আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
ছবি সোর্স
Made By-@maksudakawsar
শুভ সকাল ভালোবাসার কমিউনিটির সকল বন্ধুদের। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আজ বেশ ভালো আছি। তবে একটি কথা না বললেই কিন্তু নয়। সুস্থ্যতা হলো আল্লাহ পাকের বড় নিয়ামত। আমরা সবাই চাই একটি সুস্থ জীবন যাপন করতে। আর সুস্থ ভাবে বেচেঁ থাকতে কে না চায় বলেন তো। জীবন চলার পথে দুঃ আসবে আসবে হাজারও বেদনা। তাই বলে কি দুঃখ আর হতাশার চাদরে জীবন কে থামিয়ে দিতে হবে। না তা করা যাবে না। একটি সুস্থ সবল জীবনের জন্য আমাদের প্রয়োজন হতাশা মুক্ত জীবন।
বন্ধুরা আজও আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন করে একটি গান কভার নিয়ে। তবে আমি যেহেতু কোন শিল্পী নয় তাই আমার গানটি অনেক ভুলের সম্ভার হতে পারে। আর এমন ভুলগুলোর জন্য আমি আপনারে কাছে দু হাত পেতে ক্ষমা চেয়ে নিলাম। আজ আমি আপনাদের জন্য একটি ভারতীয় বাংলা গান করার চেষ্টা করলাম। জানিনা হয়েছে কিনা। তাহলে চলুন শুনে আসি আমার আজকের গান কভারটি।
গান | অলির কথা শুনে বকুল হাসে |
---|---|
মূল শিল্পী | হেমন্ত কুমার মুখার্জী |
গানটির সুরকার | অজানা |
গানের কথা | অজানা |
ছবি | অজানা |
গান কভার | @maksudakawsar |
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত
তুমি আমার কাছে কভু আসো না তো।।
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
আকাশ পারে ওই আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে,
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত
তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো।
অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে,
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেন
ও গো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি,
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত
তুমি আমায় তবুও ভালবাসো না তো।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত
তুমি আমার কথা শুনে হাসো না তো।
ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসো না তো।।
আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
Tweet
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার খুবই পছন্দের একটি গান কভার করেছেন আপু। গানটা শুনতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে যখন একা থাকি তখন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কন্ঠে গাওয়া এই গানটা যত শুনছিলাম ততই ভালো লাগছিল আমার কাছে। এই গানটা আমি মাঝে মাঝে শোনার চেষ্টা করি। আর আজকে দেখলাম আপনি নিজেই গানটা কভার করে ফেললেন। আপনি যদি এভাবে গানের চর্চা করেন, তাহলে পরবর্তীতে আরো ভালো ভালো গান গাইতে পারবেন বলে আমি মনে করি। এই গানটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে আপু আমি তো গায়িকা হতে চাইনা। এটা মাত্র সখের বসে গাই। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে চলার পথে দুঃখ আসবে হাজারো দুঃখ মেনে নিয়ে আমাদের জীবনকে থামিয়ে রাখা যাবে না। সংগ্রাম করে যেতে হবে। কোন মানুষ ই সুখে নাই। প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্টে ভরা। অনেক ভালো লাগলো আপনি আজকে সুন্দর একটি গান কভার করেছেন এবং আপনার গানের কণ্ঠ অনেক সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্ট ভরা। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা!! আপু কি গান শোনালেন, আপনার গাওয়া গানটি শুনে একদম মন ভরে গেল।"অলির কথা শুনে বকুল হাসে"গানটি আমার খুব পছন্দের একটি গান। আর এই গানটি আমি মাঝে মাঝেই শুনি। আর তাই আপনার কন্ঠে আমার পছন্দের গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর একটি গান বাছাই করে গেয়ে শোনানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কই তার ভালো গান শোনাতে পারলাম? যতটুকু গেয়েছি ভাঙ্গা গলায় গান। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ছেলে মানুষ হওয়া সত্বেও গানটা খুব বেশি পছন্দ করে থাকি। দীর্ঘদিন থেকে মাঝেমধ্যে নিজে বলে থাকি আর প্রায় প্রতিদিনই বলতে গেলে ল্যাপটপে অথবা মোবাইলে শুনে থাকি। মাঝেমধ্যে আপনার ভাবির সাথে শেয়ার করি তবে তো তার এতটা ভালো লাগা খেয়াল করি না যতটা আমার বেশি ভালো লাগে। গানটা আপনি নিজ কন্ঠে গেয়ে শুনেছেন তাই অনেক খুশি হয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক ভালো লাগলো এটা জেনে যে গানটি আপনার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বেশ অসাধারন একটি গান আপনি অসাধারন ভাবে গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেস। আর এ জন্য আপনাকে জানাচ্ছি অনেক অভিনন্দন। খুব ভালো হয়েছে আপু। এইরকম আরো সুন্দর সুন্দর গানকভার আরোও অসাধারণ ভাবে আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে আশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটা আমার খুবই পছন্দের। গানটি খুব সুন্দর ভাবে আপনি নিজ কন্ঠে কভার করেছেন। এই গানটি শুনে খুবই ভালো লাগছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর গানটি আমাদের মাঝে নিজের কন্ঠে গেয়ে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গানটি আমার খুব পছন্দের। আপনি গানটি কভার করলেন বেশ ভালো লাগলো শুনে।অনেক দিন পর আপনার গান শুনতে পেলাম। ধন্যবাদ আপু সুন্দর ভাবে গানটি কভার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অনেক দিন পরই করলাম গান কভার। মনটা ভালো না তাই গান করে মন ভালো করার চেষ্টা আর কি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, আপু আপনি তো বেশ সুন্দর গান গাইতে পারেন। আপনার গানটি শুনে খুবই ভালো লাগলো ।এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit