রেসিপি ।। আলু দিয়ে সিলভার কার্প মাছের ডিম ভাঁজি ।

in hive-129948 •  2 years ago 

আজ শনিবার ।। ১৮ই জুন ২০২২ ইং ।। ৪ঠা আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ ।। ১৭ই জিলক্বদ ১৪৪৩ হিজরি ।।

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা আশাকরছি মহান আল্লাহ্‌ তা'লার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন, সুস্থ আছেন । আলহামদুলিল্লাহ্‌ আমিও বেশ ভাল আছি ।

গত কালের মত আজ ও ছিল সারাদিন ধরে বৃষ্টি । গোসলের পুর্বে একবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজবো বলে । কপাল মন্দ ১০মিনিটেই বৃষ্টি থেমে গেলো । তাই আর দেরি না করে বাড়ি ফিরলাম । আফসোস তখনি লাগলো যখন দেখালাম গোসলের শেষে ২০মিনিট পরেই তুমুল বৃষ্টি শুরু হলো । বাড়ি বসে আর কোন কাজ নেই দেখে ভাবলাম কিছু একটা পছন্দ মত খাবার তৈরি করে ফেলি । যেই ভাবা সেই কাজ ফ্রিজ থেকে মাছের ডিম বের করে নিয়ে আসলাম । এই মাছের ডিম গুলো আমার নিজের পুকুরের পাওয়া সিলভার কার্প মাছের ডিম রমজানের আগের দিন ধরে এনে ছিলাম । ডিম রমজানের মাঝে কোন একদিন খাওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু ছোট প্যাকেট অত গুলা মাছের ভিতরে কোথায় রেখেছি আর খুজেই পাওয়া যাচ্ছিল না । শেষে ফ্রিজ কিছুটা খালি হওয়ার পর বরফের আস্তরণের মাঝে কয়েকদিন পুর্বেই এটি আবিষ্কার করা হয়েছে ।

প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে সিলভার কার্প মাছের ডিম ভাঁজি রেসিপিটি শেয়ার করতে চলেছি । আশা করি আপনাদের ভাল লাগবে ।

আমার বাংলা ব্লগ@marufhh(1).jpg

প্রয়োজনীয় উপকরণ

উপকরণের নাম পরিমাণ
মাছের ডিম আধা কেজি
আলু ২টি
লবণ ১ টেবিল চামচ
হলুদ গুড়া ১ চা চামচ
পেঁয়াজ ১০টি
তেল পরিমাণ মত
কাঁচা মরিচ পরিমাণ মত

আমার বাংলা ব্লগ@marufhh.jpg

ধাপঃ০১

প্রথমে আমি পেঁয়াজ এর খোসা ছাড়িয়ে নিলাম, কাঁচা মরিচ বোঁটা ছাড়িয়ে রাখলাম

IMG_২০২২০৬১৮_২০০১১৭.jpg

ধাপঃ০২

এবার পেঁয়াজ গুলো কুঁচি করে কেটে নিলাম । কাঁচা মরিচ গুলো ছোট টুকরা করে নিয়েছি

IMG_২০২২০৬১৮_২০১৩৪৭.jpg

ধাপঃ০৩

আলু খোসা ছড়িয়ে ভাল ভাবে ধুয়ে নেব ।

IMG_২০২২০৬১৮_২০২৮৫১.jpg

ধাপঃ০৪

এবার যতটা সম্ভব আলু দুটি কুঁচি করে কেটে নিয়েছি ।

IMG_২০২২০৬১৮_২০৩৩৪৬.jpg

ধাপঃ০৫

পেঁয়াজ কুঁচি, মরিচ কুঁচি আলু কুঁচি একসাথে একটা পাত্রে নিলাম ।

IMG_২০২২০৬১৮_২০৩৪৩২.jpg

ধাপঃ০৬

মিশ্রণের সাথে লবণ, এবং হলুদ গুড়া দিয়ে দেব।

IMG_২০২২০৬১৮_২০৩৫০০.jpg

ধাপঃ০৭

ভাল করে হাতের তালু দিয়ে ডলা দিয়ে মাখিয়ে নিতে হবে যেন লবণ এবং মরিচের স্বাদ ঠিক মত ছড়িয়ে পড়ে ।

IMG_২০২২০৬১৮_২০৩৬৫৪.jpg

ধাপঃ০৮

মাছের ডিম গুলো ভাল ভাবে ফেটিয়ে নিতে হবে । যেহেতু মাছের ডিম গুলো একটি আরেকটির সাথে সংযুক্ত হয়ে ছড়া আকারে থাকে তাই ভাল করে ফেটিয়ে না নিলে মসলার সাথে মিশতে চাইবে না ।

IMG_২০২২০৬১৮_২০৩৭৩৪.jpg

ধাপঃ০৯

এবার মাখিয়ে রাখা মশলা গুলো ডিমের পাত্রে ঢেলে নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে।

IMG_২০২২০৬১৮_২০৪২৩৯.jpg

ধাপঃ১০

এবার আমি ডিম গুলো ভাজার প্রক্রিয়া শুরু করছি । প্রথমে একটি কড়াই চুলাই বসিয়ে চুলা অন করে দেব । কড়াই পর্যাপ্ত গরম হয়ে গেলে তাতে তেল ঢেলে দেব আমি একটি ভাঁজি কড়াই নিয়েছে যেন কয়েক খন্ড ডিম একসাথে ভাজা যায় । এবার এক চামচ ডিমের মিশ্রণ কড়ায়ে দিয়ে দিলাম ।

IMG_২০২২০৬১৮_২১০৫৫৫.jpg

ধাপঃ১১

এভাবে একে একে আরো দুই চামচ ডিমের মিশ্রণ গরম তেলে ঢেলে দেব ।

IMG_২০২২০৬১৮_২০৪৮০৯.jpg

ধাপঃ১২

ডিমের উপরের দিকটা শুকিয়ে আসলে তখন উল্টিয়ে দিতে হবে । দুই পিঠ সমান ভাবে ভেজে কড়াই থেকে উঠিয়ে রাখলাম । এভাবে বাকি ডিম টুকুও ভেজে নিলাম ।

IMG_২০২২০৬১৮_২১২১৪২.jpg

প্রিয় বন্ধুরা কত সুন্দর হয়েছে হয়তো উপলব্ধি করতে পারছেন । স্বাদ ও হয়েছে অতুলনীয়

সিলভার কার্প মাছের ডিম অনেকটা কালচে রঙের হয় । তাই দেখতে খানিকটা অন্যরকম ই লাগে কিন্তু এর স্বাদটা অসাধারণ । আজ বাড়িতে খেয়ে তো সবাই অবাক হয়ে গেছে কারণ এটা ছিল আমার নিজের হাতে মাছের ডিম ভাজা । তবে আমিও একটু ভাব নিলাম প্রফেশনাল শেফ বলে । স্বাদে গন্ধে কোনটাতেই ত্রুটি নেই তবে গরম তেলে ডিম ঢালার সময় একটু সাবধানে দিতে হবে কারণ ডিম অল্প কিছু পরিমাণ ফুটে ছড়িয়ে পড়ে।

আজ এখানেই সমাপ্ত করছি ।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি

আল্লাহ্‌ হাফেজ ।

নামঃ @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্যাক্তি গত ভাবে মাছের ডিম আমার কাছে সেই লাগে। আপনি খুব সুন্দর করে সিলভার কার্প মাছের ডিম ভাজি করেছেন যা দেখে আমার খুব লোভ লেগে গেছে। এখনই খাইতে ইচ্ছে করছে অনেক।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আমিও মাছের ডিম খুব পছন্দ করি।

আপনি খুব সুন্দর ভাবে আলু দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং উপস্থাপন করেছেন খুবই সুন্দরভাবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া। আপনারা সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ভাগ্যটাই খারাপ সাইকেল নিয়ে বের হয়েছেন বৃষ্টিতে ভেজার জন্য ১০ মিনিট নাই ভিজতে বৃষ্টি থেমে গেলে আবার ২০ মিনিট পরে বৃষ্টি শুরু হল এরকম হলে আসলেই মেজাজটা খারাপ হয়ে যায় সাইকেল নিয়ে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা।
আলু দিয়ে মাছের ডিম ভাজি করে খেয়েছি তবে এই রকম ভাবে কখনো মাছের ডিম তৈরি করে খাইনি নতুন একটি রেসিপি শিখলাম।

  ·  2 years ago (edited)

শুধু ই কি অল্প খারাপ 😴 । যেদিন ছাতা নিয়ে বের হয় সেদিন বৃষ্টি হয় না। ছাতা না নিয়ে গেলেই ভিজে বাড়ি ফিরি। 🙄

আলু দিয়ে সিলভার কার্প মাছের ডিম ভাঁজি আপনি অনেক সুন্দর করে রান্না করেছেন। এভাবে কখনো খাইনি। তবে আমি আপনার রেসিপি দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ভাইয়া এভাবে মাছের ডিম ভাজি করলে স্বাদটা অসাধারণ হয়। ট্রাই ইট।

বাহ বেশ দারুন একটি আইডিয়া তো। এভাবে কখনও মাছের ডিম ভেজে খাওয়া হয়নি। বৃষ্টির মুহূর্তে এমন রেসিপি খেতে খারাপ লাগে না। মাছের ডিমের রেসিপি দেখে আমার লোভ লেগে গেলো। খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। বেশ ইউনিক ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার আম্মুর থেকে এই রেসিপি শিখেছি। তবে এইদিনেরটা অসম্ভব স্বাদ হয়েছিল।

ভাই আপনি আলু দিয়ে খুব সুন্দর করে মাছের ডিম ভাজির রেসিপি শেয়ার করেছেন। এভাবে করে কখনো খাওয়া হয়নি। আপনার কাছ থেকে নতুন রেসিপি শিখে নিয়েছি। আমি অবশ্য এই ভাবে একবার বাসায় ট্রাই করে দেখব। নতুন নতুন রেসিপি শিখতে আসলে খুব ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া আলু দিয়ে মাছের ডিম ভাজির মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ট্রাই করে দেখতে পারেন এতটা স্বাদ লাগবে এর আগে কখনো না খাওয়ার জন্য আফসোস থেকে যাবে।

প্রতিটা ধাপে ধাপে এভাবে বর্ণনার কারণে যে কেউ আপনার এ রেসিপি পোস্ট দেখে আলু দিয়ে সিলভার কার্প মাছের ডিম রান্না করতে পারবে।
দেখে খুব সুস্বাদু এবং লোভনীয় মনে হচ্ছে। যেকোন মাছের ডিম আমার কাছে বেশ প্রিয়।
ভাই জিভে একদম জল এনে দিলেন।
ধন্যবাদ ভাই এমন করে একটি সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মাছের ডিম আমার ও ভীষণ প্রিয় একটি খাবার। ধন্যবাদ ভাইয়া।

আলু দিয়ে মাছের ডিম ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তবে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ট্রাই করে দেখেন এতই স্বাদ পাবেন বিগত দিনে না খাওয়ার জন্য আফসোস হবে।

মাছের ডিম আমার কি পরিমান ফেভারেট আসলে বলে বোঝাতে পারবোনা আপনার রেসিপিটি প্রস্তুত করা দেখে আমার জিভে জল চলে আসলো খেতে না জানি কত মজা হয়েছিল সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য

মাছের ডিম আমার ও ভীষণ প্রিয়। একারণেই ডিমওয়ালা মাছ কিনতে বেশি স্বাছন্দ বোধ করি।

আলু দিয়ে সিলভার কার্প মাছের ডিম ভাজি আমি আগে কখনো খাইনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু ‌‌। দেখে জিভে জল চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আসলে সিলভার কার্প মাছের ডিম কিছুটা আনকমন বটে। খুব কম পাওয়া যায়। বিশেষ করে ডিম হওয়ার বয়েস পর্যন্ত পৌছানোর পূর্বেই জীবন অবসান ঘটে।

আমার ক্ষেত্রেও এমন অনেকবার হয়েছে। যখন বৃষ্টিতে ভেজার জন্য নেমেছি বৃষ্টি থেমে গেছে। আবার আমি উঠে আসতেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক মাছের ডিমের রেসিপি টা আসলেই অনেক ভাল ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ

বৃষ্টিতে ভেজার সময় গুলো এমনি হয়। ভিজতে না চাইলে তুমুল বৃষ্টি। ভিজতে নামলে শেষ।

মাছের ডিম খেতে বেশি ভালো লাগে আমার কাছে। খুব সুন্দর করে ডিম দিয়ে এবং আলু দিয়ে মাছের ডিম ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে জিভে জল চলে আসলো ভাই। এরকম রেসিপিগুলো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ডিম ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। ডিমের সাথে আলু দেওয়ার কারণে স্বাদটা যেন বেড়েই যায়।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে আলু দিয়ে মাছের ডিম ভাজি রেসিপি শেয়ার করেছেন মাছের ডিম আমার কাছে অনেক বেশি সুস্বাধু লাগবে। অনেকদিন হলো তেমন একটা খাওয়া হয়না ।রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া। আলু দেওয়ার জন্য অনেকটা বেশি স্বাদ পাওয়া যায়।

কিছুদিন আগে আমিও আলু দিয়ে রুই মাছের ডিমের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ভাইয়া। এভাবে রেসিপি তৈরি করে খেতে সত্যি অনেক ভালো লাগে। মাছের ডিম পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাজা ভাজির জগতে আপনাকে স্বাগতম। আপনি খুব সুন্দরভাবেই রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে সেই বিষয়ে কিছু বলবো না। আমি এতটা মুগ্ধ হয়েছি আপনার ঝাল পেঁয়াজ কুচি করার দৃশ্যটা দেখে, যা মুখে বলে শেষ করা যাবেনা।

আসলে এ পেশায় মেলাদিন এসেছি তো তাই আরকি অভিজ্ঞতার বহিঃপ্রকাশ।

আপনি আলু দিয়ে সিলভার কার্প মাছের ডিম ভাঁজি রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে ও ধন্যবাদ। এটা আমার ফেভারিট খাবারের মাঝে একটি।

আমি আসলে এই রকম মাছের ডিম কখনো আলু দিয়ে ভাজা করে খাইনি। কিন্তু মাছের ডিম আমার ভীষণ পছন্দের। এমনকি আমার কাছে খেতেও ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনার রেসিপিটি দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। প্রথমত আপনার নিজের পুকুরের মাছের ডিম জেনে বেশ ভালো লাগলো। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আলু দিয়ে ডিম এভাবে ভাজি করলে সত্যিই দারুন লাগে। আর ডিম খাওয়ার জন্যই পুকুরে বয়স্ক মাছ দিয়ে থাকি। তাই মাছের সাথে ডিম ও খাওয়া হয়ে যায়।

মাছের ডিম সচরাচর আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে সিলভার মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করলেন। আপনি প্রতিটি ধাপে ধাপে আমাদেরকে দেখালেন কিভাবে এমন সুন্দর ভাবে মাছের ডিম ভাজি করতে হয়।

সুন্দর মতামত এর জন্য আপনাকে ধন্যবাদ। আসলে নিজের কাজ যদি পছন্দনীয় হয় তা কাউকে দেখাতেও আনন্দ অনুভুত হয়।