শুভ বিকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে বিকাল বেলা আপনাদের মাঝে চলে আসলাম সুন্দর একটা কবিতা শেয়ার করতে। আর কবিতাটি হল অবসানের গান।
আসলে কালকে সকাল থেকে এই পর্যন্ত এত পরিমানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যার জন্য বাহিরে কোথাও বেরোনো যাচ্ছে না কোন কাজ কাম কিছু নাই। তাই ভাবলাম আপনাদের মাঝে এই অবসার সময়ের বিষয় নিয়ে একটা কবিতা শেয়ার করি।
অবসরের গান
চুপচাপ বসে আমি শুনি এক সুর।
হাওয়ার মৃদু ছোঁয়া গায়ে লাগে,
মনে হয় দিনটা যেন ভালোই যাচ্ছে।
নেই কোনো তাড়া নেই কোনো কাজ,
মনে মনে তাই গাই গান অবসরে যে আজ।
চঞ্চল সময় পিছে ফেলে দূরে,
আজ আমি থামি জীবনের সুরে।
সবুজ মাঠে শুয়ে আকাশ দেখি,
নিঃশব্দে হৃদয় আমার সঙ্গ খোঁজে।
পাখির ডাকে যেন এক মধুর বার্তা,
বলে শুধু বাঁচার গান গাও না ভেবে কোন কিছু।
অবসরে খুলে যায় যেনো স্মৃতির সব জানালা,
মনে পড়ে ফেলে আসা জীবনের সব তাড়া।
কত গল্প ছিল জীবনে কত হাসি আর আনন্দ,
সেসব মুহূর্ত আজও যে মনে দারুণ যন্ত্রণা।
এই অবসরের দিনটা আমাকে শেখায়,
জীবনের আসল মানে কোথায় লুকায়।
সবকিছু ছেড়ে একবার থেমে যাই,
শান্তি খুঁজে নিই, হৃদয়ে পানে।
অবসরই জীবনের এক মধুর গান,
যেখানে থাকে শুধু নিঃশব্দের প্রাণ।
নিজেকে চেনার এই সময়টা সেরা,
অবসরের সুরে মেলে নতুন ধারা।
বন্ধুরা আপনাদের মাঝে অবসর সময় সুন্দর একটি কবিতা আপনাদের মাঝে পরিবেশন করলাম আশা করি কবিতার কথাগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কেমন হয়েছে কবিতার কথাগুলো।
মনে আরো অনেক কথা জমে ছিল, সব কিছু বলতে পারিনি কবিতার ভিতরে, তবু চেষ্টা করেছি যতটুকু বলার কবিতার তালে তালে। থাকে যদি কোন ভুল করবেন মাপ ছোট মানুষ তাই বুঝেছি কম।
https://x.com/md_mamun123456/status/1866039905673232455
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা কবিতাটি পড়ে ভালো লাগলো। খুবই সুন্দরভাবে সুন্দর ভাষায় কবিতাটি লিখেছেন অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit