ফটোগ্রাফি পোস্ট- কয়েকটি সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||

in hive-129948 •  8 days ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। চলে গেল ঈদ। সেই সাথে চলে গেল পবিত্র রমজান মাস। আবার এক বছর পর আমরা ফিরে পাবো এই রমজান মাস। জানিনা কে কতটুকু নিজেকে পরিশুদ্ধ করে নিতে পেরেছি। যাই হোক প্রতিদিনের মত করে আজও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আসলে চলতে ফিরতে এত এত ফটোগ্রাফি করেছি যে প্রতিটি ফটোগ্রাফি আমার মোবাইলে জমে একেবারে মোবাইল কে হ্যাংঙ করে দিয়েছে। এই ফটোগ্রাফি করে শেষ হবে কে জানে।

WhatsApp Image 2025-04-23 at 01.08.59_3309ea2c.jpg

আমার কাছে ফটোগ্রাফি করা একটি আর্ট। আর সেই ফটোগ্রাফি যদি করা যায় মনের মনের মাধুরী মিশিয়ে তাহলে কিন্তু ফটোগ্রাফি হয়ে উঠে বেশ আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন। অবশ্য সবার পক্ষে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়ে উঠে না। তবে আমরা যদি ক্যামেরার লেন্স এবং ফোকাস বুঝে একটু সময় নিয়ে ফটোগ্রাফি করতে পারি তাহলে কিন্তু আমরাও একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবো। আর নিজেদের দক্ষতাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। তাই আমাদের উচিত হবে সুন্দর এই শিল্পটিকে সুন্দর করে শিখে নেওয়া।

WhatsApp Image 2025-04-23 at 01.10.57_28666dfd.jpg

WhatsApp Image 2025-04-23 at 01.10.57_6d185388.jpg

কেমন যেন অভ্যাস হয়ে উঠেছে। রাস্তা ঘাট যেখান দিয়েই যাই না কেন কেবল ফটোগ্রাফি করতে মনে চায়। মনে চায় সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে আমার মোবাইল ক্যামেরায় বন্দী করে রাখতে। আর তাই তো যেখানেই যাই সেখান থেকেই ফটোগ্রাফি করা শুরু করে দেই। আর আজকাল তো আবার ফুল হয়ে উঠেছে আমার বেশ প্রিয়। ফুলগুলো দেখলেই যেন মনে চায় শুধু কিনে আনতে। আর বেশী করে ফটোগ্রাফি করতে। আর আজও আমি আমার মোবাইল ক্যামেরায় ধারন করা কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য চলে আসলাম।

WhatsApp Image 2025-04-23 at 01.10.57_bcba2cf7.jpg

WhatsApp Image 2025-04-23 at 01.10.57_468d3895.jpg

সূর্যমুখী ফুলগুলি বিশেষ ধরণের ফুল। এই ফুলগুলির গন্ধ এবং রঙের ভিন্নতা বেশ আকর্ষণীয় । সূর্যের দিকে মুখ করে থাকা এর একটি অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য, এবং এখান থেকেই এ ফুলের নাম “সূর্যমুখী”। সূর্যমুখী ফুল সাধারণত বড় আকারের হয়ে থাকে এবং এর পাঁপড়িগুলো হলুদ বর্ণের। সূর্যমুখী ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সূর্যমুখী ফুল সাধারণত উজ্জ্বল হলুদ রঙের হয়, তবে কিছু কিছু জাত কমলা, লালচে বা বাদামি হতে পারে। সূর্যের মতো আকৃতি ও রঙের কারণে এটি ফুলপ্রেমীদের কাছে খুবই প্রিয়।

WhatsApp Image 2025-04-23 at 01.10.57_387cfd4e.jpg

সূর্যমুখীর উৎপত্তি উত্তর আমেরিকায় হলেও বর্তমানে এটি সারা বিশ্বে চাষ হচ্ছে। বাংলাদেশেও এখন এর চাষ জনপ্রিয় হয়ে উঠছে। এটি সাধারণত উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় ভালো জন্মায়। বেলে বা দোআঁশ মাটিতে সূর্যমুখী ভালো হয়। সাধারণত শীতের শেষ দিকে বীজ বপন করলে বসন্তের শেষ নাগাদ ফুল ফোটে। এর গাছ ৫ থেকে ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সূর্যমুখী শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে বিপুল অর্থনৈতিক গুরুত্ব। এর বীজ থেকে তৈরি হয় সূযমুখী তেল, যা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় একটি ভোজ্যতেল। এই তেল কোলেস্টেরলমুক্ত এবং স্বাস্থ্যসম্মত, তাই হৃদরোগ প্রতিরোধেও সহায়ক। এছাড়া, বীজ পশুখাদ্য, পাখির খাদ্য ও স্ন্যাকস হিসেবেও ব্যবহৃত হয়।

WhatsApp Image 2025-04-23 at 01.08.59_f1a14540.jpg

সূর্যমুখী ফুল মৌমাছিদের অত্যন্ত প্রিয়। এ ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, যা আমাদের জন্য উপকারী। সূর্যমুখী ফুলের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এটি বহু কবিতা, গান ও শিল্পকর্মে অনুপ্রেরণা জুগিয়েছে। অনেক সংস্কৃতিতে সূর্যমুখী ফুলকে শুভ প্রতীক হিসেবে দেখা হয়। বিশেষ করে আশা, ইতিবাচকতা এবং দীর্ঘায়ুর প্রতীক হিসেবে। সূর্যমুখী ফুল তার নামের মতই সূর্যের প্রতিচ্ছবি। উজ্জ্বল, শক্তিশালী ও প্রাণবন্ত। এটি শুধুমাত্র চোখের আরাম দেয় না, বরং আমাদের স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এর চাষ যেমন কৃষকের জন্য লাভজনক হতে পারে, তেমনি শহর ও গ্রাম উভয় পরিবেশেই এটি সৌন্দর্য বৃদ্ধি করে।

WhatsApp Image 2025-04-23 at 01.08.59_058a98b6.jpg

WhatsApp Image 2025-04-23 at 01.08.59_5e95dd86.jpg

Camera :Vivo y18

জানিনা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাVivo y18
পোস্ট তৈরি@maksudakawsar
লোকেশনঢাকা , বাংলাদেশ

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি।

ধন্যবাদ আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

সূর্যমুখী আমার বেশ পছন্দের একটা ফুল। আপনি সূর্যমুখীর খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। সূর্যমুখী ফুল সম্পর্কে অনেক ইনফরমেশন শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার তোলা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে দেখতে।। সূর্যমুখী ফুল আমার অনেক ভালো লাগে। সূর্যমুখী ফুলের অনেক গুন আছে আর আপনি সূর্যমুখী ফুল সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। সূর্যমুখী ফুলের সৌন্দর্য বেশ দারুণ। এই ফুলগুলো সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই অসাধারণ কিছু সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি সূর্যমুখী ফুলের সৌন্দর্যকে খুবই সুন্দরভাবে আপনার এই পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷

ধন্যবাদ আপনার মন্তেব্যের জন্য।