পোস্ট করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার।

ফ্রেমের মধ্যে প্রিয় বাংলা ব্লগকে শুভেচ্ছা বিনিময়ের ডাই (DIY)

image.png

Device-Vivo-Y22s

প্রয়োজনীয় উপকরন সমূহ

★কাটুন এর কাগজ
★রঙিন কাগজ
★আঠা
★কাচিঁ
★আফসান

[ডাই বানানোর ধাপ সমূহ]

ধাপ-১

image.png

প্রথমে একটি মোটা কাটুন পেপার নিতে হবে।

ধাপ-২

image.png

image.png

এবার কাটুন টিকে একটি স্কয়ার করে কেটে নিবো। আর একটি স্কয়ার করে কেটে মাঝে কেটে নিতে হবে।

ধাপ-৩

image.png

image.png

image.png

এবার কেটে মাঝে কেটে নেওয়া কাটুন টিকে রঙিন কাগজ দিয়ে সুন্দর করে মুড়ে নিতে হবে।

ধাপ-৪

image.png

এবার স্কয়ার করা সেই কাটুন পেপাটিকে লাল রং এর কাগজ দিয়ে ভালো করে ঢেকে দিয়ে তার উপর মাঝে কেটে নেওয়া কাটুন টিকে বসিয়ে দিয়ে একটি ফ্রেম বানিয়ে নিতে হবে।

ধাপ-৫

image.png

Device-Vivo-Y22s

এবার বানানো ফ্রেমের মাঝখানে আফসান দিয়ে বেশ সুন্দর করে প্রিয় কমিউনিটিকে শুভেচ্ছা লিখে দিতে হবে।

ধাপ-৬

image.png

Device-Vivo-Y22s

তারপর ফ্রেমের এক পাশে রঙিন কাগজ দিয়ে বানানো ফুল বসিয়ে দিতে হবে।

ধাপ-৭

image.png

এবার ফ্রেমটির চারপাশে চারটি ফুল আর পাতা লাগিয়ে দিবো।

শেষ ধাপ

image.png

এবার বানানো সেই ফ্রেমটিকে দেয়ালে টানিয়ে দিলেই কিন্তু তৈরি হয় যাবে আমার আজকের ডাই পোস্ট।

উপস্থাপনা

image.png

রঙিন কাগজ দিয়ে আমি ফ্রেমের মধ্যে প্রিয় বাংলা ব্লগকে শুভেচ্ছা বিনিময়ের ডাই (DIY) পোস্ট করার চেষ্টা করেছি। ডাই পোস্টটি তৈরি করার সময় মনে হলো এর প্রতিটি ধাপ আপনাদের মাঝে শেয়ার করা দরকার। তাই আমি প্রতিটি ধাপের ফটোগ্রাফি আপনাদের জন্য করে রেখেছি।

তো বন্ধুরা আপনাদের জন্য আমার আজকের প্রতিযোগিতায় অংশ গ্রহণের ডাই পোস্টটি কেমন লাগলো? জানার অপেক্ষায় রইলাম।

আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ্,আপু আপনি ও অংশগ্রহন করেছেন।ভালো লাগলো।আপনার বানানো ডাই বেশ ভালো হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশন টা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ

হা হা হা । কি আর বলবো। আমি আর ডাই পোস্ট। কাকের ঠ্যাং আর ব্যাংঙ এর ছানা। তবু ও ধন্যবাদ উৎসাহিত করার জন্য।

এই তো আমারও তো একই অবস্থা। 🤣🤣

দারুণ একটি ডাই পোস্ট তৈরি করেছেন আপু ৷ অনেক সুন্দর হয়েছে ডাই পোস্টটি দেখতে ৷ বিশেষ করে ফ্রেমের মাঝখানে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে জন্ম দিনের শুভেচ্ছা জানিযেছেন দেখে আরো বেশি ভালো লাগছে ৷ যাই হোক শুভকামনা রইলো আপনার জন্য ৷

ধন্যবাদ ভাই আপনাকে। বেশ সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

আপনি অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন।ফ্রেমের মধ্যে "শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ" লেখাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুণ একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

ফ্রেমের মধ্যে প্রিয় বাংলা ব্লগকে শুভেচ্ছা জানিয়ে, খুবই সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপনি এই প্রতিযোগিতা উপলক্ষে। আপনার তৈরি শুভেচ্ছা কার্ড দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক সময় ব্যবহার করে এই কাজটা সম্পূর্ণ করেছেন দেখেই বুঝতে পারছি। এমনিতেই এরকম কাজ গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লেগেছে। এরকম একটা ডাই প্রজেক্ট তৈরি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

আপু চাকুরী করে শত ব্যস্তময় জীবন আমার। তবুও জীবন টাকে একটু ভিন্ন ভাবে সাজানোর জন্য আপনাদের সাথে থাকা। আর তাই তো আজকের এই চেষ্টাটুকু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় বাংলা ব্লগকে শুভেচ্ছা জানানোর জন্য খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আরে বলেন না আপু। হাতে খড়ি বলে কথা। ডাই টি তৈরি করতে করতে সারাদিন গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।