DIY-সাদা কাগজ দিয়ে স্টার তৈরি||

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


সাদা কাগজ দিয়ে স্টার তৈরি


IMG_20240624_111221.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। যখন আমরা ভিন্ন ধরনের জিনিস দিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করি তখন নিজেদের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।আজকে আমি সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি আমি যথাসাধ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. কাঁচি।


IMG_20240624_104851_150.jpg
Device-XANON-X20


** সাদা কাগজ দিয়ে স্টার তৈরির ধাপ সমূহ:**


ধাপ-১

IMG_20240624_102847_639.jpgDevice-XANON-X20


প্রথম একটি সাদা কাগজ ও একটি কাঁচি নিব। কাঁচির সাহায্যে সাদা কাগজটি ছোট করে কেটে নিব।


ধাপ-২


IMG_20240624_102900_590.jpg
Device-XANON-X20
IMG_20240624_103024_122.jpg
Device-XANON-X20
IMG_20240624_103030_904.jpg
Device-XANON-X20

IMG_20240624_103409_200.jpg
Device-XANON-X20


এরপর সাদা কাগজটিকে মাঝ বরাবর দুইবার ভাঁজ করে নিব।


ধাপ-৩

IMG_20240624_104202_850.jpg
Device-XANON-X20
IMG_20240624_104222_471.jpg
Device-XANON-X20


এরপর ভাঁজ খুলে উপরের অংশ নিচের দিকে এনে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করব।


ধাপ-৪


IMG_20240624_104228_347.jpg
Device-XANON-X20

IMG_20240624_104317_005.jpg
Device-XANON-X20


এরপর আবারো একইভাবে একটি ভাঁজ করে নিব।


ধাপ-৫


IMG_20240624_104536_186.jpg
Device-XANON-X20
IMG_20240624_104548_539.jpg
Device-XANON-X20


এরপর নিচের বাড়তি অংশ ভাঁজ করে নিব।


ধাপ-৬


IMG_20240624_104556_178.jpg
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-৭


IMG_20240624_104624_161.jpg
Device-XANON-X20


এরপর কাঁচির সাহায্যে কেটে নেওয়া অংশ টুকুর ভাঁজ খুলে নিব।


শেষ ধাপ


IMG_20240624_104937_959.jpg
Device-XANON-X20


সব গুলো ভাঁজ খুলে নিলেই আমার স্টার তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


IMG_20240624_111256.png
Device-XANON-X20


সাদা কাগজ দিয়ে স্টার তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি ডাই সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার করা ডাই টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনি তো সাদা কাগজ দিয়ে খুব সুন্দর স্টার তৈরি করেছেন। আসলে কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে বেশ চমৎকার লাগে। তবে আপনার কাগজের স্টার তৈরী অসাধারণ। আর কাগজের এই স্টার যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। খুব সুন্দর করে সাদা কাগজের স্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

দারুণ সুন্দর ষ্টার বানিয়েছেন আপু।সাদা কাগজের তৈ ষ্টারটি চমৎকার সুন্দর লাগছে।ধাপে ধাপে ষ্টার তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আমি চেষ্টা করেছি আপু সাদা কাগজের মাধ্যমে দারুণ একটি স্টার তৈরি করার জন্য। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

সাদা কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি স্টার এর অরিগামি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

আমি সুন্দরভাবে সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

সাদা কাগজ দিয়ে কিউট একটি স্টার তৈরি করেছেন আপনি।দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।স্টার তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

খুব সুন্দর একটি স্টার তৈরি করেছেন সাদা কাগজ দিয়ে। সাদা কাগজ দিয়ে তৈরি করার কারনে ভীষণ সুন্দর লাগছে। আসলে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে ভীষণ দক্ষতা লাগে। স্টার টি দেখে বোঝা যাচ্ছে ভাঁজ গুলো ভীষণ দক্ষতার সাথে করেছেন। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর তারা বানিয়েছেন। আপনার এই তারা আমার কাছে অনেক ভালো লেগেছে। অল্প সময়ের মধ্যে খুব সহজেই সুন্দর একটি তারা বানিয়ে নিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর তারা আমাদের সাথে শেয়ার করার জন্য।

কাগজ দিয়ে খুব সুন্দর স্টার তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার স্টার তৈরির ধাপগুলো দেখে। কালোর উপর সাদা তারাগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের আকাশের তারা। ধন্যবাদ আপু সুন্দর একটি অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কাগজ দিয়ে তো কত কিছুই সবাই বানায়। আর আপনি বানালেন স্টার। বেশ সুন্দর করে স্টার বানানোর প্রতিটি ধাপ আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। তবে আমি আজ স্টার তৈরি করেছি। আমার তৈরি করা স্টার টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

সাদা কাগজ দিয়ে তৈরি করা স্টার খুবই সুন্দর হয়েছে। বেশ কিছু স্টার একসাথে সাজিয়ে উপস্থাপন করলে দেখতে বেশি ভালো লাগতো। আপনার পোস্ট দেখে আমিও স্টার তৈরি করা শিখে নিলাম আপু।

সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি স্টার তৈরি করছেন আপু। প্রতিটা ডাই পোস্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করা অনেক সুন্দর হয়েছে।ধাপ গুলোও বেশ সুন্দরভাবে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

অনেক সুন্দর সাদা কাগজের একটা স্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই স্টার তৈরি করা দেখি আমি মুগ্ধ হয়েছি। খুব সুন্দর ভাবে আপনি কাজ সম্পন্ন করেছেন এবং স্বাভাবিক অবস্থায় সহজভাবে উপস্থাপন করেছেন। সব মিলে বেশ ভালো লেগেছে আমার।

কাগজের নকশা আমি খুবই পছন্দ করি। আমার খুব ইচ্ছে এ জাতীয় নকশা তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করব। তবে সময় করতে পারিনা আর এদিকে ছেলে খুব চঞ্চল তাই ইচ্ছে থাকলে হয়ে ওঠে না। কারণ কাগজ নিয়ে বসতে দেখলেই সে আগে ছিড়ে দেই। যাইহোক অনেক ভালো লাগলো এত সুন্দর একটি স্টার তৈরি করতে দেখে।

সাদা কাগজ দিয়ে স্টার তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। যদিও এটা তৈরি করতে আমার কাছে ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি আজকে সাদা কাগজ দিয়ে চমৎকার ভাবে স্টার তৈরি করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। অনেক সুন্দর ভাবে তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

সাদা কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি স্টার এর অরিগামি তৈরি করেছেন। তৈরি করা অরিগামিটি দেখতে খুবই সুন্দর লাকছে।অনেক সুন্দর করে স্টার বানানোর প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।