আমার পরিচিতি পোস্ট | আমার বাংলা ব্লগ কমিউনিটি | @manik001.

in hive-129948 •  6 months ago 

আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি প্রথম বাংলা ব্লগে পরিচিতি মূলক পোস্ট করলাম। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন।

IMG20240627102733.jpg

আমি মেহেরপুর জেলার বাসিন্দা এখানকার হাইস্কুলেই এস এস সি শেষ করি। এবং গ্রেজুয়েশন কমপ্লিট করি ঢাকা থেকে। আমার ছাত্র জীবনটা ছিল অন্যরকম এক ভালোলাগা। গ্রাজুয়েশন শেষে চাকরি জীবন শুরু যদিও চাকুরীর সুবাদে অনেক জায়গায় থাকা হয়েছে। চাকরি করতে যদিও আমার ভালো লাগত না তাও করতে হতো।

IMG20240511125916.jpg

ট্রাভেলিং : ঘুরাঘুরি আমার সব ছাড়া বেশি পছন্দের। ট্রাভেলিং আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। আমি বাংলাদেশের মোটামুটি সব কয়টা টুরিস্ট প্লেস ঘুরে দেখেছি।বাংলাদেশের মধ্যে কক্সবাজার আর বান্দরবান এই দুইটা জায়গা খুব ভালো লাগে। বিশেষ করে ইন্ডিয়ার সিকিম এবং কাশ্মীর আমার খুবই ভালো লাগে। আমি পুরো ইন্ডিয়া ঘুরে দেখতে চাই। কলকাতা ট্র্যাডিশনাল খাবার রাস্তার পাশের খাবার দেখতে যেন কেমন একটা মজা লাগে।

IMG20240219143726.jpg

যাই হোক এই সবকিছুর মধ্যে মাথায় যেন একটা চিন্তা কাজ করতো কি হবে কি করব চাকরি ছেড়ে দিলাম। উদ্যোক্তর নেশাই আমি ছুটে বেড়াচ্ছি হঠাৎ শুনলাম আমার বাংলা ব্লগ এর কথা এক ছোট ভাইয়ের কাছ থেকে। তার মুখে বাংলা ব্লগের অনেক সুনাম শুনলাম। তাই নিজেকে তখনই তৈরি করলাম আমিও বাংলা ব্লগের একজন ব্যবহারকারী হবো।

IMG20231229112412.jpg

যাই হোক আজকে আমার এখানে প্রথম পোস্ট। আশা করি আপনারা সকলে পাশে থাকলে আমিও আপনাদের মত একজন ভালো ইউজার হিসেবে নিজেকে প্রমাণ করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পরিচিত মুলক পোস্ট পরে ভাল লাগলো।তবে আপনার রেফার কেউকি নেই? যদি না থাকে তাহলে আপনি আমার বাংলা ব্লগের রুলস গুলো ফলো করে গেস্ট ব্লগার হিসাবে কাজ করতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

রেফার কেউ নাই। ধন্যবাদ আপনাকে উপদেশ দেওয়ার জন্য।

আপনার কোনো পরিচিতি Steemit এ আছেন? আপনি কিভাবে Steemit সম্পর্কে জানতে পারলেন?

একটা ছোট ভাই ছিল কিন্তু এখন সে কাজ করে না, ওর কাছ থেকেই সবকিছু জানতে পারি।

তার Steemit ID দিন

সে এখন আর কাজ করে না।

@moshiur69 এটা