"আমার পাখির সংগ্রহশালা"!!! ১০% beneficiaries for Shy-FoxsteemCreated with Sketch.

in hive-129948 •  3 years ago 

' আমার পাখির সংগ্রহশালা'


সবাইকে শুভ সকাল
আশা করি সবাই ভালো আছেন।
পাখিদের প্রতি আমার বিশেষ ভালোবাসা কাজ করে আর তাদের নিয়ে সময় কাটাতেই আমি পছন্দ করি।
তাই আজকে আপনাদের আমার পাখিদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য এই পোস্ট।
আশা করি সবার ভালো লগবে

১। পিকু

received_268744141737017.jpeg

received_4462315463883952.jpeg

received_1553722958296975.jpeg

পিকু নামটি আমার বোনের দেয়া

এটি একটি ২ মাস বয়সী লুটিনো কোকাটেল পাখি। বাচ্চা পাখি হওয়ার কারণে ওকে এখনো খাইয়ে দিতে হয় সিরিনজ দিয়ে। পিকু এতটাই আদুরে যে সবসময় হাতে এবং কাঁধের উপর থাকতে পছন্দ করে।


২। নীলু

IMG_20211104_105902.jpg

IMG_20211104_105754.jpg

IMG_20211030_194618.jpg

IMG_20211003_111538.jpg

পিকুর মতো নীলু ও ভদ্র স্বভাবের এবং হাতের আঙুলে থকতে পছন্দ করে।
এটি একটি পুরুষ বাজরিগর পাখি


৩। ইলু

IMG_20211104_203011.jpg

IMG_20211003_111515.jpg

নীলু এবং পিকুর বিপরীতে ইলু একদম ভিন্ন
উনি অনেক জোরে কামড় দিতে পছন্দ করেন তাই ভয়ে কেউ উনাকে ধরতে যায় না।


জাহাজে যাবার পর পাখি গুলোকে অনেক মিস করি

ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য

ডিভাইসঃ এম আই ৯ টি
অবস্থান ঃ https://w3w.co/courier.castle.putts

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনিও দেখছি আমার মত পাখিপ্রেমী। পাখি আমি খুব ভালোবাসি। আপনার বাজিগর গুলো খুব সুন্দর। আর আপনি নাম গুলো অনেক সুন্দর করে রেখেছে। আর অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনি চাইলে পোস্টটা আরেকটু বড় করতে পারতেন। বিস্তারিত আরও কিছু লিখতেন তবে পোস্টে সৌন্দর্য আরে ভালো হবে। ভাই হিসেবে কথাগুলো বললাম মনে কিছু নেবেন না চেষ্টা করবেন পোস্ট এর সৌন্দর্য বাড়ানোর জন্য। আমিও প্রতিনিয়ত চেষ্টা করি আমার পোস্টগুলো কোয়ালিটি সুন্দর করার জন্য। ধন্যবাদ ভাইয়া।

অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। পরের বার অবশ্যই চেষ্টা করব

পিকু, নিলু আর ইলু তিন জনকে দেখতে অসাধারণ। আমিতো ইলুর প্রেমে পড়ে গেছি ☺️☺️ ওর বাসাটা দেখতে সেই লাগছে আমার কাছে। এমন সুন্দর সুন্দর পাখি থাকা মানে বিরাট বিষয়ে, আমার এমন কিছু পাখি রাখার অনেক শখ আশা করি ভবিষ্যতে পালন করতে পারব। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট করেছেন

অনেক ধন্যবাদ ভাই

পিকু ,নীলু আর ইলু নামগুলো খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নীলুকে ।নীলু দেখতে খুব সুন্দর কিছুটা টিয়া পাখির মতো দেখতে।তবে পিকুর কথা শুনেও ভাল লেগেছে যে পিকু সবসময় ঘরে থাকতে পছন্দ করে দেখতে খুব কিউট লাগছে। আমার মনে হচ্ছে একটু নিয়ে ঘুরে বেড়াই। এমন কিছু পাখি বাসায় থাকলে আসলেই সময়টা অনেক ভালো কাটে মনটা সব সময় খুশিতে ভরে ওদেরকে দেখলে। খুবই ভালো লাগলো আপনার পাখিগুলোকে দেখে ।ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনার এতো সুন্দর কমেন্ট করার জন্য

ভাইয়া আপনার পাখিগুলো দেখতে খুব সুন্দর। সব থেকে বেশি ভালো লেগেছে পাখিগুলোর নাম আমার কাছে। পিকু নীলু ইলু। মনে হচ্ছে তিন বোনের নাম। ইলু পাখিটার নাম কি ভাইয়া অনেকটা টিয়া পাখির মত লাগছে। কিন্তু টিয়া পাখির ঠোঁট লাল থাকে। নামটা জানাবেন ভাইয়া টিয়া পাখি আমার খুব পছন্দ। ধন্যবাদ ভাইয়া আপনাকে তিনটি সুন্দর পাখি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু
দুটোই বাজরিগর পাখি আপু
নীলু হলো মেল আর ইলু হলো ফিমেল

ওহ। ধন্যবাদ ভাইয়া।

ভাই পিকুকে অনেক বেশি পছন্দ হয়েছে আমার। পিকু মানে লুটিনো কোকাটেল পাখি ঢাকায় কোথায় পাওয়া যাবে আর দাম কত নিতে পারে বললে উপকৃত হতাম।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য
ঢাকায় কাটাবেন পাবেন ভাই
মূল্য ৩ মাসের বাচ্চা নিলে একটি ৩০০০ এর মতো
আর এডালট নিলে কমপক্ষে জোড়া ৮০০০ টাকা ভাই

এখানে সুন্দর পাখি ফটোগ্রাফি ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ.

অনেক ধন্যবাদ ভাই

ভাই আপনার মতো আমিও খুব ভালবাসি পাখিকে। আমিও এই বাজারিকা পাখি পালন করতাম এক সময় তবে সময়ের স্বল্পতায় এখন আর এগুল পালন করা হয়না।পিকু কে দেখতে আসলেই খুব সুন্দর আর মিষ্টি লাগছে।ধন্যবাদ আপনাকে পাখির সংগ্রহ শালা শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য

পিকু, নিলু, ইলু সবাইকেই অনেক সুন্দর লাগছে। এরা সবাই অনেক কিউট দেখতে। মন চাচ্ছে এখনই গিয়ে চুরি করে নিয়ে আসি এদেরকে। পাখি আমার খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই পাখি ভালোবাসি। পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর নাম দিয়েছেন আপনি। তাদের সুন্দর নাম গুলো তাদের সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার এতো সুন্দর কমেন্টের জন্য