ফটোগ্রাফি- কয়েকটি রেনডম ফটোগ্রাফি||

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আজকে আমি কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কয়েকটি রেনডম ফটোগ্রাফি

IMG_20240611_114820.jpg
Device-XANON-X20
Location


আমার ছবি তুলতে খুবই ভালো লাগে।কোথাও কোনো সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করি।ভালো কোনো কিছু দেখলেই ছবি তুলে রাখি। কোথাও ঘুরতে গেলে যদি ভালো কিছু চোখে পড়ে তখনই সেটা ছবি তুলে রাখি।ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে।কিন্তু আজকে আমি কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আজকে আমি আপনাদের সাথে কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।



IMG_20240611_113703.jpg
Device-XANON-X20
Location


প্রথমত আমি মেঘলা আকাশের ফটোগ্রাফি করেছি। বৃষ্টি আসার আগ মুহূর্তে আমি এই ফটোগ্রাফি করেছিলাম।আমি বৃষ্টি আসার কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়ে একটু বাসার পিছন দিকটাতে গিয়েছিলাম। তখন আমি এই দৃশ্যটি দেখতে পাই। আর এই দৃশ্যটিকে স্মরণীয় করে রাখতে ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি।



IMG_20240611_113919.jpg
Device-XANON-X20
Location


দ্বিতীয় ফটোগ্রাফিটি আমি অনেক গুলো গাছ দিয়ে ঘেরা একটি পুকুর পাড়ের করেছিলাম। এই পুকুর পাড় টি আমাদের বাসার ঠিক পিছনে। এই পুকুরে মাছ চাষ করা হয় সবসময়। পুকুর পাড় টির চারপাশে অনেক গাছপালা দিয়ে পরিপূর্ণ। গাছ গুলো যেন পুকুর টিকে আঁকড়ে ধরে আছে। চারপাশে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছিল। এই পুকুরটি যখন বর্ষা থাকে তখন পরিপূর্ণ হয়। এমনি সময় পুকুর টি শুকনো হয়ে যায়।দুই সময় দুই ধরনের পরিবেশ তৈরি হয়।



IMG_20240611_114127.jpg
Device-XANON-X20
Location


তৃতীয় ফটোগ্রাফিটি আমি ঝড়ের শুরুতে করেছিলাম। ঝড় যখন চারপাশে শুরু হয়ে গেছিল তখনকার দৃশ্য এটি।চারিদিকে শুধু বাতাস আর বাতাস হচ্ছিল। এতটা পরিমাণে বাতাস হচ্ছিল গাছগুলো যেন এদিক সেদিক হেলে পড়ছিল। এই দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লেগেছিল।



IMG_20240611_114332.jpg
Device-XANON-X20
Location


চতুর্থ ফটোগ্রাফিটি আমি যখন বৃষ্টি একদম ভালোভাবে শুরু হয় তখন করেছিলাম। বৃষ্টির আগ মুহূর্তে আমি বাড়ির পিছন দিকে গিয়েছিলাম। বাড়ির পিছন থেকে আমি ছবিগুলো তোলার চেষ্টা করেছিলাম।বৃষ্টি পড়ার অপরূপ সৌন্দর্য দাঁড়িয়ে থেকে উপভোগ করছিলাম।




IMG_20240611_115651.jpg
Device-XANON-X20
Location


পঞ্চম ফটোগ্রাফিটি হচ্ছে শুকনো পাতার সহ একটি বড়ই গাছের। এই গাছ টির বেশির ভাগ পাতা শুকিয়ে গিয়েছিল।পাতা শুকিয়ে যাওয়ার পরেও নুতুন ভাবে নিজেকে সাজিয়ে তুলতে উঠে পড়ে লেগেছে।যা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল।



IMG_20240611_120212.jpg

Device-XANON-X20
Location


ষষ্ঠ ফটোগ্রাফি টি হচ্ছে এক সাথে থাকা অনেক গুলো গাছের ফটোগ্রাফি।যখন অনেক গুলো গাছের সৌন্দর্য একসাথে দেখা যায় তখন খুবই ভালো লাগে।আমার কাছে ভীষণ ভাল লাগে অনেক গুলো গাছের অপরূপ সৌন্দর্য এক সাথে দেখতে। এই ফটোগ্রাফি গুলো আপনার মাঝে ভাগাভাগি করতে পেরে খুবই ভালো লাগছে।ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতির মাঝে থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফির ঝড়-বৃষ্টি দেখে যেন আমার নিজের কাছে হিংসা হচ্ছে। কেননা এই বছরে অনেক এলাকাতে ঝড় বৃষ্টির লক্ষ্য করলাম কিন্তু আমাদের এলাকাতে ঝড়-বৃষ্টি কোনটাই দেখতে পাচ্ছি না।

অপেক্ষা করুন ভাইয়া অব্যশই বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে সবগুলো ফটোগ্রাফি সুন্দরভাবে উপস্থাপন করেছেন তবে বৃষ্টির ফটোগ্রাফি টা দেখে আমার খুব হিংসে হচ্ছে ইস কতদিন বৃষ্টি হয় না। একটু বৃষ্টি হলে আবহাওয়াটার ঠান্ডা হতো।

অপেক্ষার প্রহর অবশ্যই ভালো হয় ভাইয়া।তাই সময়ের জন্য অপেক্ষা করা উচিত।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। বৃষ্টির মুহূর্তটা অসাধারণ ছিল। দেখে যেন ভিজতে ইচ্ছা করছে। এই প্রচন্ড গরমে বৃষ্টির প্রার্থনায় যেন করছিলাম বারবার।

  ·  4 months ago (edited)

আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলা মনে হচ্ছে বৃষ্টির মুহূর্তে তোলা হয়েছে। বৃষ্টির মুহূর্তে সুপারি গাছগুলো যেভাবে দোলেছে দেখতে ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

প্রকৃতির সৌন্দর্য সব সময় আমাকে মুগ্ধ করে। আর প্রকৃতির ফটোগ্রাফি গুলো আরো সুন্দর লাগে। আপনি আজকে বেশ চমৎকার কিছু প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আরে বাহ্ আপু ,আপনি তো দেখছি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিল। ভিন্ন ভিন্ন সময় আপনি এই ফটোগ্রাফি গুলো করেছেন। আমার কাছে তো প্রথম ফটোগ্রাফি টা সবথেকে বেশি ভালো লেগেছে দেখতে। বৃষ্টির সময়েও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। বৃষ্টির সময় টা আমার খুব পছন্দের। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর করে বর্ণনা ও তুলে ধরেছেন দেখে আরো ভালো লাগলো।

রেনডম ফটোগ্রাফি করলে এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে। আর যদি এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যের রেনডম ফটোগ্রাফি করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে দেখতে। সুন্দর সুন্দর গাছপালার ফটোগ্রাফি, বৃষ্টির ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। বৃষ্টির সময় বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আর আপনি ওই সময়টাতে খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। বৃষ্টির ফটোগ্রাফিটা জাস্ট অসাধারণ ছিল।

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি নিখুঁত কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন আমার অনেকটা ভালো লাগছিল। সবগুলো ফটোগ্রাফির পাশাপাশি আপনি সুন্দর বর্ণনাও দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

মেঘলা আকাশ টা দেখে চমৎকার লাগছে কিন্তু আপু। আকাশ যেন নিজের রুপের পসরা সাজিয়ে অপেক্ষা করছে। বৃষ্টির ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন। এ যেন অন‍্যরকম অনিন্দ‍্য সুন্দর একটা মূহূর্ত। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো । ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।