প্রাণ প্রিয় বন্ধুগণ, আশাকরি মহান আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি ।
তেলাপিয়া জালে আটকানো যতাটা কঠিন বরশিতে আটকানো তার চেয়ে ১০ গুণ সহজ ।
উপকরণের নাম | পরিমাণ |
---|---|
টোপ | পরিমাণ মত |
ছিপ | দুটি |
- টোপ । তেলাপিয়া মাছ ধরার জন্য তেমন কোন দামি খাবার লাগেনা । আমি এক মাছ শিকারীকে দেখছি দোকান থেকে পোলাও এর চাউল নিতে, মাছ ধরার জন্য । তবে আমার আজকের টোপ তৈরিতে এমন পোলাও বিরিয়ানী রান্নার প্রয়োজন হয়নি । আমি মাছের ভাসমান খাবারের সাথে গমের আটা মিক্সড করে সুন্দর টোপ বানিয়ে ফেলেছিলাম ।
- ছিপ । এক ডান্ডা আর বরশি ছড়া এতে আর তেমন কোন বিশেষ উপকরণ নেই । বাধার জন্য কিছুটা সুতা এবং মাছ টোপ গিলছে কিনা তা ইন্ডিকেট করার জন্য আধা হাত পরে বেঁধে দেওয়া ২" পরিমাণ পাটকাঠির টুকরা ।
টোপ হিসেবে আমার উপকরণ যেহেতু দুটোই শুকনা । তাই একটূ পানি মিশিয়ে উপকরণ দুইটা এক সাথে মিশিয়ে খুব ভাল ভাবে মথে নিলাম । মেশানোর জন্য অবশ্য মিনারেল ওয়াটার নেওয়া লাগেনি । পুকুরের পানি দিয়েই মিশিয়ে নিলাম । পেটে অসুখ হলে হোক । সন্ধ্যা পর্যন্ত পেট থাকলে তো ।
এবার সুন্দর করে বরশিতে গেথে নিলাম । পরিমাণে অল্প হলেই ভাল হবে । শেষে বেশি খাবার দিলে মাছ খাবার নিয়ে পিছলে পড়ে যাওয়ার সমভাবনা থাকে ।
তবে এর পুর্বে আমি পুকুরে কিছু চালের কুড়া ছিটিয়ে দিয়েছিলাম । যেন লোভে পড়ে দ্রুত একস্থানে চলে আসে ।
কিছুক্ষণ পরে মাছের আনাগোনা খুব ভালই দেখা যাচ্ছিলো । দিলাম প্রথম বারের মত ছিপ ফেলে । আমাকে অন্য বরশিতে টোপ গাথার সময় দিল না এক মাহাশয় টোপ গিলে বসে আছে । টেনে তুলে নিলাম । বেচারা নাহয় ছিপটা নিজের ভেবে টেনে নিয়ে যাচ্ছিল ।
আজ মাছ ধরতে সেই মজা লাগছিলো । আলাদা কোন যায়গা না নেওয়াতে একটা একটা করে মাছ তুলে পাশে রেখে দিচ্ছিলাম । নিয়াত ছিল টোপ যতক্ষণ মাছ ধরা ততক্ষণ যা আছে কপালে । পরে পিছে ফিরে দেখি মোটা মুটি মাছের স্তুপ তৈরি করে ফেলেছি ঘাসের মাঝে ।
![]() | ![]() |
---|
প্রায় দেড় ঘন্টা একটানা মাছ ধরার পরে আজকের এই অবস্থা ।
পরে বাড়িতে এসে পরিমাপ করে দেখেছি । সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছিল । যদিও আম্মু বাড়িতে একা তাই কাটাকাটির চাপটা একটু বেশিই হয়ে যাবে । তাই একটু মন কেমন করছিলো । তাছাড়া ভরপুর আনন্দ পেয়েছি আজ ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে ।
আজ এখানেই সমাপ্ত করছি । আশা করি আজকের লেখাটি পড়ে আপনাদের ভাল লেগেছে । ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি ।
ধন্যবাদান্তে | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
![](https://steemitimages.com/640x0/https://i.imgur.com/IN9jw0T.png)
I read with 'baited' breath.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thanks bro.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়শি দিয়ে মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে। আমি গ্রামের বাড়িতে গেলে আমার পুকুরে এরকম করে মাছ ধরি। দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত টা পেয়েছেন আপনি। আরে সুন্দর মুহূর্তটাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও চেষ্টা করি মাঝে মাঝে এই আনন্দ উপভোগ করতে। তবে আজকের প্রচেষ্টা ভাল ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরশি দিয়ে মাছ ধরার আলাদা একটা মজা আছে। আপনি ঠিকই বলেছেন জাল দিয়ে ধরার চেয়ে বরশি দিয়ে মাছ ধরা অনেক সহজ। তেলাপিয়া মাছ একটু লোভী হয়ে থাকে বরশী দেখলেই ঝাপিয়ে পড়ে হি হি। তবে আপনার ধরা তেলাপিয়া মাছগুলো মোটামুটি সাইজের বেশি বড় না।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের তেলাপিয়া গুলোর গড় ওজন ছিল ৯০ গ্রাম। সর্বোচ্চ বড় ২৫০ গ্রাম।
তবে আজকে ছিপে যা উঠেছে ৩টা ছাড়া সব কয়টাকে নিয়েছি। এ কারণেই সাইজ হয়েছে গড় মিশিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা তো আগে জিপ দিয়ে নিজের পুকুরে এইরকম মাছ ধরে থাকতাম। খুবই ভালো লাগতো। আপনার ঠিক দিয়ে মাছ ধরা দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেল। আপনি তো দেখছি অনেক মাছ ধরেছেন। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে এই পোস্টে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও অনেক ছোট থেকে এভাবে নিজ পুকুরে মাছ ধরি। এবং বাড়িতে থাকলেই সময় সুযোগ মত লেগে পড়ি মাছ ধরতে।
পুরনো দিনের সুখস্মৃতি মনে করিয়ে দিতে পেরে নিজের কাছেও ভাল লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছিপ দিয়ে পুকুরে মাছ ধরার অনুভূতি সত্যিই অন্যরকম ছোটবেলায় আমি অনেকবার এরকম মাছ ধরেছি অনেকদিন বাদে আপনার এই পোস্ট দেখে ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে কিছুটা সময় অতীতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যারা গ্রামে বড় হয়েছি এমন স্মৃতি তাদের যেন থাকায় আবশ্যক। আহা। সেই দিন গুলি। কতই না সুখবিভোর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড়শি দিয়ে মাছ ধরতে আমারও খুব ভালো লাগে মাঝে মাঝেই নিজের পুকুর অথবা নদীতে মাছ ধরেছি ছোটবেলায় এখনো অবশ্য তেমন একটা হয়ে ওঠে না। যাহোক আপনার মাছ ধরা দেখে খুবই ভালো লাগলো সময় থাকলে আমিও হয়তো এমনই বসে যেতাম পুকুরে মাছ ধরার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুকুরে বরশি দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা থাকলেও নদীতে নেই। কারণ আমার এলাকা নদী বিহীন।
তবে পুকুরে মাছ ধরাটা খুবই সহজ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রদানের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit