আর্ট-বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং||

in hive-129948 •  24 days ago 

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47।আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।"আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।


বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং:


ei_1730423059915-removebg-preview (1).png
Device-XANON-X20


পেইন্টিং করতে আমার ভীষণ ভালো লাগে।বলতে গেলে একটা নেশায় পরিণত হয়েছে।বিশেষ করে ভিন্ন ধরনের কিছুর উপরে যখন কোনো পেইন্টিং করি তখন খুবই আনন্দ হয়।কোনো কিছু ফেলে না দিয়ে এইভাবে একটু নিজের মতো করে রঙ তুলির ছোঁয়া দিলে সুন্দর ভাবে ঘরে সেটা সাজিয়ে রাখা যায়।এতে ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি পায়।ভিন্ন কিছু করতে আমার ভীষণ ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই আজকের পেইন্টিং টি শেয়ার করেছি।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি পেইন্টিংটি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. জলরং।
২. তুলি।
৩. শ্যাম্পুর বোতল।
৪. ফ্রোম।


IMG_20241031_165036_939.jpg
Device-XANON-X20


বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং করার ধাপ সমূহ:


ধাপ-১

IMG_20241031_165346_303.jpg
Device-XANON-X20
IMG_20241031_165531_225.jpg
Device-XANON-X20
IMG_20241031_165705_774.jpg
Device-XANON-X20

প্রথমে বোতলের উপরের অংশে রঙ করে নেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে।


ধাপ-২

IMG_20241031_165731_951.jpg
Device-XANON-X20
IMG_20241031_170053_064.jpg
Device-XANON-X20


এরপর ফ্রোম এর সাহায্যে সুন্দর ভাবে রঙ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG_20241031_170356_977.jpg
Device-XANON-X20
IMG_20241031_170411_061.jpg
Device-XANON-X20
IMG_20241031_171005_102.jpg
Device-XANON-X20


এরপর নিচের অংশ একই ভাবে রঙ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪


IMG_20241031_171159_464.jpg
Device-XANON-X20

IMG_20241031_171818_147.jpg
Device-XANON-X20


এরপর রঙ তুলির সাহায্যে আরো কিছু অংশ এঁকে নিয়েছি।


ধাপ-৫

IMG_20241031_172047_657.jpg
Device-XANON-X20
IMG_20241031_172317_842.jpg
Device-XANON-X20


ধাপ-৬

IMG_20241031_172608_602.jpg
Device-XANON-X20


এরপর রং তুলি দিয়ে সূর্য অংশ এঁকে নিব।


ধাপ-৭


IMG_20241031_173455_558.jpg
Device-XANON-X20


এরপর আবারও রঙ তুলির সাহায্যে গাছ এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20241101_064554.jpg
Device-XANON-X20


গাছ আঁকা শেষে আমার পেইন্টিং টি সম্পূর্ণ হয়েছে।


উপস্থাপনা:


ei_1730424182348-removebg-preview.png
Device-XANON-X20


বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং টি প্রস্তুত হয়ে গেলে সকলের সামনে উপস্থাপনের জন্য প্রস্তুত করে নিব।কোনো কিছুর উপরে পেইন্টিং করার আনন্দটাই অন্যরকম।আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে গুছিয়ে পেইন্টিং টি তুলে ধরার জন্য।জানিনা কত টুকু পেরেছি।তবে যতটা সম্ভব তুলে ধরেছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনিও দেখছি চমৎকার পেইন্টিং করতে পারেন গোধূলি বেলার পেইন্টিংটা এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যার প্রশংসা না করে পারলাম না। অসাধারণ সুন্দর লাগছে আপু আপনার দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ।

আপনার চমৎকার এই দক্ষতা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চাদের শ্যামপুর বোতলের উপর দারুন আর্ট করেছেন আপনি। আপনার আর্ট করাটা অসাধারণ হয়েছে। সুন্দর দক্ষতা দেখে মুগ্ধ হলাম।

ভাইয়া বানানের ভুল রয়েছে সংশোধন করে নিবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

পেইন্টিং করা যে আপনার নেশা জেনে ভালো লাগলো। বাচ্চাদের শ্যাম্পুর বোতল ফেলে না দিয়ে ভালো করেছেন। চমৎকার একটি পেইন্টিং করেছেন গোধূলি বেলার। কালার কম্বিনেশন মিলিয়ে আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

শ্যম্পুর বোতলে এত সুন্দর করে ছবি আঁকলেন? দারুন চিন্তা করে করেছেন তো। তাছাড়া এই গোধূলি বেলার আর্ট আমরা ক্যানভাসে দেখলেও এত সুন্দর করে শ্যাম্পুর বোতলে কখনো আগে দেখিনি। একটি অসাধারণ আর্ট পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করলেন।

ফেলনা জিনিসগুলোকে এভাবে সুন্দর করে সাজাতে পারলে আসলেই ভালো লাগে দেখতে। বাচ্চাদের পুরাতন শ্যাম্পুর বোতলে খুব সুন্দর ভাবে আপনি গোধূলি বেলার পেইন্টিং করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্টটা দেখে। এত চমৎকার একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

গোধূলি বেলার পেইন্টিং তুমি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে এই পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

শ্যাম্পুর বোতলের উপর পেইন্টিং করার আইডিয়াটা অনেক বেশি সুন্দর লেগেছে। গোধূলি বেলার একটা সৌন্দর্যকে আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। রং তুলির সাহায্যে খুব সুন্দর করে পেইন্টিং টি করেছেন আপনি। প্রতিনিয়ত এভাবে চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর পেইন্টিং করতে পারবেন আপনি।

বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং কবি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো আপনি খুবই দক্ষতার সাথে এই পেইন্টিংটি করেছেন, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

আরে বাহ্, আপনি তো দেখছি বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে সুন্দর দেখতে একটা পেইন্টিং করে নিয়েছেন। পুরো দৃশ্যটা আপনি বোতলের মধ্যে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশনটাও ছিল অনেক বেশি সুন্দর। এটি শোপিস হিসেবে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে।

বাহ আপু আপনি তো দেখতেছি চমৎকার একটি পেইন্টিং করেছেন।গোধূলি বেলার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময় লাগে। ধন্যবাদ এত সুন্দর গোধূলি বেলার পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসাধারণ আইডিয়া আপু। শ্যাম্পুর বোতলের উপর দারুন একটি পেইন্টিং করেছেন। পেইন্টিং করা আপনার নেশা জেনে ভালো লাগলো। পেইন্টিং দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশন বেশ দারুন ছিলো।বিস্তারিতভাবে আমাদের সাথে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ সুন্দর তো। এটাই একটা নতুনত্ব ছিল। শ‍্যাম্পুর বোতলে পেইন্টিং টা দারুণ করেছেন আপনি। খুবই চমৎকার লাগছে পেইন্টিং টা। চমৎকার উপস্থাপন করেছেন । সবমিলিয়ে দারুণ ছিল পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

প্রথমেই বলবো আইডিয়াটা কিন্তু জোস হয়েছে আপু। বাচ্চাদের শ্যামপুর বোতলের উপর চমৎকার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

ঠিক বলেছেন আপু কোন কিছু ফেলে না দিয়ে ,রঙ তুলির ছোঁয়া দিলে সুন্দর ভাবে ঘরে সেটা সাজিয়ে রাখা যায়। আজকের পেইন্টিংটা আমার কাছে আসলেই অনেক সুন্দর লেগেছে আপু। ধন্যবাদ এতো সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে পরিত্যক্ত জিনিসে যদি হালকা কাজ করে ঘরে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তুু ঘরের শোভা অনেক অংশেই বৃদ্ধি পায়। তাছাড়া আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশনটা কিন্তুু অনেক সুন্দর ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর বাচ্চাদের শ্যাম্পুর বোতলের উপরে গোধূলি বেলার পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

খুবই সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি পেইন্টিং দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই শ্যাম্পুর বোতলের উপরে এত অসাধারণ একটি পেইন্টিং ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এই ফটোগ্রাফি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে একের পর এক শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আপনার ক্রিয়েটিভিটি দেখে প্রশংসা না করে থাকতে পারছেন আপু। শ্যমপুর বোতলের উপরে এত সুন্দর একটি আর্ট তৈরি করেছেন দেখে মনটা ভরে গেল। আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন তা আপনার আর্টের কারণ দেখে বোঝা যাচ্ছে