আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন, আশা রাখি ভালো আছেন। আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের সাথে পরিচিত হতে এলাম। আমি মোঃ মশিউর রহমান (দিপু) সবাই ভালোবেশে দিপু নামেই ডাকে। বেড়ে উঠেছি ছোট একটি মফসল শহরে যার নাম ঝালকাঠি। এটি বাংলাদেশের দ্বিতীয় ছোট জেলা শহর। যদি সুগন্ধা, ধানসিঁড়ি আর পেয়ারা বাগান দেখতে যেতে চান তাহলে ঝালকাঠি চলে আসতে পারেন সাথে দেখবেন বাংলাদেশের একমাত্র ভাসমান নৌকার হাট, কিনে আনতে পারবেন ঝালকাঠির বিখ্যাত গনি মিয়ার গামছা।
ধানসিঁড়ি আর সুগন্ধা নদী দিয়ে ঘেরা অপূর্ব এই শহরটিতে বেড়ে উঠেছি সেই ১৯৮৬ সাল থেকে, এখন আমি ৩৬ বছরে দাড়িয়ে। আমরা তিন ভাই বোনের মধ্যে আমি বাবা মায়ের বড় সন্তান। বাবা পেশায় ব্যবসায়ী মা গৃহিণী। বৈবাহিক সুত্রে আমি বিবাহিত, একটি ছেলে সন্তান আর আমার সহধর্মিণী নিয়ে বেশ ভালো আছি।
ভালো লাগে বন্ধু আর পরিবারের সাথে ঘুরতে, খেলাধুলা করতে, বই পড়তে আর লেখালেখি করতে। আর সবচেয়ে বেশি পছন্দ অসহায় মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে।
ইস্কুল গণ্ডি পেরিয়েছি ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে। ঝালকাঠি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, আর স্নাতক বরিশালের অক্সফোর্ড খ্যাত ব্রোজমোহন (বি, এম) বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতি বিষয়ে।।
কাজের তাড়নায় প্রিয় শহর ঝালকাঠি ছেঁড়ে এখন প্রানের শহর ঢাকাতে। একটি বেসরকারি প্রতিস্থানে বাবস্থাপক হিসেবে কর্মজীবন চালিয়ে নিচ্ছি। কাজের খাতিরে অনলাইনে বেশ একটিভ থাকতে হয়।চাকুরির পাশাপাশি নিজেকে অনলাইন প্লাটফর্মে মেলে ধরতে অনেক চেস্টা করছি। এবং কিছু কিছু সফলতা আমাকে আরো আগ্রহী করে তুলেছে।
আমি ইষ্টিমিটে “আমার বাংলা ব্লগ” নামে একটি কমিউনিটি দেখতে পাই। আগ্রহী হয়ে আমার কিছু বন্ধুদের কাছ (যারা অনলাইনে কাজ করে) থেকে একটা ধারনা পাই। আমার বাংলা ব্লগের নিয়ম কানুন আর কার্যক্রম খুবই ভালো লেগে যায় আর ভালোবেশে ফেলি, খোঁজ নিতে থাকি আমি কীভাবে এই পরিবারের একজন সদস্য হতে পারি, জানতে পারি আমার বাংলা ব্লগের কোন ভেরিফাইড মেম্বারের রেফার ছাড়া নতুন কোন মেম্বার নিচ্ছে না। যদিও আমার ইষ্টিমিটে আমাকে রেফার করার মত পরিচিত ভেরিফাইড কোন মেম্বার নেই তাই বলে থেমে থাকার কোন যুক্তি খুজে পাইনা।
আমার চেষ্টা আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ, এই ভেবে এই পোষ্টটি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। যদি আমার বাংলা ব্লগ গ্রুপ আমাকে ভেরিফাইড করে সুযোগ করে দেয় তাহলে আমি চেষ্টা করব ভালো কিছু শিখতে এবং নতুন কিছু কাজ দিয়ে আপনাদের সাথে থাকার এবং নিজেকে মেলে ধরার। যদি লক্ষ্য থাকে অটুট কোন কিছু বাধা হতে পারে না এটা মনে প্রানে ধারন করে এগিয়ে চলি ইনশাল্লাহ।
ভালবাসি বাংলা, ভালবাসি আমার বাংলা ব্লগ। শেষ করছি ছোট্ট পরিচয় পর্ব আশাকরি আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারবো যদি গ্রুপের এডমিন আমাকে গ্রহণ করে নেয় ইনশাল্লাহ।
অনেক সুন্দরভাবে আপনার পরিচিতি মুলক পোস্ট উপস্থাপন করেছেন। তবে আমরা আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বারদের রেফার ছাড়া অন্য কোনো মেম্বার গ্রহণ করছি না।
আশাকরি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit