কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভাল আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে সুন্দর একটি কবিতা নিয়ে। আজকে যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই কবিতাটি একজন বাবা ও তার বাচ্চাদেরকে নিয়ে। আমি আশা করি কবিতার লাইনগুলো আপনাদের বেশ ভালো লাগবে।
সুন্দর একটি ফুলের মাঠে বাবার কাঁধে শিশুদের হাসি যেন প্রকৃতিরই এক অন্যরকম কবিতা। যেটির আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। বাবার ভালোবাসার ছায়ায়, ছোট্ট পায়ে হাঁটার গল্পে জড়িয়ে থাকে এক আনন্দময় অধ্যায় প্রতিটি বাচ্চার জীবনে। তাইতো সেই সুন্দর মুহূর্তটি গল্প নিয়ে এই কবিতাটি লেখা।
বাবার কাঁধে স্বপ্নের ঝুলি
দুটি শিশু হাসে-খেলে।
রঙিন পোষাকে ছোট্ট এই জীবন,
বাবার স্নেহে এক অন্যরকম শান্তির মিলন।
সবুজ ঘাসে পা রেখে হাটে ছোট্ট ভাইটি,
সামনে ছুটে চলি আমি।
কোথাও যেন হারিয়ে না যায় যায়,
পিছনে থাকে বাবা।
দুটি শিশুকে বুকে আগলে রাখে সারাক্ষণ,
আকাশ নীল, বাতাসে বইছে হাওয়া,
বাবার কাঁধে যেন পুরো জগৎ পাওয়া।
ঝরা ফুলের গন্ধে মাঠ ভরা,
শিশুদের হাসিতে শুরু হয় সকাল বেলা।
তিনটি হৃদয়, তিনটি প্রাণ,
বাবার ভালোবাসায় বাঁধা এক জান।
নিঃস্বার্থ ভালোবাসা যত্ন আর হাসি,
মনে রেখে দেয় এই দিনের সমস্ত স্মৃতি।
বাবার কাঁধে যেন স্বপ্নের ভেলা,
ছোট্ট জীবন যেন পেল পূর্ণ মেলা।
প্রকৃতি সাক্ষী আছে নিষ্পাপ এই প্রাণ,
পরিবারের এই গল্পে জড়ানো কত সুর কত গান।
বন্ধুরা বাবা ও সন্তানদের নিয়ে ছোট্ট একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি কবিতার লাইন গুলো আপনাদের বেশ ভালো লেগেছে, আসলে প্রত্যেকটি বাবা কাছে তার সন্তান না যেন এক একটা রাজপুত্র ও রাজকন্যা।
সারাদিন যতই রাগারাগি করুক দিনশেষে বাবাই তাদেরকে বেশি ভালোবাসে, তাদেরকে আগলে রাখে সারা জীবন। যেন তাদের জীবন থেকে হারিয়ে না যায়, তার জন্য সব সময় পাহারা দেয় একজন বাবা।
তাইতো আপনাদের মাঝে ছোট্ট এই কবিতাটি শেয়ার করলাম, আশা করি আপনাদের কবিতাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
https://x.com/Earnairdropbd/status/1864701370902958403
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অত্যন্ত সাবলীল ভাষায় চমৎকার একটি কবিতা লিখা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বাবার সাথে সন্তানের সম্পর্ক সত্যি অত্যন্ত মধুর একটি সম্পর্ক। খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি সন্তানের জন্য বাবার ভালবাসা অন্যরকম একটা আনন্দের বিষয়। ছোট বাচ্চারা যখন বাবার ঘাড়ে উঠে এভাবে যায় আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। সেই বাবাকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। এরকম কবিতাগুলো পড়লে নিজের কাছেই ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit