লেভেল 03 হতে আমার অর্জন-By@maria47|

in hive-129948 •  9 months ago  (edited)

আসসালামু আলাইকুম


আমি@maria47। আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য।এবিবি স্কুলের লেভেল ৩ এর ক্লাস করতে পেরে অনেক খুশি। আর এবিবি স্কুল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর লেভেল ৩ হতে আমি কি কি অর্জন করলাম সে বিষয়ে আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি।


লেভেল 03 হতে আমার অর্জন:


IMG_20240124_210119.jpg
Device-OPPO-A15


আমি আপনাদের মাঝে নতুন একজন সদস্য নতুন ভাবে কাজ শিখছি।লেভেল ৩ এর ক্লাস করে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কিছু শিখেছি। এবিবি স্কুল আমাদের জন্য অনেক উপকারী আমরা যারা নতুন সদস্য আছি তারা এবিবি স্কুলের ক্লাস গুলো করার মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। আমি এবিবি স্কুলের লেভেল ৩ এর ক্লাস করে কি কি শিখলাম সেই বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছি।


প্রশ্ন:১।মার্কডাউন কি?


উত্তর: আমরা যখন কোন পোস্ট সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য যে সকল কোডিং ব্যবহার করে থাকি তাকে মার্কডাউন বলা হয়।


প্রশ্ন:২।মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?


উত্তর: মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ তা নিচে লেখা হলো:

১. আমাদের কোন লেখাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য মার্কডাউন ব্যবহার করতে হবে।
২.লেখার মাঝে নির্দিষ্ট কিছু পয়েন্ট কে হাইলাইট করতে চাইলে অবশ্যই মার্কডাউন ব্যবহার করতে হবে।
৩.লেখার কোন হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে মার্কডাউন ব্যবহার করতে হবে।
৪. লেখার মাঝে ফটো যুক্ত করতে চাইলে অথবা ফটোটাকে প্রয়োজনে ডানে কিংবা বামে করতে চাইলে মার্কডাউন অবশ্যই ব্যবহার করতে হবে।

আমরা যদি মার্কডাউন ব্যবহার না করি উপরিক্ত বিষয়গুলো করতে পারবো না। উক্ত বিষয়গুলো করার জন্য আমাদের পোস্টটিকে সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করার জন্য মার্কডাউন ব্যবহার করা অবশ্যক।


প্রশ্ন:৩।পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?


উত্তর: অনেক সময় এপ্লাই না করে মার্কডাউন ফরম্যাটে দৃশ্যমান করার প্রয়োজন পড়ে।এজন্য মার্কডাউন এর সামনে চারটি স্পেস দিয়ে লিখলে মার্কডাউন কোড গুলো দৃশ্যমান হয়ে যাবে।


প্রশ্ন:৪।নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।


উত্তর: নিচের দেখানো ছবির টেবিলের মার্কডাউন কোড গুলোর নিচে লেখা হলো:
|User|posts|steem power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|


প্রশ্ন:৫।সোর্স উল্লেখ করার নিয়ম কি ?


উত্তর: আমাদের পোস্টে বিভিন্ন কারণে সোর্সের লিংক ব্যবহার করতে হতে পারে। আমরা থার্ড ব্রাকেট এর মধ্যে সোর্স উল্লেখ করতে পারব এবং ফাস্ট ব্র্যাকেট এর মধ্যে হাইপার লিংক তৈরি করতে পারব। প্রথমে থার্ড ব্রাকেট দিব থার্ড ব্র্যাকেট দেওয়ার পর তার ভিতরে সোর্স দিব। এরপর কোন স্পেস না দিয়েই ফাস্ট ব্রাকেট দিয়ে এর ভিতরে সোর্স এর লিঙ্ক দিব।যেমন: [সোর্স](সোর্সটির হাইপার লিংক)


প্রশ্ন:৬। বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।


উত্তর: নিচে বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোট লেখা হলো:

ইনপুট:

# ১টি হলে খুব বড় সাইজ।
## ২টি হলে বড় সাইজ।
### ৩টি হলে মিডিয়াম সাইজ।
#### ৪টি হলে ছোট সাইজ
##### ৫টি হলে খুব ছোট সাইজ।
###### ৬টি হলে টিনি সাইজ।

আউটপুট:

১টি হলে খুব বড় সাইজ।

২টি হলে বড় সাইজ।

৩টি হলে মিডিয়াম সাইজ।

৪টি হলে ছোট সাইজ

৫টি হলে খুব ছোট সাইজ।
৬টি হলে টিনি সাইজ।


প্রশ্ন:৭।টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।


উত্তর: কোন প্যারাগ্রাফকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য লেখা জাস্টিফাই করা হয়।লাইন সোজা ও সুন্দর করার জন্য টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড ব্যবহার করা হয়। নিচে এর কোড লেখা হল:
<div class="text-justify">text</div>

হল টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড।


প্রশ্ন: ৮।কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?


উত্তর:কনটেন্টের টপিকস নির্বাচনে ৪টি বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত তা নিচে লেখা হলো: ১. জ্ঞান। ২. অভিজ্ঞতা। ৩. সৃজনশীলতা। ৪. দক্ষতা।


প্রশ্ন:৯।কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?


উত্তর: যে বিষয়ের উপর আমার সঠিক জ্ঞান, অভিজ্ঞতা অথবা দক্ষতা বেশি সেই বিষয়ের উপর আমার কনটেস্ট তৈরি করা উচিত। আর যে বিষয়ের উপর আমি জানিনা অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই সে বিষয়ের উপর ভালো কিছু উপস্থাপন করা আমার পক্ষে সম্ভব না। আমার যে টপিকস এর উপর জ্ঞান নেই সেটি আমি ভালোভাবে সকালের মাঝে উপস্থাপন করতে পারবো না। অতএব আমার কোন বিষয় সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করার জন্য সে বিষয়ের উপর জ্ঞান থাকা অবশ্যক।


প্রশ্ন:১০।ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?


উত্তর:একটি পোস্টে $7 ডলারের ভোট দিলে, আমি পাবো ৫০% অতএব, ৫০% এর অর্ধেক পাবো এসবিডি(SBD)তে বাকি অর্ধেক এসপি(sp)তে পাব। অতএব,(SBD) তে পাব$7÷2=$3.5 (SBD) বা কিউরেশন রেওয়ার্ড। ডলার এর মূল্য $0.50 দেওয়া আছে।তাহলে (sp) তে বা স্টিম পাওয়ারে পাব, =(dollar÷steem price) =($3.5÷0.50) =7 sp এই 7 কে ডলারে কনভার্ট করতে চাইলে 7*0.5=$3.5 USD হিসেবে পাব।একটি পোস্টে $7 ভোট দিলে USD তে পাচ্ছি $3.5।


প্রশ্ন:১১।সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?


উত্তর:সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পেতে সবচেয়ে ভালো হয় যদি আমরা পোস্ট করার ৬ মিনিট বা আরো পরে ভোট দেই।


প্রশ্ন:১২।নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?


উত্তর:নিজে কিউরেশন করার থেকে যদি আমরা @Heroism এ ডেলিগেশন করি তাহলে বেশি আর্ন করতে পারব।


আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে লেভেল ৩ এর লিখিত পরীক্ষা উপরে দিয়েছি। আমি এবিবি স্কুল লেভেল ৩ এর ক্লাস করে যা কিছু অর্জন করেছি তার উপরেই আমি লিখিত পরীক্ষা দিয়েছি। আমি এবিবি স্কুল লেভেল ৩ এর ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছি। আর অনেক কিছুর সম্পর্কে ভালোভাবে জেনেছি। আশা করি এবিবি স্কুল থেকে আরো অনেক কিছু সম্পর্কে আমি শিখতে পারবো জানতে পারবো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে জেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!