লেভেল 04 হতে আমার অর্জন-By@maria47|

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম


আমি@maria47। আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য।এবিবি স্কুলের লেভেল ৪ এর ক্লাস করতে পেরে অনেক খুশি। আর এবিবি স্কুল থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর লেভেল ৪ হতে আমি কি কি অর্জন করলাম সে বিষয়ে আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি।


লেভেল 04 হতে আমার অর্জন:


IMG_20240222_222623.jpg
Device-OPPO-A15


আমি আপনাদের মাঝে নতুন একজন সদস্য নতুন ভাবে কাজ শিখছি।লেভেল ৪ এর ক্লাস করে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং অনেক কিছু শিখেছি। এবিবি স্কুল আমাদের জন্য অনেক উপকারী আমরা যারা নতুন সদস্য আছি তারা এবিবি স্কুলের ক্লাস গুলো করার মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। আমি এবিবি স্কুলের লেভেল ৪ এর ক্লাস করে কি কি শিখলাম সেই বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছি।


প্রশ্ন:১।p2p কি?


উত্তর:p2p মানে হচ্ছে person to person। আমার স্টিমিট ওয়ালেট হতে অন্য একজনের ওয়ালেট এ Steem, SBD, TRX ট্রান্সফার করতে পারব। এককথায় একজনের স্টিমিট ওয়ালেট হতে অন্য একজনের ওয়ালেট Steem, SBD, TRX transfer করাকে p2p বলা হয়।


প্রশ্ন:২।P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


উত্তর:P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করব যেইভাবে তা নিচে লেখা হলো:

১. প্রথমে নিজের Steemit Wallet এ গিয়ে একটিভ কি দিয়ে লগইন করব।
২.এরপর STEEM DOLLARS এর পাশে থাকা ড্রপডাউন মেনুতে ক্লিক করব।ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে সেখান থেকে Transfar অপশনে যাব। এরপর Transfar অপশনে ক্লিক করব।
৩. এরপর নতুন করে আবারো একটি ট্যাব আসবে সেখানে, To,Amount,Memo নামে তিনটি ফাঁকা ঘর আসবে।
৪.To এর ঘরে @level4test একাউন্টটির নাম দিব।
৫.Amount ঘরে 0.001 SBD বসবো।
৬.Memo এর ঘরে SBD পাঠানোর কারণটি লিখব।
এরপর Next বাটনে ক্লিক করব।
৭.এরপর কনফার্ম হওয়ার জন্য আবার একটি ট্যাব আসবে।সেখানে সবকিছু চেক করে নিয়ে Ok বাটনে ক্লিক করে Active কি দিলেই @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড হয়ে যাবে।

IMG_20240222_213318.jpg

IMG_20240222_213408.jpg

Screenshot_2024-02-22-21-19-07-94.jpg

Screenshot_2024-02-22-21-19-23-76.jpg


প্রশ্ন:৩।P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


উত্তর:P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করব যেইভাবে তা নিচে লেখা হলো:

১. প্রথমে নিজের Steemit Wallet এ গিয়ে একটিভ কি দিয়ে লগইন করব।
২.এরপর STEEM এর পাশে থাকা ড্রপডাউন ক্লিক করব। কি করার পর কয়েকটি অপশন আসবে সেখান থেকে Transfar অপশনে যাব। এরপর Transfar অপশনে ক্লিক করব।
৩. এরপর নতুন করে আবারো একটি ট্যাব আসবে সেখানে, To,Amount,Memo নামে তিনটি ফাঁকা ঘর আসবে।
৪.To এর ঘরে @level4test একাউন্টটির নাম দিব।
৫.Amount ঘরে 0.001 Steem বসবো।
৬.Memo এর ঘরে Steem পাঠানোর কারণটি লিখব।
৭.এরপর Next বাটনে ক্লিক করব। এরপর কনফার্ম হওয়ার জন্য আবার একটি ট্যাব আসবে।সেখানে সবকিছু চেক করে নিয়ে Ok বাটনে ক্লিক করে Active কি দিলেই @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড হয়ে যাবে।

IMG_20240222_213655.jpg

IMG_20240222_213725.jpg

Screenshot_2024-02-22-21-25-16-25.jpg

Screenshot_2024-02-22-21-25-27-95.jpg


প্রশ্ন:৪।Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


উত্তর:Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার পদ্ধতি নিচে দেওয়া হলো:

১.প্রথমে নিজের Steemit Wallet এ গিয়ে একটিভ কি দিয়ে লগইন করব।
২. এরপর profile এর ডান পাশে থাকা থ্রি লাইন মেনুতে ক্লিক করব।এরপর অনেক গুলো নতুন ট্যাব আসবে। সেইখানে Currency Market এ ক্লিক করবো।
৩.এরপর SBD কে Steem এ কনভার্ট করার জন্য আমি Buy Steem এ গিয়ে price এর ঘরে price লিখব।
৪.price লেখার সময় sell oder থেকে price সিলেক্ট করব।তাহলে খুব তাড়াতাড়ি Steem Buy করতে পারব।
৫. Total এর ঘরে 0.1 SBD লিখবো।এরপর 0.1 SBD Convert করার পর কত Steem পাবো তা Amount এর ঘরে দেখতে পারবো।
৬.এরপর সবকিছু ভালোভাবে দেখে নিয়ে Buy Steem এ ক্লিক করব।
৭.এরপর কনফার্ম করার জন্য আরো নতুন একটি ট্যাব আসবে।
৮.এরপর ok বাটনে ক্লিক করলেই 0.1 SBD Steem এ Convert হয়ে যাবে।

IMG_20240222_214015.jpg

IMG_20240222_214054.jpg

IMG_20240222_214128.jpg

Screenshot_2024-02-22-21-28-59-38.jpg


প্রশ্ন:৫।Poloniex Exchange site এ একটি Account Create করুন।


উত্তর:Poloniex Exchange site এ একটি Account Create করার জন্য যা করতে হবে তা নিচে লেখা হলো:

১.প্রথমে Polonix এর অফিশিয়াল পেজে যাব।
২. এরপর ডান পাশের Sing up লেখাটিতে ক্লিক করব।
৩. এরপর Email Adress ও Password নামক ফাঁকা ঘর আসবে।
৪.এরপর Email Adress ঘরে আমার Email Adress দিব।
৫. এরপর Password এর ঘরে মজবুত একটি পাসওয়ার্ড দিব।মনে মনে রাখতে হবে পাসওয়ার্ডটি যেন এইট ক্যারেক্টারের হয়।
৬. এরপর কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে পুনরায় আগের পাসওয়ার্ডটি বসাব।
৭. এরপর Referral code আসবে সেখানে কিছু দিতে হবে না।
৮.এরপর captcha verify করব।
৯. এরপর নিচের ঘরটিতে টিক চিহ্ন দিব।
১০.এরপর sing up বাটনে ক্লিক করব।
১১.এরপর Email একটি verify code আসবে সেই কোড ব্যবহার করে ইমেইল ভেরিফাই করে নিব।ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর আমার Polonix Exchange site এ একটি একাউন্ট Creat করা সম্পূর্ণ হবে।


প্রশ্ন:৬।আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।


উত্তর:আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer যেইভাবে করব তা নিচে লেখা হলো:

১. প্রথমে আমার Polonix Account এ গিয়ে Wallet login করব।এরপর Deposit এ ক্লিক করব।
২.এরপর সার্চ অপশনে গিয়ে Steem লিখে সার্চ দিব। এরপর Steem লেখা আসলে সেটির উপর ক্লিক করব।
৩. এরপর Adress আর Memo copy করে নিব।
৪. এরপর আমার steemit ওয়ালেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে নিব। এরপর Steem এর পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। এরপর transfar অপশনে ক্লিক করব।
৫.এরপর নতুন করে আবারো একটি ট্যাব আসবে সেখানে, To,Amount,Memo নামে তিনটি ফাঁকা ঘর আসবে।
৪.To এর ঘরে copy করা Adress টি দিব।
৫.Amount ঘরে নিজের মতো করে Amount বসবো।
৬.Memo এর ঘরে copy করা Memo টি লিখব।
৭.এরপর Next বাটনে ক্লিক করব। এরপর কনফার্ম হওয়ার জন্য আবার একটি ট্যাব আসবে।সেখানে সবকিছু চেক করে নিয়ে Ok বাটনে ক্লিক করে Active কি দিলেই আমার steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer সম্পুর্ন হবে।


প্রশ্ন:৭।আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloneix Exchange site এ TRX Transfer করুন।


উত্তর:আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloneix Exchange site এ TRX Transfer যেইভাবে করব তা নিচে লেখা হলো:

১. প্রথমে নিজের Polonix Wallet এ যাব।এরপর Deposit এ যাব। এরপর সার্চ অপশনে গিয়ে TRX লিখব।TRX লেখা আসলে সেটির উপর ক্লিক করব।
২.এরপর select a network আসবে সেখানে ক্লিক করব।এর নিচে লেখা TRC(20) তে ক্লিক করব।এরপর এইখান থেকে adress copy করব।
৩. প্রথমে নিজের Steemit Wallet এ গিয়ে একটিভ কি দিয়ে লগইন করব।
৪.এরপর TRX এর পাশে থাকা ড্রপডাউন ক্লিক করব। কি করার পর কয়েকটি অপশন আসবে সেখান থেকে Transfar অপশনে যাব। এরপর Transfar অপশনে ক্লিক করব।
৫. এরপর নতুন করে আবারো একটি ট্যাব আসবে সেখানে, To,Amount,Memo নামে তিনটি ফাঁকা ঘর আসবে।
৬.এখানে SWITCH TO TRON ACCOUNT সিলেক্ট করতে হবে।তারপর To এর ঘরটিতে কপি করা address টি দিব।
৭.Amount ঘরে Amount বসবো।
৮.Memo এর ঘরে কিছু না দিলেও হবে।
৯.এরপর Next বাটনে ক্লিক করব। এরপর কনফার্ম হওয়ার জন্য আবার একটি ট্যাব আসবে।সেখানে সবকিছু চেক করে নিয়ে Ok বাটনে ক্লিক করে আমার TRX address এর Private key দিয়ে TRX send করবো।


প্রশ্ন: ৮।Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন।


উত্তর:Poloniex Exchange site এ আমার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করব যেইভাবে তা নিচে লেখা হলো:

১. প্রথমেই নিজের Polonix একাউন্টে যাবো। এরপর
trade এ click করব।এরপর spot এ click করবো।
২. এরপর সার্চ অপশনে গিয়ে TRX লিখবো। এরপর TRX/USDT pair টি Select করবো।
৩. এরপর Sell option আসবে তাতে click করে price এবং Amount লিখব। price লেখার ক্ষেত্রে oder Book থেকে ভালো করে দেখে price নির্ধারণ করবো।
৪. এরপর নিচের দিকে Sell TRX এ click করবো।
৫. এরপর polonix এর Wallet এ গিয়ে দেখবো TRX গুলো USDT তে convert হয়েছে।


আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে লেভল ৪ এর লিখিত পরীক্ষা উপরে দিয়েছি। আমি এবিবি স্কুল লেভেল ৪ এর ক্লাস করে যা কিছু অর্জন করেছি তার উপরেই আমি লিখিত পরীক্ষা দিয়েছি। আমি এবিবি স্কুল লেভেল ৪ এর ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছি। আর অনেক কিছুর সম্পর্কে ভালোভাবে জেনেছি। আশা করি এবিবি স্কুল থেকে আরো অনেক কিছু সম্পর্কে আমি শিখতে পারবো জানতে পারবো।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে জেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মূলত লেভেল ৪ এ ট্রান্সফার সম্পর্কে আসল ধারণা দেওয়া হয় আর আপনি প্রতিটা বিষয় যে সুন্দরভাবে বুঝতে পেরেছেন সেটা কিন্তু পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

লেভেল ৪ এর ক্লাস করে আমি ট্রান্সফার সম্পর্কে অনেক কিছু জেনেছি শিখতে পেরেছি।আমি অনেক খুশি লেভেল ৪ এর ক্লাস করতে পেরে।

একদম ঠিক কথা বলেছেন আপু। এ বি বি স্কুল আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। বিশেষ করে নতুনদের জন্য এটা একটা চমৎকার স্থান যেখানে তারা তাদের জ্ঞানগুলো এবিবি স্কুলের মাধ্যমে আরো বাড়িয়ে নিতে পারে।

পি টুপি সম্পর্কে ধারণা, একাউন্ট এ পিটুপি ট্রান্সফার, স্টিম মার্কেটে গিয়ে এস বি ডি কে স্টিম এ রূপান্তরিত করা সহ আরো অনেক কিছু শিখেছেন।

আমি আশাবাদী আপনার আগামী যাত্রা শুভ হবে। আপনার সফলতা কামনা করছি।

আপনি এবিবি স্কুলের লেভেল ফোরের ক্লাস করেছেন এবং আজকে আপনি লেভেল ফোরের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখাত পরীক্ষা দেখে বুঝতে পারলাম, আপনি খুবই সুন্দর ভাবে লেভেল ফোরের বিষয় গুলো বুঝতে পারছেন। আশা করছি লেভেল ফাইভের ভাইভা পরীক্ষায় খুবই সুন্দর ভাবে পরীক্ষা দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

বিষয়গুলো মোটামুটি ভালই বুঝতে পেরেছেন আপনার পোস্ট দেখে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

আমি অনেক কিছু শিখতে পেরেছি লেভেল ৪ ক্লাস করে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমদের সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য।