রেসিপি-চিকেন ফিঙ্গার রেসিপি||

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে চিকেন ফিঙ্গার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।


চিকেন ফিঙ্গার রেসিপি


ei_1718714384629-removebg-preview.png
Device-XANON-X20


চিকেন খেতে কম বেশি সকলেই ভালোবাসে।আমার ও চিকেন খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ছোট বাচ্চারা চিকেন খেতে খুবই পছন্দ করে।তাদের চিকেন হলে অন্য কোন কিছু প্রয়োজন পড়ে না। যেভাবে তাদের চিকেন রান্না করে দেওয়া হোক তারা খুবই মজা করে খায়। আজ আমি চিকেন ফিঙ্গার রেসিপি তৈরি করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
চিকেনপরিমাণ মতো
ময়দা১/২ কাপ
কর্নফ্লাওয়ার১/২ কাপ
ভিনেগার১ টেবিল চামচ
সোয়া সস১/২ টেবিল চামচ
হলুদের গুঁড়া১/২ টেবিল চামচ
মরিচের গুঁড়া১/২ টেবিল চামচ
লবণপরিমাণ মতো


IMG_20240618_174216.jpg
Device-XANON-X20
IMG_20240618_174222.jpg
Device-XANON-X20

IMG_20240618_174231.jpg
Device-XANON-X20


চিকেন ফিঙ্গার রেসিপি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240618_174244.jpg
Device-XANON-X20

IMG_20240618_181603.jpg
Device-XANON-X20


প্রথমে চিকেন গুলোকে লম্বা ভাবে কেটে নিব।


ধাপ-২


IMG_20240610_174928_179.jpg
Device-XANON-X20
IMG_20240618_174254.jpg
Device-XANON-X20

IMG_20240618_174303.jpg
Device-XANON-X20


এরপর কেটে নেওয়া চিকেনের মধ্যে ভিনেগার,সোয়া সস,ময়দা, হলুদের গুঁড়া লবণ, মরিচের গুঁড়া দিব।


ধাপ-৩


IMG_20240618_174311.jpg
Device-XANON-X20

IMG_20240618_174316.jpg
Device-XANON-X20


এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিব।


ধাপ-৪


IMG_20240618_174323.jpg
Device-XANON-X20

IMG_20240618_174339.jpg
Device-XANON-X20


এরপর সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে মিশিয়ে নিব।


ধাপ-৫


IMG_20240618_174343.jpg
Device-XANON-X20


এরপর মাখিয়ে নেয়া চিকেনের টুকরো গুলোকে একটি প্লেটের মধ্যে আলাদা আলাদা করে উঠিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240618_174348.jpg
Device-XANON-X20
IMG_20240618_174352.jpg
Device-XANON-X20

IMG_20240618_174356.jpg
Device-XANON-X20


এরপর একটি কড়াই গরম করে কড়াইতে তেল ঢেলে নিয়ে তেল গরম করে নিব। এরপর চিকেনগুলোকে ছেড়ে দিব।


ধাপ-৭


IMG_20240618_174359.jpg
Device-XANON-X20


এরপর চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেঁজে নিব।


শেষ ধাপ


IMG_20240618_174405.jpg
Device-XANON-X20

IMG_20240618_174411.jpg
Device-XANON-X20


এরপর যখন দুই পাশ ভাজা হয়ে যাবে তখন একটি প্লেটে উঠিয়ে নিব।


উপস্থাপনা:


ei_1718714193784-removebg-preview (1).png
Device-XANON-X20


চিকেন ফিঙ্গার রেসিপি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে চিকেন ফিঙ্গার রেসিপি তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে। চিকেন ফিঙ্গার রেসিপি খেতে আমার ভীষণ পছন্দ করি।এই চিকেন ফিঙ্গার এর রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিকেন ফিঙ্গার আমারও বেশ পছন্দ । আর বাচ্চারাতো চিকেন পেলে আর কিছুই চায় না। বেশ মজা করে খায়। আর আপনার বানানোর চিকেন ফিঙ্গার পেলেতো কথাই নেই। বিকালের নাস্তায় পারফেক্ট একটি রেসিপি। ধন্যবাদ চিকেন ফিঙ্গার তৈরির রেসিপি শেয়ার করার জন্য।

চিকেন ফিঙ্গার দেখে লোভনীয় লাগছে আপু। খেতে মনে হয় অনেক মজাদার হয়েছে। আর সব গুলো উপকরণ দারুণ ভাবে তুলে ধরেছেন। দেখেই মনে হচ্ছে খেতে মুচমুচে ছিলও চিকেন ফিঙ্গার।অনেক অনেক ধন্যবাদ আপু।

জ্বি আপু খেতে অনেক মজাদার হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

চিকেন ফিঙ্গার বেশ সুন্দর লাগছে দেখতে। আপনার রেসিপিটি অনেক সুস্বাদু তা রেসিপি পদ্ধতি দেখেই বুঝতে পারছি। ধাপে ধাপে চিকেন
ফিঙ্গার রেসিপিটি চমৎকার ভাবে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু এই রেসিপিটি খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। খুবই মজা করে আমরা সকলে মিলে খেয়েছিলাম।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

ফিশ ফিঙ্গার বানানো যায় আপনি দেখছি চিকেন ফিঙ্গার বানিয়েছেন। দেখে বেশ লোভনীয় লাগছে এবং এটি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার হবে। অসংখ্য ধন্যবাদ আপু চিকেন ফিঙ্গারের রেসিপি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু ঠিক বলেছেন এই খাবারটি বাচ্চাদের ভীষণ পছন্দের।বাচ্চারা এরকম খাবার খেতে খুবই ভালোবাসে। আমার মেয়েও এই খাবারটি খেতে খুবই পছন্দ করে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

চিকেন ফিঙ্গার রেসিপি দেখে তো বেশ লোভনীয় লাগছে। এভাবে বাসায় কখনো চিকেন ফিঙ্গার রেসিপি তৈরি করা হয়নি। খুবই ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। সুন্দরভাবে পুরো রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

চিকেন ফিঙ্গার রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে। খেতে ও তেমন সুস্বাদু হয়েছিল। যদি কখনো এই রেসিপিটি বাসায় তৈরি করে না খান তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

চিকেন ফিঙ্গার এটা খেতে বেশ দারুন লাগে। আমি এর আগে খেয়েছি। বেশ দারুন খেতে। আজকে আপনি অত্যন্ত সুন্দরভাবে এই রেসিপিটি তুলে ধরেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

চিকেন ফিঙ্গার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। মজাদার এই রেসিপি আপনি ধাপে ধাপে শেয়ার করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ইউনিট লেগেছে। দেখে তাই শিখে নিলাম।

আমার করা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন চিকেন ফিঙ্গার রেসিপি। আসলে চিকেন ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, এগুলো সন্ধ্যায় বা বিকেলে খেতে খুব ভালো লাগে। ফিস কারোর ভালো না লাগলেও চিকেন ভালো লাগে না এমন মানুষ খুব কমই দেখা যায়। আমার তো চিকেন ফিঙ্গার খেতে খুব মজা লাগে আমি বাসায় দুই একবার তৈরি করেছিলাম চিকেন ফিঙ্গার। আপনার রেসিপিটি ইউনিক এবং খুব সহজেই বানানো যাবে। খুব সুন্দর ভাবে রেসিপির ধাপগুলো উপস্থাপনা করেছেন। আপনার রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চিকেন ফিঙ্গার রেসিপি টা দেখেই তো লোভ লাগছে।খেতে নিশ্চয় অনেক মজা হয়েছিলো।খুব সুন্দর করে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনি আজকে মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। চিকেন ফিঙ্গার দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছিলো। রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ তৈরির প্রত্যেকটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করার জন্য।

চিকেন ফিঙ্গার আমার বাচ্চারা খুবই পছন্দ করে আপু। আমিও প্রায় সময় তৈরি করে থাকি। এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে করতে। আপনার আজকের শেয়ার করা চিকেন ফিঙ্গার ফ্রাই দেখে তো আমার লোভ লেগে গেলো। অসংখ্য ধন্যবাদ আপু।

ছোট বড় সবাই চিকেন খেতে খুব পছন্দ করে। আর আজকে আপনি খুব সুন্দর করে চিকেন ফিঙ্গার রেসিপি করেছেন। তবে চিকেন ফিঙ্গার রেসিপি খাওয়ার মজাই আলাদা। খুব সুন্দর করে চিকেন ফিঙ্গার মজার রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এত মজার রেসিপি শেয়ার করার জন্য আমাদের মাঝে।

বেশ চমৎকার একটি রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন। চিকেন ফিঙ্গার রেসিপি তৈরি অনেকটা সহজ। এটি আমার খুব পছন্দের একটি রেসিপি। আপনার রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।