DIY-কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি||

in hive-129948 •  20 days ago 

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমি ভালো থাকতে চাইলেও মেয়ের অসুস্থতার কারণে ভালো থাকতে পারছি না।গতকাল থেকে আমার মেয়ের ভীষণ জ্বর এসেছে।বাচ্চা অসুস্থ হলে কেমন লাগে সকলেই সেটা জানেন। যাই হোক আমার তরফ থেকে আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারাক সকলকে।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে বা কোন ভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি

ei_1718563641762-removebg-preview.png
Device-XANON-X20


ভিন্ন কিছু করতে সকলেরই ভালো লাগে। ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়। আজকে আমি ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করেছি। আজ আমি কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছিল শুভেচ্ছা কার্ড টি তৈরি করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. আঠা।
৩. কাঁচি।
৪. সাদা কাগজ।
৫.সাইন পেন।
৬. পেন্সিল।


IMG_20240616_140625_415.jpg
Device-XANON-X20


কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240616_140651_972.jpg
Device-XANON-X20

IMG_20240616_140732_463.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন কাগজ নিব।এরপর সেটি কাঁচির সাহায্যে কেটে নিব।


ধাপ-২


IMG_20240616_140742_795.jpg
Device-XANON-X20

IMG_20240616_140752_002.jpg
Device-XANON-X20


এরপর কাগজটি কে ভাঁজ করে পেন্সিল দিয়ে এঁকে নিব।


ধাপ-৩


IMG_20240616_140816_095.jpg
Device-XANON-X20
IMG_20240616_141008_874.jpg
Device-XANON-X20

IMG_20240616_141031_597.jpg
Device-XANON-X20


এরপর পেন্সিলের দাগ বরাবর কেটে নিব।এরপর সব গুলো কে আলাদা করে নিব।


ধাপ-৪


IMG_20240616_141046_479.jpg
Device-XANON-X20


এরপর একটি কাঠির সাহায্যে পেঁচিয়ে গোলাপি তৈরি করে নিব।এইভাবে সব গুলো গোলাপ ফুল তৈরি করে নিব।


ধাপ-৫


Device-XANON-X20

IMG_20240616_141647_861.jpg
Device-XANON-X20

IMG_20240616_142014_691.jpg
Device-XANON-X20


এরপর সেই গোলাপ ফুল গুলোকে আঠার সাহায্যে সাদা কাগজের উপর লাগিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240616_142130_278.jpg
Device-XANON-X20

IMG_20240616_142245_814.jpg
Device-XANON-X20


এরপর আরেকটি কাগজ নিয়ে ভাঁজ করে কাঁচির সাহায্যে কেটে পাতা তৈরি করে নিব।এরপর আঠার সাহায্যে গোলাপের সাথে লাগিয়ে নিব।


ধাপ-৭


IMG_20240616_142634_219.jpg
Device-XANON-X20

IMG_20240616_142916_026.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে রঙিন কাগজ টি সাদা কাগজের উপরে বসিয়ে নিব।


শেষ ধাপ


IMG_20240616_143006_513.jpg
Device-XANON-X20

IMG_20240616_144138_249.jpg
Device-XANON-X20

IMG_20240616_144606_218.jpg
Device-XANON-X20

IMG_20240616_144915_412.jpg
Device-XANON-X20


এরপর সাইন পেনের সাহায্যে অক্ষর ও ডিজাইন করে নিলেই আমার উইশ কার্ড টি সম্পূর্ণ হয়ে যাবে।


উপস্থাপনা:


ei_1718563693117-removebg-preview.png
Device-XANON-X20


কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড টি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি। এই ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালই লাগে। কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে সকলের মাঝে তুলে ধরতে পেরে। আশা করি আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড টি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এভাবে ঈদ কার্ড তৈরি করার আমার ইচ্ছা জাগলো। তাই ধাপগুলো দেখে ভালোভাবে শিখে নিলাম।

ঈদ মোবারক আপু। ঈদুল আযহা উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি এই কার্ডটা দেখে। বিশেষ করে চারপাশের ফুলগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য।

আমার কার্ড টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

প্রথমেই জানাই আপনাকে ঈদ মোবার। ঠিক বলেছেন আপু বাচ্চা অসুস্থ হলে মায়েরা ভালো থাকতে পারে না একদমই। আপনি মেয়ের অসুস্থতার মাঝেও আমাদের জন্য চমৎকার সুন্দর করে ঈদের শুভেচ্ছা কার্ড বানিয়েছেন এবং বানানো পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর শুভেচ্ছা কার্ড টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ঈদ মোবারক আপু। আপনি দেখছি পবিত্র ঈদুল আজহা‌ উপলক্ষে খুবই সুন্দর করে কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনি একটি সুন্দর কার্ড তৈরি করার মাধ্যমে কমিউনিটির সকল মেম্বারদের কে শুভেচ্ছা জানিয়েছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আর আপনার তৈরি করা ঈদের শুভেচ্ছা কার্ড টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

আপনাকেও ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু। আপনার ঈদ অনেক সুন্দর ও চমৎকার কাটুক এই প্রত্যাশা করছি। আজকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

প্রথমে আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি কার্ড তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার শুভেচ্ছা জানানোর পদ্ধতি দেখে ধন্যবাদ।

ঈদ মোবারক আপু। আপনি তো দেখছি দারুন একটি ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার কাছে কিন্তু আপনার তৈরি করা ঈদ কার্ডটি ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি কার্ডটি তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি চেষ্টা করেছি আপু শুভেচ্ছা কার্ড টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার মেয়ের অসুস্থতার কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো। এই ধরনের পরিস্থিতিতে ভালো থাকাও কঠিন। আপনি অনেক সুন্দর করে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা শুভেচ্ছা কার্ড অনেক সুন্দর হয়েছে। এই ধরনের শুভেচ্ছা কার্ড তৈরি করে কাউকে উপহার দিলে সে অনেক খুশি হয়ে যাবে।

ঈদ মোবারক আপু‌। কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন বেশ দুর্দান্ত হইছে। আপনার ঈদের শুভেচ্ছা কার্ড দেখে খুব ভালো লাগলো। ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে‌। বিশেষ করে কাগজের ফুল দেওয়াতে দেখতে বেশ সুন্দর লাগছে । এতো চমৎকার পোস্ট আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

বাহ চমৎকার খুবই সুন্দর লাগছে আপু। কাগজ দিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড টা বেশ সুন্দর তৈরি করেছেন । খুবই সুন্দর লাগছে দেখে। পাশাপাশি প্রতিটা ধাপ আপনি খুবই চমৎকার উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।

আপু প্রথমে আপনার মেয়ের জন্য দোয়া রইল। আপনার মেয়ের মত আমার মেয়েরও গায়ে অতিরিক্ত জ্বর। হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। আপনি রঙিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে খুব সুন্দর ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। তবে আপনার ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ঈদের শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঈদের শুভেচ্ছা কার্ডটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। সত্যি বলতে কার্ডটি দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। ছোটবেলায় ঈদের শুভেচ্ছা কার্ড কিনে বন্ধুদেরকে গিফট করতাম। আপনি তো দেখছি খুব ভালো ডাই বানাতে পারেন। যাইহোক এতো সুন্দর ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।