আজ বৃহস্পতিবার || ১৪ই জুলাই ২০২২ ইং || ৩০শে আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ্জ ১৪৪৩ হিজরি ।
প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।
- রঙিন কাগজ
- স্কেল
- কাঁচি
- আঠা
- কলম
প্রথমে আমি হলুদ এবং কমলা রঙের কাগজ ২০ * ২০ বর্গ সেমি আকারে কেটে নিলাম। একই মাপের ৪টি ৪টি করে ৮টি কাগজ প্রয়োজন হবে তাই এক সাথে ৮ টুকরা কাগজ কেটে নিয়েছি ।
এবার আমি কগজটি চিত্র অনুরুপ ভাবে ভাজ করে তারপর আবার খুলে নিলাম।
এবার কাগজটির উপরের দুই কর্ণার চিত্র অনুরুপ ভাবে ভাজ করে নিলাম।
এখন কাগজটির মাঝদিয়ে আরো একবার ভাজ দিয়ে নিলাম ।
এবার আরো একবার মাঝ দিয়ে ভাজ দিয়ে নিলাম । হলুদের পাশাপাশি কমলা রঙের আরো একটি কাগজ ভাজ করে নিয়েছি
এখন হলুদ এবং কমলা রঙের কাগজ একটি আরেকোটির মাঝে চিত্র অনুরুপ ভাবে জুড়ে দিলাম ।
এবার চাপ দিয়ে চেপ্টা করে তারপর চারকোণা বক্স শেপ বানিয়ে নিলাম । একই পদ্ধতি অনুসরণ করে আরো চারটি তৈরি করে নিয়েছি।
এখন আমি চারটি বক্স একসাথে জুড়ে দেব । মাঝে আঠা লাগিয়ে একটির সাথে আরেকোটি জুড়ে দিলাম ।
এবার একটি কার্টুন বোর্ডের টুকরা নেব এবং আঠা দিয়ে বক্স গুলোর নীচের প্রান্তে চিত্র অনুরুপ ভাবে লাগিয়ে দেব।
আমি লাল এবং সবুজ রঙের দুইটি লাভ সিম্বল কেটে নিয়েছি । চিত্র অনুরুপ ভাবে বক্সে আঠা দিয়ে লাগিয়ে দিলাম । নীচের কার্টুন বোর্ডের অংশ বক্স এর সমান করে কেটে নিলাম।
এরপর নীল রঙের কাগজ দিয়ে বক্সের নীচের অংশে বর্ডার লাইন করে দিলাম ।
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রঙিন কাগজের ফুলদানি.
প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের diy প্রোজেক্ট আপনাদের ভাল লেগেছে । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামন করে আজকের মত এখানেই ইতি টানছি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলদানি তৈরি করেছেন আর ফুলদানি তৈরি করার সময় দুটি ভিন্ন রকমের রঙিন কাগজ ব্যবহার করেছেন যার জন্য ফুলদানিটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। অনেক ভেবে চিন্তে দেখলাম এই দুটি রঙ পারফেক্ট হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হাতে গড়া সুন্দর এই ফুলদানি টা পাক-পবিত্র করতে একবার জলে ডুব মারিয়ে নিয়ে আসুন তাহলে দেখবেন কার্যকারিতা বেড়ে গেছে। আপনি চাইলে গঙ্গার জলে ডুব মারাতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাড়ির পাশের পুকুরটায় চুবিয়ে নিলে ফ্রিতে সবুজ রঙ যোগ হয়ে যাবে। বুদ্ধিদ্বিপ্ত মতামত। 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই অসাধারণ একটি ফুলদানি তৈরি করেছেন রঙ্গিন কাগজ ব্যবহার করে। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে এই ফুলদানিটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুলদানি তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। খুব ভেবে চিনতে দেখলাম লাল, সবুজ রঙের ফুল বেশি তৈরি করে এতে করে এই দুটি রঙ পারফেক্ট হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit