মসজিদ এর ফটোগ্রাফি এবং কিছু কথা || 10% Beneficiaries @shy-fox

in hive-129948 •  3 years ago 

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷



আজ আবার নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আমাদের শহরের বাজার মসজিদ এর ফটোগ্রাফি এবং মসজিদ সম্পর্কে কিছু কথা বলবো

। আশা করি ভালো লাগবে।



↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



1630128421306.jpg

pngfind.com-white-lines-png-2081.png

এটি আমাদের নিলফামারী বাজার মসজিদ।
সাধারণ অর্থে মসজিদ মুসলমানদের নামাজের ঘর হলেও মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং মুসলমানদের সব ধরনের কাজকর্মের কেন্দ্রবিন্দু। সোনালি যুগে মসজিদ থেকে পরিচালিত হতো ইসলামী সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কাজ।



1630128370246.jpg

pngfind.com-white-lines-png-2081.png

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতেও তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন। (সহিহ বুখারি, হাদিস : ৪৫০)

মসজিদ নিয়ে অসুস্থ প্রতিযোগিতা নিন্দনীয়। মহল্লাগত ও বংশীয় বিবাদের জেরে রক্ষণাবেক্ষণের সামর্থ্য না থাকার পরও মসজিদ নির্মাণ করা অনুচিত। গ্রামাঞ্চলে এর প্রবণতা বেশি। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকারে লিপ্ত হবে।’ (আবু দাউদ, হাদিস : ৪৪৯)



1630128384869.jpg

pngfind.com-white-lines-png-2081.png

মসজিদে প্রবেশের পবিত্রতা অর্জন করা আবশ্যক। শুধু পবিত্রতা নয় বরং পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করাও আবশ্যক। মুসলিমরা সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক-পরিচ্ছদ পরিধান করে মসজিদে যাবে। এমনকি শরীরে বা পোশাকে কোনো প্রকার দুর্গন্ধ থাকলে তাও দূর করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানব সন্তান তোমরা প্রতি নামাজের সময় তোমাদের সৌন্দর্য (পবিত্র পোশাক) গ্রহণ করো।’ (সুরা : আরাফ, আয়াত : ৩১)



1630128410347.jpg

1630128400819.jpg

pngfind.com-white-lines-png-2081.png

মসজিদ আল্লাহর ঘর। তা আল্লাহর সব শ্রেণির বান্দার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে তারা নির্বিঘ্নে ইবাদত করবে। মসজিদে আল্লাহর ইবাদত ও দ্বিনি কাজ করতে বাধা দেওয়া জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে...?’ (সুরা : বাকারা, আয়াত : ১১৪)



আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । শেষ করার আগে একটা কথা বলতে চাই, আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সকল পাপ কাজ থেকে বিরত থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

IMG_20210825_005336.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

IMG_20210825_005418.png

20210616_120145.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক চমৎকার ছিল। বিশেষ করে আমার ভাল লেগেছে আপনার উপস্থাপনাটি, আপনি এভাবে কাজ করতে থাকলে ইনশাল্লাহ আপনি অনেক ভাল কিছু করতে পারবেন এই প্লাটফর্ম থেকে। ধন্যবাদ আপনাকে।।

ধন্যবাদ ভাইয়া ,এত সুন্দর মন্তব্য করার জন্য....❤️

প্রত্যেকটা ফটোগ্রাফি নিখুঁত ভাবে তুলেছেন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো 🥀

খুব সুন্দর হয়েছে মসজিদের ছবিগুলো এবং বর্নণা টাও অসাধারণ দিয়েছেন। এবং আপনার মার্কডাউন গুলো আমার খুব ভালো লাগল। আপনার জন্য শুভকামনা।

আপনাকেও ধন্যবাদ...

খুব সুন্দর হয়েছে মসজিদের ছবি গুলো। সেই সাথে বর্ণনাটি ও হয়েছে অসাধারণ ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য...❤️❤️