এই পোস্টের মাধ্যমে আমি লেভেল-০৩এর লিখিত পরীক্ষা দিচ্ছি।
মার্কডাউন হলো একপ্রকার সহজ মার্কআপ ভাষা। স্টীমিটে নিজের লেখাকে সুন্দর করে উপস্থাপন করতে মার্কডাউন ব্যবহৃত হয়।
মার্কডাউনে লেখাকে সুন্দর করে নিজেকে প্রকাশ করতে কিছু সহজ কোড ব্যবহৃত হয়। এই কোডের মাধ্যমেই লেখার ফর্ম্যাটিঙ হয়। তাই কোডের ব্যবহার গুরুত্বপূর্ণ।
মার্কডাউন কোডের শুরুতে চারটে স্পেস দিলেই কোডটি দৃশ্যমান হয়। যেমন, লেখা মোটা করার কোড হলো
**A**
প্রশ্নের টেবলটির কোড হলো
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|user2|20|9000|
[সোর্স](লিঙ্ক)
এটা এভাবে দৃশ্যমান হবে --
দেখুন এখানে সোর্স কথাটার রঙ পাল্টে গেছে।
ক্রমান্বয়ে হেডারগুলো হলো
ক
ক
ক
ক
ক
ক
হেডারের কোডগুলো ক্রমান্বয়ে নিম্নরূপ
# ক
## ক
### ক
#### ক
###### ক
###### ক
টেক্সটকে জাস্টিফাই করতে তার শুরুতে <div class="text-justify"> এবং নিচে </div> লিখব।
কন্টেন্টের টপিক নির্বাচনের জন্য যে বিষয়ে আমার জ্ঞান আছে, সেবিষয়ের ওপরেই জোর দেওয়া উচিত। এতে লেখার সময়ে ভুলের সম্ভাবনা অনেক কম থাকবে।
ব্লগ লেখার মাধ্যমে আমরা কোনো একটি বিষয়ের উপরে সবাইকে জানাই। স্টীমিটে অপরের লেখা কপি না করে মৌলিক লেখা লিখতে হয়। কোনো বিষয়ে নিজের জ্ঞান না থাকলে মৌলিকভাবে লেখা যাবে না।
স্টীম কয়েনের মূল্য 0.5 ডলার ও স্টীম-ডলার কনভার্শন রেট যদি ২ হয়, তাহলে মোট $৭এর মধ্যে আমি অর্ধেক অর্থাৎ $৩.৫ পাব আর ৩.৫*২=৭ স্টীম পাব।
সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাবার কৌশল নিম্নরূপ
১। কোনো পোস্ট হবার প্রথম পাঁচ মিনিটে ভোট দেব না।
২। ছয় মিনিট হলে ভোট দেব
৩। বড় স্টীম পাওয়ার যুক্ত কারোর ভোট পড়ার আগে ভোট দিলে বেশি কিউরেশন রিওয়ার্ড পাব।
৪। পোস্ট হবার ৬ দিন ১২ ঘণ্টার আগেই ভোট দেব। এরপরে ভোট দিলে রিওয়ার্ড পাব না।
যাঁরা স্টীমিটে নতুন, কম স্টীম পাওয়ার আছে, এমন ব্যক্তিদের জন্য @Heroism এ ডেলিগেশন করলেই সুবিধা হবে। তাঁরা নিজেরা ভোট দিলে রিওয়ার্ড পাবেন কয়েক সেন্ট মাত্র। তাতে লাভ হয় না। আবার রিওয়ার্ড ২ সেন্টের কম হলে তিনি তা পাবেনও না। আর ভাল পোস্ট খুঁজে খুঁজে ভোট দেওয়াটাও সমস্যার। তাই @Heroism এ ডেলিগেট করলে সে ভাল পোস্ট খুঁজে ভোট দেবে। আর তিনি লভ্যাংশ পেয়ে যাবেন। বেশি আয় করতে চাইলে, হাতে সময় কম থাকলে অবশ্যই @Heroism এ ডেলিগেট করবেন।
ধন্যবাদ ও নমস্কার জানিয়ে শেষ করছি।
এই দুটি প্রশ্নের কোডিং গুলো আপনি সঠিকভাবে দৃশ্যমান করতে পারেননি। এগুলো ঠিক করে আমাকে জানাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit