প্রতিযোগিতা-ককশিটের উপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি||

in hive-129948 •  6 months ago 

আসসালামু আলাইকুম


আমি@maria47 । আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন ভেরিফাইড মেম্বার।এই জন্য আমি খুবই গর্বিত।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় ককশিটের উপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি করে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটুকু তুলে ধরতে পেরেছি তবে যতটা সম্ভব চেষ্টা করেছি। পুরা ৬ ঘন্টা ধরে আমি এই ডাই টি তৈরি করেছি। ডাই টি তৈরি করতে যতটা কষ্ট হয়েছিল তার থেকে বেশি তৈরি করার পর আনন্দ হয়েছিল। আশা করি সকলের ভালো লাগবে।


ককশিটের উপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি


IMG_20240609_202927.jpg
Device-OPPO-A15


আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি হয়েছি।আজকে আমি আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি করতে পেরে খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এমন একটি ডাই সকলের মাঝে তুলে ধরতে পেরে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে।আমি যথা সাধ্য চেষ্টা করেছি ডাই টি উপস্থাপন করার জন্য। চলুন এবার নিচে দেখে নেয়া যাক কিভাবে ডাই টি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ককশিট।
২. মোটা কাগজ।
৩. চুমকি।
৪. পুঁথি।
৫.জল রং।
৬.তুলি।
৭.বিভিন্ন রংয়ের সাইন পেন।
৮. কাঁচি।
৯. ছুরি।
১০. গ্লু।
১১.আঠা।
১২.পেন্সিল।
১৩. রঙিন কাগজ।
১৪সাদা কাগজ।


IMG_20240609_113741_263.jpg
Device-OPPO-A15

IMG_20240609_113753_322.jpg
Device-OPPO-A15

IMG_20240609_115421_154.jpg
Device-OPPO-A15


ককশিটের ওপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি করার ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240609_121543_228.jpg

IMG_20240609_120513_456.jpg
Device-OPPO-A15

Device-OPPO-A15


প্রথমে পেন্সিলের সাহায্যে ককশিটের উপরে দাগ টেনে নিব। এরপর সাদা ও কালো কাগজ কেটে নিব।


ধাপ-২


IMG_20240609_121732_889.jpg
Device-OPPO-A15

IMG_20240609_133557_064.jpg
Device-OPPO-A15


এরপর বিভিন্ন রং এর সাইন পেন, পুঁথি,চুমকি ও আঠা নিব।এরপর দুই রঙের কাগজের ভিতরে নকশা তৈরি করে নিব।


ধাপ-৩

IMG_20240609_141411_065.jpg
Device-OPPO-A15


এরপর সেটিকে মোটা কাগজের উপর বসিয়ে চারপাশে পুঁথি লাগিয়ে নিব। এরপর রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করে বসিয়ে দিব।


ধাপ-৪


IMG_20240609_151004_485.jpg
Device-OPPO-A15


গ্লু এর সাহায্যে পুঁথি লাগানোর সময় আমার কালো রঙ্গের কাগজটির নকশা নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য আমি অন্য রঙ্গের একটি কাগজ কেটে সেইখানে আঠার সাহায্যে বসিয়ে দিয়েছিলাম। এরপর উপরের অংশে আবারো কয়েকটি ফুল বানিয়ে বসিয়ে দিব।এরপর জলরঙের সাহায্যে ডালপালা এঁকে নিব।


ধাপ-৫


IMG_20240609_152134_337.jpg
Device-OPPO-A15


এরপর সবুজ রঙের কাগজ দিয়ে পাতা তৈরি করে নিব।


ধাপ-৬


IMG_20240609_152731_781.jpg
Device-OPPO-A15


এরপর সেটিকে আঠার সাহায্যে ফুলের পাশে বসিয়ে দিব। এইভাবে সবগুলো পাতা ফুলের পাশে বসিয়ে দিব।


ধাপ-৭


IMG_20240609_153935_277.jpg
Device-OPPO-A15

IMG_20240609_154329_523.jpg
Device-OPPO-A15

IMG_20240609_154338_102.jpg
Device-OPPO-A15


এরপর নীল রঙের একটি কাগজ পেন্সিলের সাহায্যে দাগ কেটে নিব। এরপর সেটি কাঁচির সাহায্যে কেটে নিব। এরপর আঠার সাহায্যে বসিয়ে দিব।


ধাপ-৮


IMG_20240609_160328_196.jpg
Device-OPPO-A15

IMG_20240609_161140_406.jpg
Device-OPPO-A15

IMG_20240609_162508_492.jpg
Device-OPPO-A15


এরপর একটি কালো রঙের কাগজ কেটে ফুলের তোড়ার মত করে ভাঁজ করে নিব। এরপর সেটিকে আঠার সাহায্যে বসিয়ে দিব। এরপর বিভিন্ন রং এর কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করে তোড়ার ভিতরে বসিয়ে দিব।


ধাপ-৯


IMG_20240609_163039_891.jpg
Device-OPPO-A15

IMG_20240609_165907_899.jpg
Device-OPPO-A15

IMG_20240609_174407_162.jpg
Device-OPPO-A15

এরপর আঠার সাহায্যে চুমকি গুলো বসিয়ে নিব। একে একে সবগুলো চুমকি ফাঁকা জায়গা গুলোর উপর বসিয়ে ফাঁকা জায়গা ভরাট করে নিব।


ধাপ-১০


IMG_20240609_174418_613.jpg
Device-OPPO-A15

IMG_20240609_175819_618.jpg
Device-OPPO-A15

IMG_20240609_181459_922.jpg
Device-OPPO-A15

এরপর কাগজ দিয়ে তৈরি ফুলের তোড়ার উপর পুঁথি বসিয়ে নিব।এরপর সাইন পেনের মাধ্যমে নীল কাগজ গুলোর উপর নকশা তৈরি করে নিব।


শেষ ধাপ


IMG_20240609_182529_009.jpg
Device-OPPO-A15

IMG_20240609_190447_370.jpg

Device-OPPO-A15


এরপর জল রঙ ও তুলির সাহায্যে চুমকি গুলোর উপর রং করে নিব।তাহলে ককশিটের ওপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


IMG_20240609_222522.png
Device-OPPO-A15


আমার ককশিটের উপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেক তৈরি হয়ে গেলে উপস্থাপন করার জন্য প্রস্তুত করে নিব।এই ধরনের ডাই তৈরি করতে অনেকটা সময় ও ধৈর্যের প্রয়োজন। কতটা উপস্থাপন করতে পেয়েছি তা জানি না তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এজন্য আমি খুব আনন্দিত।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার তৈরি করা পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে পুঁথিগুলো বসিয়ে ওপরে ডিজাইনগুলো করেছেন দেখে ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

ককশিটের উপর আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি ডাই পোস্ট করেছেন। দেখে বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই কাজ। খুব সুন্দরভাবে উইশ করেছেন আমার বাংলা ব্লগকে। অনেক ভালো লেগেছে আপনার এই পোস্ট দেখে।

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আসলে আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আপনি এত সুন্দর একটা ডাই পোস্ট তৈরি করেছেন। আসলে প্রথম দেখাতে আমি সত্যি কারের একটি কেক ভেবে নিয়েছিলাম। যদিও খুব সুন্দরভাবে আপনি ককশিট এর উপর আমার বাংলা ব্লগের জন্মদিনের কেকটি তৈরি করেছেন। এই কেক তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

আরে বাহ্ অনেক সুন্দর করে ককশিটের উপর বাংলা ব্লগের কেক তৈরি করে নিলেন। তৃতীয় বর্ষপূর্তির এই কেকটা দেখে তো অনেক ভালো লেগেছে। বাস্তবে একটা কেক তৈরি করে আমাদেরকে দাওয়াত দিতেন তাহলে একসাথে কেক কাটতাম। কেকের উপরের এই ডেকোরেশনটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তিতে বাংলা ব্লগ কে দারুন ভাবে উইশ করেছেন, এটা দেখে তো ভালো লেগেছে অনেক বেশি। আপনার হাতের এই কাজটা দুর্দান্ত হয়েছে আপু।

আমার ডাই টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।