আমার বাংলা ব্লগ লেভেল ১ লিখিত পরীক্ষা

in hive-129948 •  2 years ago  (edited)

x1.jpg

নমস্কার, আমি শৌনক রায় চৌধুরী। আমি আমার বাংলা ব্লগে লেভেল ১-এর পরীক্ষার উত্তর রূপে এই লেখাটা লিখছি। আশা করি এটা সম্মাননীয় প্রশাসকদের দৃষ্টিতে মানসম্মত বলে বিবেচিত হবে।

স্টীমিট হলো একটি বিকেন্দ্রিত সামাজিক গণমাধ্যম (ডিসেন্ট্রালাইজড সোশ্যাল মিডিয়া)। এখানে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রথমে পরিচিতিমূলক একটি পোস্ট দিতে হয়। সেখানে নিজের নাম পূর্ণাবয়ব ছবি থাকতেই হয়। এ ছাড়া এখানে আর কোনো ব্যক্তিগত পরিচয়মূলক তথ্য দিতে হয় না।

এটা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন গণমাধ্যম না হওয়ায় সবাই স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন। কোনো পোস্টকে মুছে দিতে এখানে সম্প্রদায়ের একান্ন শতাংশ সদস্যের সহমত প্রয়োজন হয়। যেহেতু এই গণমাধ্যমের সদস্যসংখ্যা ক্রমবর্ধমান, তাই কোনো বিষয়ে ৫১% সদস্যের সহমত হওয়াও অনেকই কঠিন। তাই এখানে ইচ্ছামত কারোর কণ্ঠস্বর রোধ করা যায় না।

স্টীমিট একটি ব্লকচেন ভিত্তিক মাধ্যম। এখানে যাবতীয় তথ্য ব্লকচেনে সংরক্ষিত থাকে।

এখানে বিভিন্ন কম্যুনিটি আছে, তার মধ্যে এক অতুলনীয় কম্যুনিটি হল আমার বাংলা ব্লগ। স্টীমিটে বাংলায় ভাষায় ব্লগিং করার এক অনন্য মাধ্যম এটা। এখানে শুধুই বাংলা ভাষায় ব্লগিং করা যায়। সুমধুর বাংলা ভাষার উত্তরোত্তর জয়যাত্রার সঙ্গে সঙ্গে স্টীমিটেও শুধুই বাংলা ভাষার জন্য এই কম্যুনিটি খোলা হয়েছে। এখানে ভারত ও বাংলাদেশ দুই দেশের সম্মানিত বাঙালীরা ব্লগ লেখেন।

এবারে আমি আরও কিছু বিষয়ের উপর আলোকপাত করছি। এখানে স্প্যামিঙ করা একদমই নিষিদ্ধ। চেয়ে চেয়ে আপভোট বা কমেন্ট নেওয়াকে স্প্যামিঙ বলে গণ্য করা হয়। বা আপভোটদাতার উদ্দেশে কোনো পুরস্কারের ঘোষণা করাও স্প্যামিঙের মধ্যেই পড়ে। এছাড়াও কারোর পোস্টের কমেন্টে গিয়ে নিজের পোস্টের বা পণ্য দ্রব্যাদির বা অযাচিত যেকোনো রকম লিঙ্ক; যা থেকে আইডি হ্যাক হতে পারে, দেওয়াকে মারাত্মক স্প্যামিঙ ধরা হয়। এছাড়া শুধু বিন্দু দিয়ে মন্তব্য করাও স্প্যামিঙ।

x2.jpg

স্টীমিট কপিরাইট বিষয়েও অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে থাকে। এখানে প্রতি পোস্টে দেওয়া প্রতিটা ছবি হয় নিজের তোলা হতে হয়, অথবা কপিরাইট মুক্ত হতে হয়।

সাধারণভাবে গুগলে সব ফটোই কপিরাইট যুক্ত। স্টীমিট এক আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় এখানে কপিরাইট বিষয় আরও কড়া, কপিরাইট মুক্ত ছবি পাওয়া যায় পিক্সাবে ডট কম, পিক্সেলস ডট কম ও ফ্রীইমেজেস ডট কম থেকে। এরকম আরও কিছু ওয়েবসাইটও আছে। এখান থেকে ছবি নিলেও প্রতিটা ছবির সঙ্গে মূল উৎসের বিবরণ বাধ্যতামূলক।

পোস্ট করার ‌সময়, যাতে সহজে পোস্ট খুঁজে পাওয়া যায়, তার জন্য ট্যাগ দেওয়া হয়। বিষয়বস্তুর উপরে ভিত্তি করে ট্যাগ দিতে হয়। তারপরে ছোট হাতের ইংরাজি বর্ণমালায় ট্যাগ লিখতে হয়। বড় হাতের বর্ণ বা অঙ্ক ব্যবহার করা যায় না। কোনো লেখায় আটটার বেশি ট্যাগ ব্যবহার করা যায় না।

image.png

pixabay

আমার বাংলা ব্লগ কম্যুনিটিতে গরু, শূকর মাংসের রেসিপির উপরে পোস্ট লেখা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সদস্যদরে ধর্মীয় ভাবাবেগকে মূল্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রশাসকদের অপরিসীম ধন্যবাদ জানাই।

এরপরে আসি প্লেজিয়ারিজম সম্পর্কে। অপরের লেখা সম্পূর্ণ বা আংশিকভাবে নিজের নামে চালানোকে প্লেজিয়ারিজম বলা হয়। অপরের লেখা থেকে প্রয়োজনবোধে উদ্ধৃত করা যায়। কিন্তু নিজের লেখার কমপক্ষে পঁচাত্তর শতাংশ নিজেরই হতে হবে। তা না হলে এই লেখা চুরি করা বলেই বিবেচিত হবে।

প্রয়োজনে অপরের লেখা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নিজের মত করে লিখতে হবে। আর লেখার পঁচাত্তর শতাংশ নিজের হতেই হবে। এই লেখাকে রিরাইট আর্টিকল বলা হয়। এইক্ষেত্রে মূল উৎস উল্লেখ করা বাধ্যতামূলক।

এখানে খুব ছোট পোস্ট লেখাকে নিরুৎসাহিত করা হয়। একটি পোস্ট ম্যাক্রো বলে গণ্য হবার জন্য কমপক্ষে একশ শব্দ ও একটা ছবি তাতে থাকতেই হয়।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে ব্লগারদের উৎসাহিত করা হয়। এখানে সপ্তাহে সাতটা, কমপক্ষে তিনটে পোস্ট করতেই হয়। তবে একদিন বা চব্বিশ ঘণ্টার মধ্যে একটার বেশি পোস্ট করা যায় না।

x3.webp

pixabay

সবশেষে আমার বাংলা ব্লগ কম্যুনিটির প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আশা করি খুব দ্রুতই আপনি লেভেল ২ তে চলে আসবেন।আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ দাদা

লেভেল ওয়ান কমপ্লিট করতে দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এবং আশা করি খুব তাড়াতাড়ি বাকি লেভেল গুলা কমপ্লিট করে ভেরিফাইড হয়ে আসবেন।

ধন্যবাদ

ট্যাগের জন্য শুরুতে হ্যাশ দিতে হয়
একটি পোস্ট ম্যাক্রো বলে গণ্য হবার জন্য কমপক্ষে সাতশ শব্দ তাতে থাকতেই হয়।

এগুলি ভুল লিখেছেন। অনুগ্রহপূর্বক সংশোধন করুন। আজ রাতে লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

ভুলগুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ দাদা। শুধরে নিয়েছি। অনুগ্রহপূর্বক দেখতে অনুরোধ করি।

লেভেল ওয়ান এর বিষয়গুলো আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। তবে প্রশ্নের উত্তর আকারে বিষয়গুলো তুলে ধরলে আরো সুন্দর লাগতো। ধন্যবাদ ভাই আমার বাংলা ব্লগে কমিউনিটির নিয়ম মেনে কাজ করুন এই কামনা করছি।

লেভেল ওয়ান এর শীট গুলো ভালোভাবে বারবার পড়তে হবে এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে। তবে সবচেয়ে ভালো হয় পড়ার পরে খাতায় লিখে নোট করা, তাহলে এতে মনোযোগ সৃষ্টি হয় বেশি এবং মনে থাকে বেশি।