diy ।। রঙিন কাগজের তৈরি একটি ফুলদানি

in hive-129948 •  2 years ago 

আজ বৃহস্পতিবার || ১৪ই জুলাই ২০২২ ইং || ৩০শে আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ্জ ১৪৪৩ হিজরি ।

আসসালামু আলাইকুম

প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।

আমি সব সময় চেষ্টা করি নিজের হাতে তৈরি ফুল দিয়ে ঘর সাজিয়ে রাখবো । এই ভাবনা কাজে পরিণত করার কারণে অনেকগুলো ফুল বানিয়ে ফেলেছি একে একে । তবে সমস্যা যেটা হয়েছে এখন আমার ফুলদানির অভাব । গত দিনেও একটা ফুল দানি তৈরি করেছিলাম তাতে কয়েকটি ফুলের স্থান সংকুলান হয়েছে । আজ আবারো একটা ফুলদানি তৈরি করেছি বাকি ফুলের স্থান যেন এর মাঝে হয়ে যায় । তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আমার আজকের diy
"রঙিন কাগজের ফুলদানি"
তৈরি।

আমার বাংলা ব্লগ(7).jpg

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ
  • রঙিন কাগজ
  • স্কেল
  • কাঁচি
  • আঠা
  • কলম

IMG_২০২২০৭১৪_১৬৪৬২৮.jpg

ধাপঃ০১

প্রথমে আমি হলুদ এবং কমলা রঙের কাগজ ২০ * ২০ বর্গ সেমি আকারে কেটে নিলাম। একই মাপের ৪টি ৪টি করে ৮টি কাগজ প্রয়োজন হবে তাই এক সাথে ৮ টুকরা কাগজ কেটে নিয়েছি ।

IMG_২০২২০৭১৪_১৬৫০২১.jpg

ধাপঃ০২

এবার আমি কগজটি চিত্র অনুরুপ ভাবে ভাজ করে তারপর আবার খুলে নিলাম।

IMG_২০২২০৭১৪_১৬৫১১৯.jpg

ধাপঃ০৩

এবার কাগজটির উপরের দুই কর্ণার চিত্র অনুরুপ ভাবে ভাজ করে নিলাম।

IMG_২০২২০৭১৪_১৬৫১৫৮.jpg

ধাপঃ০৪

এখন কাগজটির মাঝদিয়ে আরো একবার ভাজ দিয়ে নিলাম ।

IMG_২০২২০৭১৪_১৬৫২২৬.jpg

ধাপঃ০৫

এবার আরো একবার মাঝ দিয়ে ভাজ দিয়ে নিলাম । হলুদের পাশাপাশি কমলা রঙের আরো একটি কাগজ ভাজ করে নিয়েছি

IMG_২০২২০৭১৪_১৬৫৮১৩.jpg

ধাপঃ০৬

এখন হলুদ এবং কমলা রঙের কাগজ একটি আরেকোটির মাঝে চিত্র অনুরুপ ভাবে জুড়ে দিলাম ।

IMG_২০২২০৭১৪_১৭০১৩৭.jpg

ধাপঃ০৭

এবার চাপ দিয়ে চেপ্টা করে তারপর চারকোণা বক্স শেপ বানিয়ে নিলাম । একই পদ্ধতি অনুসরণ করে আরো চারটি তৈরি করে নিয়েছি।

IMG_২০২২০৭১৪_১৭০৫২৮.jpgIMG_২০২২০৭১৪_১৭২৪৪৭.jpg
ধাপঃ০৮

এখন আমি চারটি বক্স একসাথে জুড়ে দেব । মাঝে আঠা লাগিয়ে একটির সাথে আরেকোটি জুড়ে দিলাম ।

IMG_২০২২০৭১৪_১৭২৯৫৩.jpg

ধাপঃ০৯

এবার একটি কার্টুন বোর্ডের টুকরা নেব এবং আঠা দিয়ে বক্স গুলোর নীচের প্রান্তে চিত্র অনুরুপ ভাবে লাগিয়ে দেব।

IMG_২০২২০৭১৪_২২২৮০০.jpg

ধাপঃ১০

আমি লাল এবং সবুজ রঙের দুইটি লাভ সিম্বল কেটে নিয়েছি । চিত্র অনুরুপ ভাবে বক্সে আঠা দিয়ে লাগিয়ে দিলাম । নীচের কার্টুন বোর্ডের অংশ বক্স এর সমান করে কেটে নিলাম।

IMG_২০২২০৭১৪_২২৩৬১৯.jpg

ধাপঃ১১

এরপর নীল রঙের কাগজ দিয়ে বক্সের নীচের অংশে বর্ডার লাইন করে দিলাম ।

IMG_২০২২০৭১৪_২২৪৪০৩.jpg

ধাপঃ১২

এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রঙিন কাগজের ফুলদানি.

IMG_২০২২০৭১৪_২২৪৭১৪.jpg

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের diy প্রোজেক্ট আপনাদের ভাল লেগেছে । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামন করে আজকের মত এখানেই ইতি টানছি ।

আল্লাহ্‌ হাফেজ
ধন্যবাদান্তে @maruffhh
ফটোগ্রাফি ডিভাইসঃ mobile
মোবাইল নেমঃ redmi 6a
ক্যামেরাঃ 8mp

আমার পরিচয়

IMG_20170303_142442.jpg

আমার নাম মারুফ হাসান । আমি বাংলাদেশী আমার প্রাণের আবেশ বাংলাদেশকে প্রাণের চেয়েও ভালবাসি । ভালবাসি বাংলা ভাষাকে । আমি পড়াশুনা করেছি তড়িৎ প্রোকৌশল বিদ্যায় । তবে বাংলা সাহিত্য পড়তে ভীষণ ভাল লাগে । আমার ভাললাগার মাঝে ভ্রমণ হলো অন্যতম । সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ঘর ছেড়ে । দু চোখে খুজেফিরি প্রকৃতির সৌন্দর্য । আমি আমার সময় গুলো কাজে লাগায় বিভিন্ন সৃজনশীল কাজের মাঝে । নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভাল লাগে খুব । বিশ্ব জোড়া পাঠ শালা মোর সবার আমি ছাত্র ।

ধন্যবাদ সবাইকে

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুলদানি তৈরি করেছেন আর ফুলদানি তৈরি করার সময় দুটি ভিন্ন রকমের রঙিন কাগজ ব্যবহার করেছেন যার জন্য ফুলদানিটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনার কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া। অনেক ভেবে চিন্তে দেখলাম এই দুটি রঙ পারফেক্ট হবে।

আপনার হাতে গড়া সুন্দর এই ফুলদানি টা পাক-পবিত্র করতে একবার জলে ডুব মারিয়ে নিয়ে আসুন তাহলে দেখবেন কার্যকারিতা বেড়ে গেছে। আপনি চাইলে গঙ্গার জলে ডুব মারাতে পারেন।

আমার বাড়ির পাশের পুকুরটায় চুবিয়ে নিলে ফ্রিতে সবুজ রঙ যোগ হয়ে যাবে। বুদ্ধিদ্বিপ্ত মতামত। 😁

আপনি খুবই অসাধারণ একটি ফুলদানি তৈরি করেছেন রঙ্গিন কাগজ ব্যবহার করে। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে এই ফুলদানিটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ফুলদানি তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। খুব ভেবে চিনতে দেখলাম লাল, সবুজ রঙের ফুল বেশি তৈরি করে এতে করে এই দুটি রঙ পারফেক্ট হবে।