কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা খুশির খবর নিয়ে একটি কবিতা শেয়ার করছি, কবিতাটি নাম স্বপ্ন যাবে বাড়ি আমার।
এইতো প্রায় তিন বছরের মত হয়ে গেল বাড়ি থেকে ঘুরে এসেছি, এর ভেতরে আর বাড়ি যাওয়া হয়নি। হঠাৎ করে শরীরটা একটু খারাপ হওয়ার কারণে বাধ্য হয়ে আমাকে বাড়ি ফিরতে হচ্ছে। কারণ এখানকার ডাক্তার এ আমাকে বলেছে রেস্ট করতে, এখানে বসে থাকলে তো আর রেস্ট হবে না, কারণ নিজেদের খাওতো লাগবে।
তাই ভাবলাম একেবারে বাড়ি থেকে ঘুরে আসি, তাই আজকের টিকিট কেটেছি। কালকে রাত্রে আমার ফ্লাইট। সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বাড়িতে গিয়ে পৌঁছায়, আর আপনাদের সাথে এভাবে আবার কথোপকথন শেয়ার করতে পারি।
স্বপ্ন যাবে বাড়ি আমার
চোখে জমেছে কত যে স্বপ্ন।
মালয়েশিয়ার আকাশ ছুঁয়ে
জীবন গড়ার এক নতুন মন্ত্র।
তবু আজ মনটা ভারী,
স্বপ্ন মাখা এই যাত্রায়।
ফিরতে হচ্ছে আমার বাড়ি,
শরীরটা যে বলছে থামো এবার।
চেষ্টা ছিল দিনরাত ধরে,
ঘামে ভেজা মাটির গল্প।
মুছে দিতে সব অপ্রাপ্তি,
গড়তে চাইছিলাম এক জীবনের কাঠামো।
তবে অসুখ যে বলছে,
তোমার জায়গা সেই মাটিতেই।
বাড়ির আলো, গ্রাম্য হাওয়ায়
ফিরে যাও চুপটি করে।
বাড়ি মানে কি শুধু ইট কাঠ?
না কি শৈশবের স্মৃতি আঁকা?
বাড়ি মানে মায়ের কোল,
বাবার ছায়ায় শীতল আশ্রয়।
এই মালয়েশিয়া যতই রঙিন হোক,
বাড়ি তো সেই এক টুকরো মাটি,
যেখানে আমি আসল আমি।
কাল আমি বাড়ি ফিরব,
স্বপ্ন যাবে বাড়ি আমার।
অসুস্থ শরীর, ক্লান্ত পথ,
তবু বাড়ি তো সব জুড়াবে।
মায়ের হাতের খাবার,
পুকুর পাড়ে ছেলেবেলার গল্প,
সব মুছে দেবে বিষাদের কালিমা।
জীবন তো এমনই,
স্বপ্ন গড়া, ভাঙা আর নতুন করে।
বাড়ি ফিরে হয়তো আবার
স্বপ্ন গড়ব নতুন করে।
স্বপ্ন যাবে বাড়ি আমার,
বাড়ি তো শেষ নয়,
এটাই নতুন শুরু।
যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে, আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা
![mamun benner.jpg](https://steemitimages.com/640x0/https://images.hive.blog/DQmUnWngsNJd1iJuX3FaX4QsVRNErcQFFFXaQ1Vq2hDc6su/mamun%20benner.jpg)
![text15.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWXynVma7pYo3MCivJ5Cb6Nfae2uMGNt11YGxqysBGqBW/text15.png)
![text15.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmb3BFz7hyBPPmThuqBCVXvndwCY2yKRkj98hN8bp3LYeT/qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবা মায়ের ধন বাবা মায়ের বুকে ফিরে আসার মধ্যে রয়েছে অন্যরকম প্রশান্তি। তাই সকলের স্বপ্ন তাকে আপনজনদের মাঝে ফিরে ফিরে আসি বারবার। যাইহোক আপনার লেখা সুন্দর এই কবিতাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit