দেওয়ালের পিছনে একটি গাছের চিত্র অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর্ট করতে আমার খুব ভালো লাগে তাই আজকে আমি এই প্রথমবার আপনাদের সাথে আমার একটি আর্ট শেয়ার করলাম। আজকে আমি আর্ট করেছি দেওয়ালের পিছনে একটি গাছের চিত্রাংকন। আশা করছি আমার আর্টি আপনাদের সবার কাছে ভালো লাগবে।আপনাদের সবার সাপোর্ট পেলে সামনে আমি আরো ভালো ভালো আর্ট আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের আর্ট এর প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20211215_184002_506.jpg

প্রয়োজনীয় জিনিসপত্র।

  • খাতা
  • পেন্সিল
  • মার্কার
  • লাল রং
  • কম্পাস
  • রাবার
  • স্কেল

IMG_20211215_192640_93.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি কম্পাস দিয়ে একটি গোলাকার বৃত্ত অংকন করি একটু নিচে স্কেল দিয়ে একটি সোজা দাগ টানি।
    IMG_20211215_105702_992.jpg

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি মার্কার দিয়ে একটি গাছ আর্ট করি এরপর মার্কার দিয়ে পুরো গাছটিকে কালো করে ফেলি।
    IMG_20211215_121725_147.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি গাছটির ছোট ছোট ডালপালা অঙ্কন করি।

IMG_20211215_123511_903.jpg

চতুর্থ ধাপ

  • এরপর আমি পেন্সিল এবং স্কেলের সাহায্যে দেওয়াল টি অঙ্কন করি।
    IMG_20211215_124149_262.jpg

পঞ্চম ধাপ

  • এরপর আমি পেন্সিল দিয়ে দেওয়াল টিকে হালকা করে আঁকি যেন দেখে মনে হয় এটি একটি দেওয়াল।

IMG_20211215_124524_992.jpg

শেষ ধাপ

এরপর আমি গাছটিতে সাতটি LOVE ❤️ অংকন করে যেন দেখে মনে হয় এগুলো গাছের মধ্যে ঝুলে রয়েছে।

IMG_20211215_184002_506.jpg

IMG_20211215_203709_325.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার আজকের পোস্ট আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে।

ধন্যবাদ সবাইকে।
@maruff

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে আপনার চিত্র অংকন টি খুবই ভালো লেগেছে। খুবই ইউনিক একটি চিত্র অংকন হইছে। দেয়ালের পিছনে একটি গাছের চিত্র সেটা কিন্তু দেখতে আসলেই খুবই সুন্দর লাগছে। আর বিশেষ করে আপনার অংকটা সেটা কিন্তু খুবই নিখুঁতভাবে আপনি করেছেন এজন্য দেখতে অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

ওয়াও আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন। দেয়ালের পিছনে গাছটি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুব ধৈর্য সহকারে নিখুঁত করে আপনার আর্টি ফুটিয়ে তুলেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য।

দারুণভাবে দেয়ালের পিছনে একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন ভাইয়া প্রতিটি ধাপ খুব সুন্দর করে একেছেন এবং নিখুঁত ভাবে বর্ণনা করেছেন. আপনার জন্য শুভকামনা রইল