প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান সৃষ্টিকর্তার অশেষ করুণায় সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি । রঙিন কাগজের ফুল ভাললাগে এই কারণে অনেকগুলা ফুল তৈরি করে ফেলেছি । কিন্তু সমস্যা বেধেছে রাখার যায়গা নিয়ে । এত গুলো ফুল রাখি কোথায় । একবার ভাবলাম বাজার থেকে কিনে আনি পরক্ষণেই মনে হলো নিজে তৈরি করাটা তো এর চেয়ে ভাল লাগবে তাই শুরু করেদিলাম সিম্পল ভাবে একটা ফুলদানি তৈরির কাজ । তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আমার আজকের তৈরি
"রঙিন কাগজের ফুলদানি "।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ
- রঙিন কাগজ
- স্কেল
- কাঁচি
- আঠা
- কার্টুন বোর্ড
প্রথমে আমি ২০ সেমি * ৩০ সেমি আকারের সবুজ রঙের কাগজ নিলাম । এবার একপাশে ২০ সেমি রেখে অপর পাশে ৮ সেমি বরাবর কেটে নিলাম । চিত্র অনুরুপ ।
এবার চিত্র অনুরুপ এদিক ওদিক ভাজ দিয়ে নেব ।
|
এখন চিত্র অনুরুপ ভাবে একপাশে ভাজ দিয়ে মাঝে আঠা দিয়ে আটকিয়ে দিলাম ।
এবার কার্টুন বোর্ডটি ১০ সেমি ব্যাসে গোলাকার করে কেটে নিলাম ।
এরপর ২০ সেমি * ৩০ সেমি আকারের নিলাম রঙের কাগজ নিলাম । এবং এটাকেও একপাশে ২০ সেমি রেখে অপর পাশে ৮ সেমি বরাবর কেটে নিলাম । ।
হলুদ রঙের কাগজ ২সেমি প্রস্থ রেখে লম্বা করে কেটে নিলাম । নীল কাগজটির দুই পাশ দিয়ে চিত্র অনুরুপ ভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
|
এখন নীল কাগজের প্রশস্ত প্রান্ত দিয়ে গোলাকার কেটে রাখা কার্টুন বোর্ডের পাশদিয়ে জড়িয়ে দিলাম ।
সবুজ রঙের অংশটি চিত্র অনুরুপ ভাবে ফুলদানির সাথে আঠা দিয়ে আটকিয়ে দিলাম ।
এখন আমি একটি ফুল বানিয়ে নেব । একারণে গোলাপি রঙের কাগজ ৮ * ৮ বর্গসেমি আকারে কেটে নিলাম ।
নিম্নে চিত্র দেখানো অনুযায়ী ভাজ দিয়ে নিলাম ।
চার টুকরা কাগজ একই মাপে কেটে নিলাম ।
এখন আমি কাগজ গুলো ১থেকে ৬টি পাপড়ি পর্যন্ত বিন্যাস্ত করে নিলাম । প্রতিটির শেষ প্রান্ত প্রথম প্রান্তের সাথে জুড়ে দিলাম ।
এবার একটুকরা সবুজ কাগজ নিয়ে একই সাথে তিনপাতা আকৃতিতে কেটে নিলাম।
সবুজ পাতাটি ফুলদানির সাথে চিত্র অনুরুপ ভাবে আঠা দিয়ে আটকিয়ে দেব ।
এখন প্রথমে ছয়টি পাপড়িগুচ্ছটি আঠা দিয়ে আটকিয়ে দিলাম । চিত্র অনুরুপ ভাবে।
এরপর যথাক্রমে ৫থেকে ১ পর্যন্ত পাপড়ি গুলো আটকিয়ে দিলাম
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
রঙিন কাগজের ফুলদানিটি দেখতে দারুন লাগছে। আপনি খুবই নিখুঁত করে রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করেছেন। আর এই ফুলদানিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কিভাবে ফুলদানি তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া ।অনেক ফুলের ভীড়ে তৈরি একমাত্র ফুলদানি । বেশ ভালই লেগেছে আমার কাছেও ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে খুব ইউনিক একটি ফুলদানি বানিয়েছে এবং এটি দেখতে বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে যথাযথ ভাবে এত সুন্দর একটি ফুলদানি আমাদের উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাইয়া । আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজের কাছেও ভাল লাগছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি ফুলদানি তৈরি করেছেন। এটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে। খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া । দেখতে জটিল মনে হলেও তৈরি করার সময় কিন্তু বেশ সহজ মনে হয়েছে । খুব সহজে সুন্দর ফুলদানি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে আমি এখন পর্যন্ত অনেক কিছু বানিয়েছি তবে এই ফুলদানিটি বানানো বাকি রয়ে গেছে। আপনার তৈরি ফুলদানিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আশা করি আমিও একদিন বানাবো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও অনেক ফুল বানিয়েছি রঙিন কাগজের । তবে ফুলদানি এটাই প্রথম । শুভকামনা রইলো আপনার জন্য । খুব তাড়াতাড়ি দেখার ইচ্ছে আছে আপনার তৈরি কাগজের ফুলদানি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মতামত জেনে ভাল লাগলো । একটু ব্যতিক্রম চেষ্টা ছিল এটি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরি রঙিন কাগজের ফুলদানি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ফুলের ❀ মাঝে একটি মাত্র ফুলদানি। তৈরি করতে পেরে আমারও খুব ভাল লেগেছে। আপনার মতামত এর জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতপরিমাণ ফুল তৈরি করেছি যে রাখার যায়গায় সংকট পড়েছে। তাই আর ফুলদানি তৈরি না করে পারা গেল না। মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit