কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার আমার সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে প্রতিদিনের কথোপকথন নিয়ে কিছু কথা শেয়ার করব, যেটা আমি আমার পরিবারের সাথে এই প্রবাস জীবনের এই পর্যন্ত সর্বপ্রথম এর একটা রেকর্ড ভেঙেছি।
অবশ্যই আপনার অনেকেই জানেন আমি একজন মালেশিয়ান প্রবাসী, দীর্ঘদিন যাবত আমি মালয়েশিয়াতে অবস্থানরত আছি। আসলে যারা প্রবাসী তাদের জীবনের চাকা যেন একটু অন্যরকম ভাবে ঘোরে, তাদের জীবনের চাকা অন্য একজন মানুষ ঘোড়াই যেমন তাদের সংসার যেমন তাদের পরিবার।
পরিবারের সুখ আহাদের জন্য সে সবকিছু করতে পারে, যেমনটা আমি আজকে পরিবারের সুখের জন্য আমি সবকিছু করছি। আমার পরিবারটি যেন সুখে থাকে পরিবারটি যার শান্তি থাকে দুবেলা খেয়ে যেন মানুষের সাথে গর্ব করে বলতে পারে যে না আমি ভালো আছি। তার জন্যই তো মূলত এই বিদেশে রয়েছি ,তবে আজকে আমি একটা রেকর্ড ভেঙেছি যেটা হয়তো আপনারা অনেকেই হাস্যকর ভাবে নিতে পারেন।
দীর্ঘ নয় বছরের আমি আমার বাড়িতে যখন ফোন দেই আমি ফোনে দুই থেকে তিন মিনিট কিংবা পাঁচ মিনিট কথা বলি, তার বেশি কথা বলা হয় না, কারন আমি কি কথা বলব আমি নিজেই খুঁজে পাই না।
তবে আজকে ঠিক তার বিপরীত হয়েছে, প্রায় আমি এক ঘন্টা এগারো মিনিটের মত কথা বলেছি, তবে কি কথা বলেছি আমি নিজেও বলতে পারি না
কি বলতে গিয়ে কি বলে ফেলেছি আর সেটা এতটা লম্বা সময় ধরে বলেছি যেটা আমি যখন ঘড়ির কাটা দেখি তখন বুঝতে পারলাম ,যে আসলে সময় কতটা অতিবাহিত হয়েছে।
প্রথমত আমি ফোন দিয়ে আমি আমার ছোট মেয়ের সাথে বেশ খানিকক্ষণ কথা বলেছি, আমার ছোট মেয়েটি বিড়াল নিয়ে খেলা করছিল যেটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো তাই আমি আমার ছোট মেয়েকে বললাম বিড়ালটাকে একটু আদর করো দেখবে বিড়ালটা তোমার কথা শুনবে।
আর আমার ছোট মেয়েটা ঠিক তেমনটাই করল, আর যেটা হলো পরিশেষে সেটা হল বিড়ালটা তার কোলে এসে বসলো, এবং সে তাকে আদর করতে থাকলো
এভাবে কথা বলতে বলতে আমি আমার পুরো পরিবারের সাথে কথা বললাম, আমার আম্মার সাথে কথা বললাম ছোট ভাইয়ের সাথে কথা বললাম, আমার ভাইঝির সাথে কথা বললাম। এভাবে কথা বলতে বলতে এক ঘন্টা এগারো মিনিটের মতো আমি আমার পরিবারের সাথে কথা বলেছি। যেটা আসলে অবিশ্বাস্য, আমি কিভাবে বলেছি আমি নিজেও জানিনা যা হোক তাদের সাথে কথা বলে আজকে অনেক আনন্দ উপভোগ করছি, কারণ এতদিন পরে তাদের সাথে আমি মন খুলে কথা বলতে পেরেছি। আমার মনে দুঃখ গুলো তাদের সাথে শেয়ার করতে পেরেছি।
যাক বন্ধুরা এ প্রবাস জীবন আসলেই এমনটাই যদি মন খুলে কারো সাথে কথা বলা যায় সময় যে কখন অতিবাহিত হয়ে যায় কেউ বলতে পারে না। ঠিক তেমনটাই হয়েছে আমার সাথে, কথা বলতে বলতে কখন যে সময় ফুরিয়ে এসেছে আমি নিজেও বলতে পারি না।
তবে আমার একটাই ইচ্ছা আছে আমি আমার এই প্রবাস জীবন ছাড়তে চাই, আমি চাচ্ছি আর দুই বছর মত আমি এই প্রবাসে থাকবো, এই দুই বছরে যা ইনকাম হয় তা দিয়ে মোটামুটি আমি একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। দেখা যাক উপরওয়ালা কতটা সহায় হয়, তবে আপনারা দোয়া করবেন যেন আমার বাড়িটা সম্পন্ন করতে পারি।
আশায় আছি এই দুই বছরে ভেতরে আমি বাড়িতে কমপ্লিট করে আমি একেবারে বাড়ি চলে যাব, এই প্রবাসের নাম আর কখনোই নেব না। বললে বিশ্বাস করবেন না এই প্রবাস আসলে কতটা কষ্টকর, কতটা দুঃখজনক যারা এই প্রবাসী রয়েছে একমাত্র তারাই বলতে পারে ,প্রতিদিন কত কষ্ট কত স্মৃতি বুকে নিয়ে যে চলতে হয় সেটা একমাত্র একজন প্রবাসী অনুভব করতে পারে।
যাই বন্ধুরা আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করলাম, মনের মাঝে লুকিয়ে থাকা কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit